গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মাদ কামরুজ্জামান।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টায় এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ(বিআরটিএ) এবং সড়ক ও জনপদ কর্তৃপক্ষ গোপালগঞ্জ জেলা। দিবসটি পালনে সার্বিক সহযোগিতায় ছিল জেলা প্রশাসন গোপালগঞ্জ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোপালগঞ্জের পুলিশ সুপার জেলা মো. মিজানুর রহমানের পক্ষে মোহাম্মাদ লৎফুল কবির চন্দন, নির্বাহী প্রকৌশলী (সওজ) মো. আজাহারুল ইসলাম, বিআরটিএ গোপালগঞ্জ মোটরযান পরিদর্শক জিয়াউদ্দিন, গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জুবায়ের হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ জেড আমিনুজ্জামান রিপন।
উপস্থিত ছিলেনন- জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মাসুম শিকদার, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাজী কাবিল মিয়া, ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি আল-আমিন, জেলা চালক কল্যাণ সমিতির সভাপতি মো. কামাল হোসেন, মাইক্রোবাস রেন্টা-এ-কার সমিতির সভাপতি মো. সুরুজ মোল্লা, ব্যাটারিচালিত অটো মালিক সমিতির জেলা সভাপতি মো. কামাল মুন্সি, অভিভাবকের পক্ষে একজন, ছাত্র-ছাত্রীদের পক্ষে একজনসহ সংশ্লিষ্ট অনেকে।
সড়ক দিবসের আলোচনা সভায় সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে যান চলাচলের বিধিনিষেধ ও সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারটিতে বিশেষ গুরুত্ব দেয়া হয়।
আলোচনা সভায় গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মাদ কামরুজ্জামান বলেন, লাইসেন্সবিহীন কোনো গাড়ি রাস্তায় চলবে না। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অঙ্গীকার। এই অঙ্গীকারকে সামনে রেখে সকলকে এক হয়ে কাজ করতে হবে। গোপালগঞ্জ শহরের ভেতরকার চলমান রাস্তার কাজে কিছু অংশে বাধাগ্রস্ত হচ্ছে। উন্নয়নকাজে যদি কেউ বাধা দেয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনা এড়াতে গাড়িচালকদের ট্রেনিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়ক ঘেঁষে নির্মাণ করা হয়েছে ৭ মার্চ চত্বর। নির্দিষ্ট জায়গা না থাকায় এটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ এলাকায় পরিণত হয়েছে। এ ব্যপারে গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশনা দেন তিনি। যারা গোপালগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক দখল করে বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন স্ট্যান্ড সৃষ্টি করেছেন, তাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেবার নির্দেশ দেন এবং বলেন, গাড়ি রাখার সমস্যা হলে আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সরকারি জায়গা দখল করা প্রভাবশালী ও দখলদারদের অতিদ্রুত অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেন।
T.A.S / জামান

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত
