শাহজাদপুরে থানায় অভিযোগ দিয়ে বিপাকে, বাড়ি ছেড়ে না গেলে প্রাণনাশের হুমকি
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবেশীদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় মারপিট, হত্যাচেষ্টা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় এজাহার দিয়ে বিপাকে পড়েছেন ভাইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে এসেই নতুন করে প্রতিনিয়ত হুমকি প্রদান করছে। বাড়ি ছেড়ে চলে না গেলে পরিবারের সবাইকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ করেছেন ভূক্তভোগী স্কুলশিক্ষক নজরুল ইসলাম খোকন।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে সরেজমিন উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া গ্রামে গেলে ভুক্তভোগী স্কুলশিক্ষক নজরুল ইসলাম এবং তার মেয়ে খুশি খাতুন জানান, চাকরির সুবাদে দীর্ঘদিন বসতবাড়ি ছেড়ে গ্রামের বাইরে থাকার কারণে অরক্ষিত বাড়িটি এলাকার খারাপ প্রকৃতির লোক, নেশাখোর এবং জুয়াড়িদের অভয়ারণ্য হয়ে উঠেছিল। এখন চাকরি থেকে অবসর নেয়ার কারণে বাড়ি এসে অবস্থান করায় উচ্ছৃঙ্খল লোকগুলো বেকায়দায় পড়েছে। তাই তারা ক্ষুব্ধ হয়ে প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে আসছে।
সেই সাথে বাড়ির চারপাশে টিন দিয়ে ঘেরা দেয়ার ফলে অবাধে যত্রতত্র চলাচলে বিঘ্ন ঘটায় তারা রাস্তা বন্ধ করার ভৌতিক অজুহাত দেখিয়ে ইতিপূর্বে বাড়ির কেয়ারটেকারসহ পরিবারের লোকজনকে মারপিট করেছে। সেটা নিয়ে থানায় অভিযোগ দেয়ার পর পুলিশ তাদের আটক করলে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিনিয়ত প্রতিবেশী আব্দুল মজিদ, সানাউল্লাহ, কালু ফকির, জাহিদুল, মহামসহ বেশ কয়েকজন প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে।
এদিকে ১৯৮৬ সালে বাড়িসংলগ্ন ২ শতাংশ জায়গা ক্রয় করলেও ওই জায়গার দখল তো দিচ্ছেই না; বরং পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ করতে নানা ধরনের ষড়যন্ত্র এবং হুমকি দিয়ে আসছে।
এ বিষয়ে এলাকার অন্যতম প্রধান আকবর আলী এবং সেরাজুল ইসলাম জানান, খোকন মাস্টার দীর্ঘদিন পর বাড়ি এসে অবস্থান করার পর থেকেই প্রতিবেশীরা মারপিট, হুমকি-ধমকিসহ নানাভাবে হেনস্তা করে চলছে। এ নিয়ে এলাকায় কয়েক দফা বৈঠক হলেও কোনো বিচার মানে না মজিদ সানাউল্লাহ গং। এমনকি তারা থানা পুলিশকেও মানে না। কেবল লাঠির জোরে তারা বেপরোয়া হয়ে উঠেছে।
এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত আব্দুল মজিদ, সানাউল্লাহ এবং মহামের বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে কল দিলেও বারবার বাড়ির ছোট বাচ্চাদের দিয়ে রিসিভ করানোয় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
T.A.S / জামান
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ
গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান
আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক
সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা
আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা
আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত
রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট
দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা
তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ