ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

বেনাপোলে নবীন দলের নেতা মাহাবুরের ওপর হামলা


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১৮-১০-২০২৪ দুপুর ১:৮

যমোরের বেনাপোলে আধিপত্য বিস্তারের জেরে যশোর জেলা নবীন দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুর রহমানের (৪৩) ওপর ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলায় মাথায় চোট নিয়ে গুরুতর আহতাবস্থায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন তিনি।

জানা গেছে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে বেনাপোল পোর্ট থানার চেকপোস্ট এলাকায় অবস্থিত শ্যামলী এনআর পরিবহন কাউন্টারের ভেতর এ হামলা চালানো হয়। হামলার শিকার মাহাবুর ৪নং বাহাদুরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঘীবা গ্রামের নজরুল ইসলামের ছেলে। নবীন দলের নেতার ওপর হামলার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দ্বারা নিজ দলের নেতা হামলার শিকার হওয়ায় বেনাপোলের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

হামলার শিকার নবীন দলের নেতা ভুক্তভোগী মাহাবুর বলেন, শ্যামলী কাউন্টারের মধ্যে বৃহস্পতিবার বেনপোল পৌর বিএনপির নেতারা পরিবহন কাউন্টার পরিচালনার বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সে সময় আমিও সেখানে উপস্থিত ছিলাম। হঠাৎ শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চয়নের নেতৃত্বে বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফসহ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘবদ্ধ লোকজন পরিবহন কাউন্টারে প্রবেশ করলে সেখানে বিশৃঙ্খলা হয়। সে সময় আমি তাদের থামানোর চেষ্টা করলে ওরা আমাকে তুই এত কথা বলছিস কেন বলে বেধড়ক মারপিট শুরু করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে নেন। আমি আমার সংগঠন ও বিএনপির জেলা ও কেন্দ্রীয় নীতিনির্ধারকদের কাছে আমার ওপর অন্যায়ভাবে অতর্কিত হামলার বিচার প্রার্থনা করছি।

অভিযুক্ত ছাত্রদল নেতাদের সাক্ষাৎ না মেলায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বক্তব্যমতে ৫ আগস্ট-পরবর্তী বেনাপোল সীমান্তপথে আওয়ামী লীগ নেতৃবৃন্দের পালানোর সহয়তাকাজে পরিবহন ম্যানেজার জনৈক বাবু ও মুকুল নামে দুই ব্যক্তির নাম উঠে এলে তা নিয়ে বেনাপোলের পরিবহন কাউন্টারের ম্যানেজারদের সাথে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের আলোচনা চলছিল। এ সময় পরিবহন ম্যানেজার সনির বক্তব্য নিয়ে ছাত্রদল নেতা চয়ন প্রতিবাদ জানান। এরই জেরে আলোচনাস্থলে বিশৃঙ্খলা শুরু হয়ে তা মারপিটে রূপ নেয়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, বেনাপোল চেকপোস্ট এলাকায় আওয়ামী লীগ নেতা আটক ও পারাপারকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণ করে। তারা নিজেরাই বসে ঘটনাটি মিটেয়ে নিয়েছে। থানায় কোনো অভিযোগ হয়েছে কিনা- জানতে চাইলে তিনি জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি।

T.A.S / জামান

প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ

রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান

ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল

চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ

কল্যাণ বোর্ডকে আয়বর্ধক হিসেবে গড়ে তুলতে হবে': মহাপরিচালক তাসলিমা কানিজ নাহিদা

হাইল হাওরের ‘লাল শাপলা বিল’ দেখতে শ্রীমঙ্গলে পর্যটকদের ভিড়

ভোলার গ্যাস আপনারা নেন, ভোলা-বরিশাল সেতু দেন" দাবিতে কোনাবাড়ীতে ভোলাবাসির মানববন্ধন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাতিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শালিস বৈঠকের পর সকালে অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

পাবনা-৩ আসনে স্থানীয় প্রার্থীর দাবিতে চাটমোহরে মশাল মিছিল ও হুঁশিয়ারি

মনোহরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ১ মাদক কারবারি

ধানের শীষের পক্ষে সন্দ্বীপে ব্যতিক্রমী সাইকেল র‌্যালি

রাণীনগরে মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত