বেনাপোলে নবীন দলের নেতা মাহাবুরের ওপর হামলা

যমোরের বেনাপোলে আধিপত্য বিস্তারের জেরে যশোর জেলা নবীন দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুর রহমানের (৪৩) ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলায় মাথায় চোট নিয়ে গুরুতর আহতাবস্থায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন তিনি।
জানা গেছে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে বেনাপোল পোর্ট থানার চেকপোস্ট এলাকায় অবস্থিত শ্যামলী এনআর পরিবহন কাউন্টারের ভেতর এ হামলা চালানো হয়। হামলার শিকার মাহাবুর ৪নং বাহাদুরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঘীবা গ্রামের নজরুল ইসলামের ছেলে। নবীন দলের নেতার ওপর হামলার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দ্বারা নিজ দলের নেতা হামলার শিকার হওয়ায় বেনাপোলের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
হামলার শিকার নবীন দলের নেতা ভুক্তভোগী মাহাবুর বলেন, শ্যামলী কাউন্টারের মধ্যে বৃহস্পতিবার বেনপোল পৌর বিএনপির নেতারা পরিবহন কাউন্টার পরিচালনার বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সে সময় আমিও সেখানে উপস্থিত ছিলাম। হঠাৎ শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চয়নের নেতৃত্বে বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফসহ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘবদ্ধ লোকজন পরিবহন কাউন্টারে প্রবেশ করলে সেখানে বিশৃঙ্খলা হয়। সে সময় আমি তাদের থামানোর চেষ্টা করলে ওরা আমাকে তুই এত কথা বলছিস কেন বলে বেধড়ক মারপিট শুরু করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে নেন। আমি আমার সংগঠন ও বিএনপির জেলা ও কেন্দ্রীয় নীতিনির্ধারকদের কাছে আমার ওপর অন্যায়ভাবে অতর্কিত হামলার বিচার প্রার্থনা করছি।
অভিযুক্ত ছাত্রদল নেতাদের সাক্ষাৎ না মেলায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্যমতে ৫ আগস্ট-পরবর্তী বেনাপোল সীমান্তপথে আওয়ামী লীগ নেতৃবৃন্দের পালানোর সহয়তাকাজে পরিবহন ম্যানেজার জনৈক বাবু ও মুকুল নামে দুই ব্যক্তির নাম উঠে এলে তা নিয়ে বেনাপোলের পরিবহন কাউন্টারের ম্যানেজারদের সাথে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের আলোচনা চলছিল। এ সময় পরিবহন ম্যানেজার সনির বক্তব্য নিয়ে ছাত্রদল নেতা চয়ন প্রতিবাদ জানান। এরই জেরে আলোচনাস্থলে বিশৃঙ্খলা শুরু হয়ে তা মারপিটে রূপ নেয়।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, বেনাপোল চেকপোস্ট এলাকায় আওয়ামী লীগ নেতা আটক ও পারাপারকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণ করে। তারা নিজেরাই বসে ঘটনাটি মিটেয়ে নিয়েছে। থানায় কোনো অভিযোগ হয়েছে কিনা- জানতে চাইলে তিনি জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি।
T.A.S / জামান

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে ৫ জেলার যাত্রী

নরসিংদীতে ১৪ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে জামায়াত বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

তানোর গোদাগাড়ীতে ধানের শীষের মনোনয়নের শীর্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন

নেসকোর উপার ক্ষেপে গিয়ে রাজনৈতিক দেউলিয়াদের কলিজা ছিড়ে রাস্তায় ফেলতে চাইলেন সারজিস

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের
