ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বেনাপোলে চোরাকারবারিদের হামলায় দুই সাংবাদিক আহত


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ২০-১০-২০২৪ বিকাল ৭:৫

যশোরের বেনাপোল সীমান্তের চোরকারবারিদের হামলায় গুরুতর আহত হয়েছেন সাপ্তাহিক স্মৃতি পত্রিকার বেনাপোল প্রতিনিধি মাসুদ বিশ্বাস (৫০)। তিনি বেনাপোল গ্রামের মৃত সিরাজ বিশ্বাসের ছেলে।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে বেনাপোল বাজারস্থ হীরা সুপার মার্কেটের সামনে আগে থেকে ওত পেতে থাকা সংঘবব্ধ চোরাকারবারিদের হামলার শিকার হন তিনি। চোরাকারবারিদের এলোপাতাড়ি মারে তার মাথায় সেলাইসহ শরীরের বিভিন্ন অঙ্গে গুরুতর জখম হয়েছে। এ সময় তার সাথে থাকা দৈনিক নোয়াপড়া পত্রিকার বেনাপোল প্রতিনিধিও চোরাকারবারিদের হামলায় জখম হন। বর্তমানে তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সাংবাদিক সুমন হাসপাতালের প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন। 

হামলা ঘটনার বর্ণনায় ভূক্তভোগী সাংবাদিক সুমন জানান, গত রবিবার দৈনিক মাতৃছায়া পত্রিকায় ‘বেনাপোল ইমিগ্রেশনে এনজিও সাদ্দামের প্রকাশ্য সিন্ডিকেট বানিজ্য’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষুদ্ধ হয়ে সিন্ডিকেট হোতা সাদ্দামের নেতৃত্বে ৩০-৩৫ জনের একদল অজ্ঞাতনামা সন্ত্রাসী সোমবার সকালে তার বাসভবনে গিয়ে অকথ্যভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। তাৎক্ষণিক তিনি বিষয়টি বেনাপোল পোর্ট থানা পুলিশকে অবহিত করেন।

এরপর বেনাপোল পোর্ট থানার এসআই রাশেদের নেতৃত্বে পুলিশ সদস্যরা সাংবাদিক সুমনের বাসভবন ও অফিস পরিদর্শন করেন। দুপুর ১টার দিকে সুমন ও তার সহয়োগী পেশাগত কাজ শেষে বেনাপোল বাজারে ফেরার সময় লাঠিসোটা ও রড নিয়ে আগে থেকে ওত পেতে থাকা চোরাকারবারিরা সুমনকে ধরে নিয়ে যেতে চাইলে সাংবাদিক মাসুদ বাধা দিলে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে গুরুতর জখম করে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা সাংবাদিক মাসুদকে উদ্ধার করে হাসপাতালে নেন।

এ বিষয়ে যশোর পুলিশের নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, ভুক্তভোগীদের অভিযোগ পেলে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

উল্লেখ্য, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টযাত্রীরা লাগেজ সুবিধায় ভারত থেকে বিভিন্ন পণ্যসামগ্রী এনে থাকে। যাত্রীর সাথে আনা অতিরিক্ত পণ্যের শুল্ক ফাঁকি দিতে পুলিশ, বিজিবি, কাস্টমস ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট। এ কাজে সরকার বড় অঙ্কের রাজস্ব হারালেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছেন না সংশ্লিষ্টদের ঊর্ধ্বতনরা।

T.A.S / জামান

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে ৫ জেলার যাত্রী

নরসিংদীতে ১৪ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে জামায়াত বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

তানোর গোদাগাড়ীতে ধানের শীষের মনোনয়নের শীর্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন

নেসকোর উপার ক্ষেপে গিয়ে রাজনৈতিক দেউলিয়াদের কলিজা ছিড়ে রাস্তায় ফেলতে চাইলেন সারজিস

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি