পবিপ্রবিতে গুচ্ছের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু, নেয়া হচ্ছে ডোপ টেস্ট
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জিএসটি গুছভুক্ত স্নাতক পর্যায়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে রবিবার (২০ অক্টোবর)। প্রথমবারের মতো ডোপ টেস্টের (মাদক গ্রহণ নির্ণয়কারী পরীক্ষা) মাধ্যমে ভর্তির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে ভর্তি কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদর সহায়তায় শিক্ষার্থীদর ডোপ টেস্টের উদ্বোধন করেন নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র শিক্ষক প্রফেসর মো. হামিদুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জিল্লুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, রেজিস্ট্রার প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা ড. এবিএম সাইফুল ইসলাম, চিফ মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমানসহ বিভিন হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইট থেকে জানা যায় GST গুচ্ছ পদ্ধতিতে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার) প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নিজ নিজ অনুষদে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে। গত ১২ থেকে ১৭ অক্টোবর অনলাইনে অটোমেশন পদ্ধতিতে প্রয়োজনীয় তথ্য পূরণ ও ভর্তির অবশিষ্ট ফি জমা নেয়া।
বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তির জন্য উপস্থিত ২০২৩-২৪ সেশনের আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী মো. সাইম আহসান নাইস বলেন, বিশ্ববিদ্যালয় প্রসাশন আমাদের সেশন থেকে ভর্তির জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে। বিষয়টি আসলেই পজিটিভ এবং যথাযথ একটি উদ্যোগ বলে মনে করি। এতে একজন শিক্ষার্থী উচ্চতর শিক্ষার জন্য শারীরিক এবং মানসিকভাবে ফিট কি-না সেটা বোঝা যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের সেশনের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশে বলেন, এ বছর থেকেই আমরা প্রথমবারের মতো ডোপ টেস্টের যাত্রা শুরু করলাম। এবার এই টেস্টে যাদের পজিটিভ আসবে তাদের পারিবারিক কাউন্সিলিং শেষে ভর্তির সুযাগ দেয়া হবে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে পরিপূর্ণভাবে ডোপ টেস্টের পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই ভর্তি করানো হবে। যারা ডোপ টেস্টের পরীক্ষায় পজিটিভ হবে, তারা ভর্তির জন্য বিবেচিত হবে না। তিনি এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছেন।
T.A.S / জামান
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল