ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ইউএনএফপিএ এবং জাপান সরকারের মাঝে প্রায় ৪০ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২২-১০-২০২৪ বিকাল ৭:৮

জাপান সরকারের সহায়তায় রোহিঙ্গা শরণার্থী নারী ও কিশোরীদের পাশাপাশি বাংলাদেশের স্থানীয় জনগণকে সক্ষম করে তোলার লক্ষ্যে আজ জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এবং জাপান সরকার একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে।

বিগত সাত বছরেরও বেশি সময় ধরে চলমান রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সংকট, রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় বাংলাদেশিদের জীবিকা, নিরাপত্তা ও সুস্থতার উপর গভীরভাবে প্রভাব ফেলেছে। এই সংকট মোকাবিলায়, জাপান সরকার ৩.৩ মিলিয়ন মার্কিন ডলার (JPY ৫০০ মিলিয়ন) সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। এই সহায়তা ইউএনএফপিএর চলমান কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। যৌন ও প্রজনন স্বাস্থ্য (SRH), নারী ও কিশোরীদের বিরুদ্ধে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার, শিশু বিবাহ প্রতিরোধ এবং কিশোর-কিশোরীদের ক্ষমতায়নের মাধ্যমে তাদের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে এই অর্থ ব্যবহার করা হবে। প্রকল্পটি কক্সবাজার ও নোয়াখালী জেলার জলবায়ু পরিবর্তন-প্রভাবিত এলাকায় বাস্তবায়িত হবে।

“অ্যাডভান্সিং দ্য উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি এজেন্ডা ফর ডিসপ্লেসড পারসন্স ফ্রম মায়ানমার অ্যান্ড হোস্ট কমিউনিটিজ ইন কক্স’স বাজার অ্যান্ড নোয়াখালী ডিস্ট্রিক্টস”  নামে এই প্রকল্পে তিনটি প্রধান উপাদান রয়েছে, যা কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা নারী ও কিশোরীদের পাশাপাশি নোয়াখালী ও কক্সবাজার জেলার স্থানীয় বাংলাদেশিদের প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করবে।

এই প্রকল্পটির মূল লক্ষ্য হলো যৌন ও প্রজনন স্বাস্থ্য (SRH) পরিষেবার চাহিদা সৃষ্টি করা এবং একই সঙ্গে টেকসই ও শক্তিশালী স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। দ্বিতীয়টি, জেন্ডার ভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধে নারীদের জন্য সুরক্ষামূলক সেবা সহজলভ্য করা। এসব সেবা দেওয়ার জন্য নারী-বান্ধব স্থান (WFS), নারী-নেতৃত্বাধীন কমিউনিটি সেন্টার (WLCC), মহিলা বিষয়ক অধিদপ্তরের স্থানীয় কার্যালয় এবং থানার পর্যায়ে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক একযোগে কাজ করবে। তৃতীয় লক্ষ্যটি হলো কিশোর-কিশোরীদের প্রতি গুরুত্ব দেওয়া, বিশেষ করে যারা শিশুবিবাহের ঝুঁকিতে আছে, যারা কিশোরীকালে গর্ভধারণ করা মায়েরা এবং অন্যান্য মানবিক সহায়তা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় আছে; তাদের সুরক্ষা করা। এ ছারাও প্রকল্পটি তাদের স্বাস্থ্য ও জীবন দক্ষতার বিষয়ে শিক্ষার অধিকার নিশ্চিত করতে সচেষ্ট থাকবে, যা তাদের বয়ঃসন্ধিকাল থেকে প্রাপ্তবয়স্ক জীবনে সুরক্ষা প্রদান করবে।

ঢাকায় জাপানের দূতাবাসে স্বাক্ষর অনুষ্ঠানে জাপানের মাননীয় রাষ্ট্রদূত মিঃ ইওয়ামা কিমিনোরি বলেন, "এই বছর ইউএনএফপিএর প্রকল্পটি পরিদর্শন করে আমি মুগ্ধ হয়েছি। কক্সবাজার ও নোয়াখালী জেলার রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য অতিরিক্ত তহবিল প্রদান করতে পেরে আমি অনেক আনন্দিত। রোহিঙ্গা সংকটের প্রভাবে অনেক নারী ও কিশোরী প্রজনন ও মাতৃস্বাস্থ্য এবং জেন্ডার ভিত্তিক সহিংসতাসহ বিভিন্ন সমস্যায় পর্যবসিত হচ্ছেন, কিন্তু এসব সমস্যা সমাধানে বিদ্যমান সহায়তা একেবারেই অপ্রতুল। আমি আশা করি জাপানের এই সহায়তা নারী ও কিশোরীদের সুরক্ষা, মর্যাদা এবং জীবনমান উন্নয়নে অবদান রাখবে।”

ইউএনএফপিএর বাংলাদেশের প্রতিনিধি মিঃ মাসাকি ওয়াতাবে অনুষ্ঠানে বলেন, “জাপানের উদার সহায়তায় ইউএনএফপিএ, বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে কক্সবাজার ও নোয়াখালী জেলায় জরুরি যৌন ও প্রজনন স্বাস্থ্য (SRH) সেবা এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধে পরিষেবাগুলো বাড়াতে এবং গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সুবিধাগুলোর মধ্যে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে।” তিনি আরও বলেন, “ইউএনএফপিএ স্বাস্থ্য, সুরক্ষা এবং ক্ষমতায়নের মাধ্যমে মানবিক সুরক্ষা অর্জনে কাজ করে। জাপান সরকারের আমাদের ওপর আস্থা রাখার জন্য আমরা অনুপ্রাণিত এবং নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার জন্য তাদের উল্লেখযোগ্য অবদানের জন্য আমরা জাপান সরকার ও দেশটির জনগণকে ধন্যবাদ জানাচ্ছি।

এখানে উল্লেখযোগ্য যে, ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা সংকট শুরু হয়। তখন থেকে জাপান সরকার বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের মোকাবেলায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং এনজিওদের ২২০ মিলিয়নেরও বেশি ডলার সহায়তা প্রদান করেছে, যার মধ্যে ইউএনএফপিএর কার্যক্রমে তহবিল প্রদানের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

T.A.S / এমএসএম

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করলো ডিএনসিসি

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

এবারও ফ্রিজ, এসি ও টিভিতে দেশসেরা ব্র্যান্ডের গৌরব অর্জন করলো ওয়ালটন

টানা ষষ্ঠবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল বসুন্ধরা এলপি গ্যাস

চাকসুর উদ্যোগে ইসলামী ব্যাংক-চবি’র কর্পোরেট চুক্তি

ট্রাস্ট ব্যাংক পিএলসি “রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৬” অর্জন

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০২তম সভা অনুষ্ঠিত

গণমাধ্যম, সম্পাদক ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় বসুন্ধরা গ্রুপের নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাষ্ট্রিজ (বিসিআই) এর ৩৯ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

ঢাকা স্টক এক্সচেঞ্জে ইনফরমেশন হেল্প ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রথমবারের মত এআই প্রযুক্তিনির্ভর এএমএল ও সিএফটি সম্মেলন করলো এনআরবিসি ব্যাংক

দেশজুড়ে ডিস্ট্রিবিউশন চ্যানেলের ১৬ হাজারের বেশি কর্মীকে প্রশিক্ষণ দিলো বিকাশ

র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড ও রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মধ্যে এমওইউ স্বাক্ষর