ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা বাস্তবায়নে জয়পুরহাটে ব্র্যাকের অবহিতকরণ সভা অনুষ্ঠিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২১-১০-২০২৪ দুপুর ৪:৩

ব্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় অধিকার এখানে, এখনই প্রকল্পের আয়োজনে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা ও অধিকার নিশ্চিত করতে সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা বাস্তবায়নে পারস্পারিক অংশিদারিত্ব তৈরিতে জয়পুরহাটে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা প্রণয়ন সভা তেঘর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ইয়ূথ সদস্য  সুমাইয়া খাতুনের সভাপতিত্বে ও প্রকল্পের জেলা যুব সংগঠক সম্রাট হোসেনের পরিচালনায় বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোফাজ্জল হোসেন, জেলা পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক মো. মাহাবুব আলম ভূঁইয়া, তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব মণ্ডল, সহকারী শিক্ষক মমিনুর রহমানসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাএী এবং ইয়ূথগণ।

আরএইচআরএন প্রকল্প সম্পর্কে অবহিতকরণ ও সভার উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করেন ইয়্যূথ গ্রুপ লিডার মোসা: আরিফা ইয়াসমিন। সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা যুব সংগঠক মো: সম্রাট হোসেন।

সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা (Whole School Approach) বাস্তবায়নে পারস্পারিক অংশিদারিত্ব তৈরী। বেসলাইন জরিপে প্রাপ্ত তথ্যের আলোকে সকল অ্যাকশন এরিয়াতে সফল হওয়ার জন্য পরিকল্পনা তৈরী। শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলো সংকোচ বা ভয় ছাড়াই আলোচনা করার পরিবেশ সৃষ্টি। কারিকুলাম বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, অভিভাবক, ম্যানেজিং কমিটি এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পারিক দূরত্ব হ্রাস পেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার পরিবেশ তৈরি। শিক্ষার্থীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটির সদস্যদের যার যার অবস্থান থেকে সক্রিয় ও উদ্যোগী ভূমিকা পালন। কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা ও স্কুলে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণ কওে বাস্তবায়নে অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি। কারিকুলাম এবং কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা ও স্কুলে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে বাজেট বরাদ্দের মাধ্যমে বাস্তবায়ন নিশ্চিতকরণ।

জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক মো. মাহাবুব আলম ভূঁইয়া বলেন, যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষক দ্বারা স্বাস্থ্য সুরক্ষা পাঠদান করানো হয়, সে সকল প্রতিষ্ঠানে পরিকল্পনা চলছে পুরুষ শিক্ষক নিয়োগ দেয়ার। অনুরূপভাবে যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পুরুষ শিক্ষক দ্বারা স্বাস্থ্য সুরক্ষা পাঠদান করানো হয়, সে সকল প্রতিষ্ঠানে পরিকল্পনা চলছে নারী শিক্ষক নিয়োগ দেয়ার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোফাজ্জল হোসেন বলেন, আমাদের সময় ব্র্যাকের মতো এমন কোনো প্রতিষ্ঠান ছিল না যে, এসব সেনসিটিভ বিষয়গুলো আলোচনা করবে। ব্র্যাক  প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যেভাবে কাজ করে তাতে যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে বলে আমি আশা করি।

T.A.S / জামান

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান