ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

কর্ণফুলীতে অবৈধ প্রাইভেট জেটি, ব্যবস্থা নেয়ার আশ্বাস বন্দরের


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ৪:৫০

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে শাহ আমানত সেতুর (নতুন ব্রিজ) নিচে প্রকাশ্যে নদী ভরাট করে রাতারাতি প্রাইভেট জেটি নির্মাণ করে চুটিয়ে ব্যবসা করার অভিযোগ উঠেছে প্রভাবশালী দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয়দের অভিযোগের তীর মেসার্স নাহার ট্রেডিং ও মেসার্স বার আউলিয়া কর্পোরেশন নামক প্রতিষ্ঠানের দিকে।

কিন্তু নদীগর্ভে বালু ভরাট করে অবৈধভাবে জমি দখলে নিলেও স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) রহস্যজনকভাবে নীরব। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই চলছে এ দখলদারিত্ব। তবে শিগগিরই আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের উপ-ভূমি ব্যবস্থাপক শিহাব উদ্দিন। 

সম্প্রতি হাইকোর্ট নদীতীরের দেড়শ ফুট এলাকাকে নদীর সীমানা ঘোষণা করলেও সেটার তোয়াক্কা করছে না অভিযুক্ত প্রতিষ্ঠান ও দখলদাররা। বরং রাতারাতি নদীর জমি দখল করে বালু ও ইট কংকর ফেলে ভরাটে মেতেছে ওই সিণ্ডিকেট। স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা উপজেলা প্রশাসনকে বিষয়টি বারবার জানালেও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।

সরেজমিন দেখা যায়, কর্ণফুলী নদীর জমিতে অবৈধভাবে প্রাইভেট জেটি নির্মাণ করে মালামাল লোড-আনলোড করলেও উপজেলা প্রশাসন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে রশি টানাটানি চলছে। সেক্ষেত্রে কর্ণফুলী ইউএনও ও এসিল্যাণ্ড বলছেন বিষয়টি বন্দরের অধিক্ষেত্র। অপরদিকে বন্দর কতৃপক্ষ বলছে, এ বিষয়ে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিতে পারে। কিন্তু নানান কৌশলে বিষয়টি এড়িয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন।

স্থানীয়রা জানান, এলাকাবাসীর দাবি ও জনরোষে স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু এরপরও দখলদারেরা ৪০-৫০ ফুট নদী ভরাট করে ফেলেছে। এছাড়াও ব্লকের পাড়ের সাথে স্লপ মাটি দিয়ে ভরাট করে প্রাইভেট জেটি নির্মাণ করে ফেলেছে। 

এলাকাবাসীর দাবি, কর্ণফুলী উপজেলার নতুন ব্রিজের নিচের অনেকটা অংশ ভরাট করে জেটি নির্মাণ করছে প্রভাবশালী একটি মহল। এতে নদীর গতিপথ ও প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। নদীকে সংকীর্ণ করে বাধা দেয়া হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী শুরু থেকেই সোচ্চার ছিলেন। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়েছেন নদী দখলদাররা।

জানা গেছে, গত ২৫ আগস্ট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এস্টেট শাখা চিঠি দিয়ে দখলদারদের জানায়, কর্ণফুলী নদীর বাম তীরে শাহ আমানত সেতুর পশ্চিম পাশে অবৈধভাবে ১ হাজার ৮০০ বর্গফুট ভরাট করা জায়গা তিন দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে অনুমোদনহীন বার্জ সরিয়ে নিতে নির্দেশনা দিলেও কোনো পদক্ষেপ নেননি দখলদাররা।

এতে উল্লেখ করা হয়েছে, মেসার্স নাহার ট্রেডিং কর্তৃক শিকলবাহা মৌজার কর্ণফুলী নদীর বাম তীরে কর্ণফুলী ব্রিজের পশ্চিম পাশে অবৈধভাবে নদীতীরবর্তী ১ হাজার ৮০০ বর্গফুট জায়গা ভরাটসহ চট্টগ্রাম বন্দরের অনুমতি ব্যতীত ৬০-০”×২৫-০” পরিমাপের একটি বার্জ স্থাপন করা হয়েছে, যা প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন ২০২২-এর তৃতীয় অধ্যায়ের (১৯)-এ বন্দর কর্তৃপক্ষের ক্ষমতা ও দায়িত্বে বলা আছে, কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বন্দর সীমানার সর্বোচ্চ জোয়ার রেখা হতে ৫০ গজের মধ্যে কোনোরূপ স্থাপনা নির্মাণ, অপসারণ, মাটি খনন বা ভরাট করতে পারবে না।

মেসার্স নাহার ট্রেডিংয়ের প্রোপাইটর মোহাম্মদ হাবিব বলেন, আমরা এখনো বন্দরের অনুমতি পাইনি। তবে বন্দরের অনুমতির জন্য আবেদন করেছি। কিছু কাগজপত্র অপূরণ ছিল, তা চেয়েছে। এসব কাগজপত্র ব্যবস্থা করে জমা দিচ্ছি।

এ ব্যাপারে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন, বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে। তারা জানিয়েছে অতিদ্রুত ব্যবস্থা নেবে। বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ম্যাজিস্ট্রেট ও লজিস্টিক সাপোর্ট রয়েছে। এছাড়াও এটি বন্দর কর্তৃপক্ষের আওতাধীন এলাকা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষেরর ডেপুটি ম্যানেজার (এস্টেট) মুহাম্মদ শিহাব উদ্দিন বলেন, কর্ণফুলী নদীর জায়গায় অবৈধভাবে ১ হাজার ৮০০ বর্গফুট জায়গা ভরাট করা হয়েছে। আমরা তিন দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে নির্দেশনা দিয়েছিলাম। কিন্তু প্রতিষ্ঠানটি ব্যবস্থা নেয়নি। আমরা শিগগরই বন্দরের সার্ভেয়ার পাঠিয়ে পরিমাপ করে আইনি ব্যবস্থা নেব।

এমএসএম / জামান

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস

নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির ৩০তম কারাম উৎসব পালিত