উপদেষ্টা আসিফ মাহমুদ
স্বাধীনতার প্রথম সুবিধাভোগী হওয়া উচিত মেহনতী মানুষ ও শ্রমিকের
অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রক্তের বিনিময়ে এ স্বাধীনতার প্রথম সুবিধাভোগী হওয়া উচিত এ দেশের মেহনতী মানুষ, বিশেষ করে শ্রমিকরা। গার্মেন্টস সেক্টরের শ্রমিক ও মেহনতী মানুষষে পরিশ্রম আছে বলেই দেশে সীমাহীন লুটপাট, দুর্নীতির মধ্যেও টিকে আছে। গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করার স্বপ্ন আছে আমার। এটা করতে সময় লাগলেও আমরা কাজটা শুরু করে দিতে চাই। এটা বাস্তবায়নের জন্য মালিকপক্ষের সহযোগিতা প্রয়োজন হবে। পেনশন স্কিম চালু করার ক্ষেত্রে সফল হতে পারব বলে আশা রাখছি। রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি, ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুথানে সে আন্দোলনে শ্রমিকরাও রক্ত দিয়েছেন। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন সেক্টরের প্রায় শতাধিক শ্রমিক শহীদ হয়েছেন।
বুধবার (১৬ অক্টোবর) বেলা সোয়া ১১টায় টঙ্গীর পাগাড় এলাকায় জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেড কারখানায় পোশাক শ্রমিকদের মাঝে সরকারিভাবে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলোর মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি তেল, ২ কেজি ডাল রয়েছে। শ্রমিকদের প্রতি মাসের পাওনা বেতন থেকে টিসিবির পণ্যের মূল্য বাবদ ৪৭০ টাকা কেটে নেয়া হবে। এ কারখানার এক হাজার শ্রমিকের হাতে টিসিবির পণ্য তুলে দেয়া হয়। পরে কয়েকটি ধাপে কারখানার ১৩ হাজার শ্রমিককে এ কর্মসূচির আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। দেশের প্রায় অর্ধাংশ বন্যাকবলিত হয়েছে। সেই চ্যালেঞ্জ কাটিয়ে এখনো পুনর্বাসনের কাজ চলমান রয়েছে। প্রায় ১৬ বছর পর গণতান্ত্রিক পরিবেশ তৈরি হওয়ায় গণতান্ত্রিক অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতাকে আমরা স্বাগত জানাই। শ্রমিকরাও তাদের দাবিগুলো আমাদের কাছে নিয়ে এসেছেন। শ্রম অঞ্চলে অসন্তোষ সৃষ্টির জন্য বহিরাগতরা প্রবেশে করেছে। আমরা শ্রমিক নেতৃবৃন্দ ও মালিকপক্ষসহ স্টেকহোল্ডারদের সাথে বারবার বসেছি। শ্রমিকদের ১৮ দফা দাবির মধ্যে যেগুলো অল্প সময়ে সমাধান করা যায়, সেগুলোর বাস্তবায়ন চলমান আছে। শ্রমিকদের রেশনিংয়ের যে দাবি ছিল সেটা শ্রম অঞ্চলে টিসিবির মাধ্যমে আমরা স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ কার্যক্রম শুরু করছি। অচিরেই সমস্ত শ্রমঘন অঞ্চলে টিসিবির কার্যক্রম বৃদ্ধি করতে পারব।
তিনি গার্মেন্টস মালিকদের উদ্দেশে বলেন, আপনারা যদি শ্রমিকদের ভালোটা দেখেন তাহলে আপনাদেরও ব্যবসার উন্নতি হবে এবং সরকারও আপনাদের জন্য পৃথিবীর বায়ারদের কাছে দেনদরবার করতে পারবে। তারা যখন আমাদের কাছে শ্রমিকদের সমস্যার বিষয় নিয়ে আসে তখন আমরা যদি তাদের আশ্বাস দিতে পারি তারাও আশ্বস্ত হয় এবং আরো বায়ারদের বাংলাদেশে আসার জন্য আহ্বান জানাতে পারে। এতবড় একটা পরিবর্তনের পরও যথেষ্ট ধৈর্য ধরে গার্মেন্টস সেক্টরকে চলমান রেখে আপানারা টিকে আছেন, সেজন্য ধন্যবাদ জানাই।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম-সচিব ফারজানা শিরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ইকবাল, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) নাফিসা আরেফিন এবং নোমান গ্রুপের চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম নোমান।
T.A.S / জামান
মধুখালীতে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামী সৌরভ গ্রেফতার
রায়গঞ্জের চান্দাইকোনায় পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন
বেনাপোল ঘিবা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার
নির্বাচন ঘিরে রাজনীতিতে বাড়ছে বসন্তের কোকিলের আনাগোনা
বড়লেখায় প্রাথমিকে পাঠদানের অনুমিত পেল শিশু শিক্ষা একাডেমি
জামালপুরে কার্ভাড ভ্যানের চাপায় নিহত ৫, আহত ৩
মাগুরায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রামে কচাকাটা থানাকে উপজেলা বাস্তবায়ন করার দাবীতে গণস্বাক্ষর অনুষ্ঠিত
ঠাকুরগাঁও সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল উদ্ধার
নওগাঁয় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তারুণ্যের উৎসব ২০২৫: সন্দ্বীপে অনুষ্ঠিত হলো সমৃদ্ধি কর্মসূচির সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
পটুয়াখালীর জনদুর্ভোগ নিয়ে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন