শিবচরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মাদারীপুরের শিবচরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার(২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে এ খেলার উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ ও বালিকা অনুর্ধ্ব -১৭ উপজেলা পর্যায়ে দ্বিতীয় পর্বের খেলা সোমবার সাড়ে তিনটায় শুরু হয়েছে। এ খেলায় ৮ টি ইউনিয়নের ৮ টি দল অংশ নিচ্ছে। সোমবার শিবচর পৌরসভা ও পাঁচ্চর ইউনিয়ন পরস্পরের প্রতিদ্বন্দ্বীতা করছে। এবং মঙ্গলবার(২৯ অক্টোবর) দত্তপাড়া ইউনিয়ন ও সন্যাসীরচর ইউনিয়ন, কাঁঠালবাড়ী ও শিরুয়াইল এবং বাঁশকান্দি ও উমেদপুর ইউনিয়ন পরস্পরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী বুধবার সকালে সেমিফাইনাল ও বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন বলেন,'সারাদেশে ৪শত ৯৬ টি উপজেলায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। খেলাধুলার মাধ্যমে আগামীতে ভালো খেলোয়ার তৈরি হবে। এছাড়াও মাদক থেকে তরুনদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।'
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল মালেক এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোকতার হোসেন, কৃষি কর্মকর্তা মো.রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকার, নন্দকুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হারুন অর রশিদসহ অন্যরা। এসময় খেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম