ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

২০ বছর পর দ্বিতীয়বারের মতো গজারিয়ায় চিকিৎসাসেবা দিতে জীবনতরী ভাসমান হাসপাতাল


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০-১০-২০২৪ বিকাল ৬:৫৩

২৫ বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তের নদীপাড়ের মানুষদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে ইমপ্যাক্ট জীবনতরী ভাসমান হাসপাতাল, যেখানে মাত্র ৫০ টাকার বিনিময় বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিতে পারছেন অসহায় মানুষেরা। 

দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে হাজার হাজার মানুষকে সেবা দেয়া জীবনতরী ভাসমান হাসপাতালটি ২০ বছর পর আবারো ৫ মাস ধরে নোঙর করেছে মুন্সীগঞ্জের মেঘনা নদীর গজারিয়া উপজেলার রসূলপুর খেয়াঘাটে। হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি সংস্থার কর্মকর্তারাও।

ভাসমান হাসপাতাল ঘুরে দেখা গেছে, এখানে ন্যূনতম টাকার বিনিময়ে স্বাস্থ্যসেবা দেয়া হয় নদ-নদী তীরবর্তী এলাকার মানুষদের। মুন্সীগঞ্জ জেলার গজারিয়া  উপজেলার  রসূলপুর  ফেরিঘাট এলাকায় পাঁচ মাস ধরে ইমপ্যাক্ট জীবনতরী ভাসমান হাসপাতালটি নোঙর করে রাখা হয়েছে। এই হাসপাতালে প্রতিদিন স্বাস্থ্যসেবা নিতে ভিড় করছেন শত শত মানুষ। মাত্র ৫০ টাকার বিনিময়ে স্বাস্থ্যসেবা নিতে পারছেন রোগীরা। স্বল্প টাকায় হাতের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পেয়ে খুশি তারা।

ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে ২৫ বছর ধরে দেয়া হচ্ছে স্বাস্থ্যসেবা। সব মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় আনাই মূল লক্ষ্য বলে জানান কর্মকর্তারা। তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ও চারজন নার্সসহ মোট ৩২ জন কর্মকর্তা-কর্মচারী ২৪ ঘণ্টাই হাসপাতালটিতে কর্মরত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রোগী দেখছেন চিকিৎসকরা। গত ৮ জুন থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত।

নদ-নদীতে ভাসমান অবস্থায় নাক-কান-গলা ও চোখের অপারশেন, জন্মগত ঠোঁটকাটা, হাত-পা বাঁকা ঠিক করা, ভাঙা অঙ্গের চিকিৎসা, চোখের অপারেশনসহ জটিল রোগের চিকিৎসায় বছরের পর বছর কাজ করে যাচ্ছেন ইমপ্যাক্ট জীবনতরী ভাসমান হাসপাতালের চিকিৎসকরা।

ঢাকা থেকে ভাসমান হাসপাতালে সেবা নিতে আসা ৮০ বছরের বৃদ্ধা ফাতেমা বেগম বলেন, আমি আমার আত্মীয়র মাধ্যমে জানতে পারলাম দ্বিতীয়বারের মতো জীবনতরী ভাসমান হাসপাতালটি গজারিয়ায় এসেছে। আমি এসে দেখি- অন্য জায়গায় ডাক্তার দেখাতে যেখানে ৫০০-১০০০ টাকা ফি লাগে, সেখানে ভাসমান হাসপাতালে মাত্র ৫০ টাকার বিনিময়ে স্বাস্থ্যসেবা নেয়া যায়। আমি আমার চোখের অপারেশন করিয়েছি। তাদের চিকিৎসাসেবা ও ব্যবহারে আমি অনেক খুশি।

ইমপ্যাক্ট জীবনতরী ভাসমান হাসপাতালের চিকিৎসক ডা. মোফাজ্জেল হোসাইন বলেন, এ হাসপাতালে তিনটি বিভাগে চিকিৎসা দেয়া হয়। আমি দেখি নাক, কান ও গলা। আরো দুজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। এখানে মাত্র ৫০ টাকা ফির বিনিময়ে রোগী দেখা হয়। জটিল রোগী হলে নির্দিষ্ট সময়ে অপারেশনের জন্য বলা হয়। সাশ্রয়ী টাকায় ভাসমান হাসপাতালে অপারেশনেরও ব্যবস্থা রয়েছে।

আরেক চিকিৎসক ডা. রিয়াদুল ইসলাম বলেন, জন্মগত হাত-পা বাঁকা রোগীর চিকিৎসা এখানে করা হয়। এখানে অল্প খরচে অপারেশন হয়। নদ-নদী তীরবর্তী এলাকার মানুষ যাতে স্বাস্থ্যসেবার আওতায় আসতে পারে, সেজন্য এ চিকিৎসা ব্যবস্থা।

ডা. সুজল আলী বলেন, চোখের সমস্যা নিয়ে এখানে আসা রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছেন। ৫০ টাকার টিকিট কেটে প্রাথমিক চিকিৎসা নিতে পারেন রোগীরা। পরে প্রয়োজনবোধে কম টাকায় চোখের ফ্যাকো অপারেশনও করানো হয়।

প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট মো. ইনামুর রহমান বাবু জানান, অবস্থানকালীন এই সময়ে হাসপাতালটির পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি লিডারদের ধাত্রী, প্রতিবন্ধী ও বিভিন্ন বিষয়ের ওপর বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দেয়া হয়েছে। ইতোমধ্যে হাসপাতালটির নোঙরের খবর পেয়ে আশপাশের এলাকার বহু রোগী সেখানে চলে আসতে শুরু করেছেন।

ইমপ্যাক্ট জীবনতরী ভাসমান হাসপাতালের ভারপ্রাপ্ত প্রশাসক শেখ গোলাম ইজদানী দৈনিক সকালের সময়কে বলেন, নদ-নদীতে ভাসমান অবস্থায় প্রতিষ্ঠানে দুজন কর্মকর্তা, তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক, চারজন নার্সসহ ৩২ জন মানুষ নদীতীরবর্তী এলাকার মানুষদের চিকিৎসাসেবা দিয়ে থাকি। মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। নদ-নদী তীরবর্তী এলাকার মানুষ বেশিরভাগই তুলনামূলক দরিদ্র হয়। তাদের পক্ষে বেশি টাকা খরচ করে শহরে গিয়ে আধুনিক চিকিৎসা নেয়া কঠিন। তাই তাদের সুবিধার্থে হাতের কাছেই আমরা ২৫ বছর ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছি। একেক এলাকায় দুই থেকে ছয় মাস আমরা অবস্থান করে স্বাস্থ্যসেবা দিয়ে থাকি।

T.A.S / জামান

ভূরুঙ্গামারীতে আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ

গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত

ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউনিয়ায় শোকাবহ পরিবেশে ওসমান হাদীর গাইবানা জানাজা সম্পন্ন

আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন কর্তৃক মুকসুদপুরের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো মেধা বৃত্তি পরীক্ষা

শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

ভূরুঙ্গামারীতে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তানোর কোয়েল পূর্বপাড়া গ্রামের স্বপন আলী অবৈধ মটার স্হাপন জনগণের মধ্যে চরম উত্তেজনা

বড়লেখায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে "দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসা"র উদ্বোধন