ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বশেমুরকৃবি'র নব নিযুক্ত ভিসি মোস্তাফিজুর রহমান, প্রো ভিসি ময়নুল হক ও ট্রেজারার সফিউল ইসলাম


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৮-১০-২০২৪ বিকাল ৫:২৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) নব নিযুক্ত ভিসি হলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মৃত্তিকা বিজ্ঞানী ড. জি.কে.এম মোস্তাফিজুর রহমান। ট্রেজারার হয়েছেন কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে ও মোঃ শাহীনুর ইসলাম (উপসচিব) স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

অধ্যাপক ড. জি.কে.এম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের ৮ম ভিসি হিসেবে দায়িত্ব প্রাপ্ত হলেন। তিন এ পদে পদায়ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর সাথে কুশল বিনিময় করেন।  তিনি ২০০৮ সালে এ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হন। এর আগে তিনি বিভাগীয় প্রধান এবং প্রভোস্ট এর দায়িত্ব পালন করেছেন। ১৯৮৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে সম্মান ডিগ্রি (বিএসসি) এবং ১৯৯৩ তে মৃত্তিকা বিজ্ঞানে উৎকৃষ্ট ফলাফলের সাথে মাস্টার্স (এমএসসি) ডিগ্রি লাভ করেন এ অধ্যাপক। পরে ২০০০ সালে জাপানের চিবা বিশ্ববিদ্যালয়ের পেস্টিসাইড টক্সিকোলজি ল্যাবরেটরি থেকে “মৃত্তিকা দূষণ গবেষণা” বিষয়ে পিএইচডি লাভ করেন। এর আগে তিনি প্রায় ১৪ বছর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিউটে (বিনা) সিনিয়র বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন। উল্লেখ্য, তিনি গত ৩ সেপ্টেম্বর ২০২৪ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রজ্ঞাপনের নীতি অনুসরণ করে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন প্রো-ভিসি হয়েছেন কৃষিতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এম ময়নুল হক। গত ১৭ অক্টোবর রাষ্ট্রপতি আদেশক্রমে এবং মোসা: রোখছানা বেগম (উপসচিব) স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

ড. এম ময়নুল হক ২০০৭ সালে এ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হন এবং ২০০০ সাল থেকে সীড সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের অবৈতনিক সদস্য ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অত্যন্ত সফলতার সাথে কৃষি অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগে পরিচালকের দায়িত্ব পালন করছেন। 

তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রোনমি’তে মাস্টার্স ডিগ্রি (এম.এস) লাভ করেন। পরে ১৯৯৫ সালে বশেমুরকৃবি থেকে “কৃষিতত্ত্ব” বিষয়ে পিএইচডি লাভ করেন। এর আগে তিনি প্রায় ১২ বছর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ১৯৯৫-৯৬ মেয়াদে সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এ পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর কিছু প্রকাশনা রয়েছে। কৃষিবিদ ড. এম ময়নুল হক শিক্ষকতা জীবনে বেশ কিছু এম.এস ও পিএইচডি ডিগ্রিধারী শিক্ষার্থীদের থিসিস ও গবেষণা বিষয়ে সুপারভিশন করেছেন।

অপরদিকে, কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ বিশ্ববিদ্যালয়ের ৯ম ট্রেজারার হিসেবে নিযুক্ত হয়েছেন। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাঁকে শুভেচ্ছা জানান এবং তাঁর সাথে কুশল বিনিময় করেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে দায়িত্ব পালন করে আসছিলেন। 

পূর্বে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে সহকারী পরিচালক পদে যোগদান করে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯৯৭ সালে প্রভাষক হিসেবে এবং অত্র বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সালে সহকারি অধ্যাপক পদে যোগদান করে ২০১৪ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে সম্মান ডিগ্রি (বিএসসি) এবং ২০০২ সালে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগে প্রথম বিভাগে মাস্টার্স (এমএস) ডিগ্রি এবং অত্র বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে ‘‘Impact of Arsenic Mitigation program in Bangladesh” বিষয়ে পিএইচডি লাভ করেন এ অধ্যাপক। উল্লেখ্য, প্রফেসর ড. আফ্রাদ এ পর্যন্ত ৬ জন পিএইচডি ও ৮৯ জন এমএস গবেষণা শিক্ষার্থীকে সুপারভিশন করেছেন এবং দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে ১২৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশনা রয়েছে।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান