দুই ডজন নারীর সাথে প্রতারণার অভিযোগ চবি শিক্ষার্থীর বিরুদ্ধে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলাদেশ স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এইচবি রাফসানের বিরুদ্ধে প্রায় দুই ডজন মেয়ের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নাট্যকলা বিভাগের ২০১৬-১৭ সেশনের এক নারী শিক্ষার্থী এ বিষয়ে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে ভুক্তভোগী নারী শিক্ষার্থী উল্লেখ করেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্রী। আমার সাথে অনেক দিন আগে থেকে বাংলাদেশ স্টাডিজের ছাত্র এইচবি রাফসানের সাথে সম্পর্ক গড়ে ওঠে। আমি তার দুই বছরের সিনিয়র হওয়ায় পরও সে আমাকে পরিবারের কথা বলে বলে তার প্রতি আগ্রহী করে তোলে। আমাদের অনেক দিন যাবৎ সম্পর্ক ভালো ছিল। তার পরিবার অর্থাৎ তার মায়ের সাথে ভালো যোগাযোগ ছিল। তার পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লে তখন তার মা আমাকে বলে তার সাথে সব সময় থাকতে।
এজন্য আমাকে তার সাথে থাকতে হয় এবং রাত ৩টার সময় পর্যন্ত তাকে মেডিকেলে নিতে হয়। সে আমার সাথে রিলেশন থাকা অবস্থায় এবং অসুস্থ থাকা অবস্থায় মেডিকেলে অনেক মেয়ে তাকে কল করে। বিষয়টি আমি বুঝতে পারি সে এবং তার মা আমার সাথে প্রতারণা করছে। সে কায়দা করে চট্টগ্রামে এফিনডিক্স অপারেশন না করে রাজশাহীতে চলে যাওয়ার চাপ প্রয়োগ করে। তার অসুস্থাতা দেখে আমি তাকে রাজশাহীতে পাঠিয়ে দিই। সে সুস্থ হওয়ার পর আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং প্রতারণা করে।
অভিযুক্তের মোবাইলে প্রক্টর অফিসে প্রক্টরিয়াল বডির তল্লাশিতে প্রমাণস্বরুপ বিভিন্ন তথ্য পাওয়া যায়। এমনকি তার হোয়াটসঅ্যাপে অন্তত দুই ডজন মেয়ের সাথে ছলনার প্রেমের সম্পর্কের তথ্য পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জেলার মেয়েরা তার প্রতারণার শিকার। সব মেয়েকে বলত আমার বাবা-মা স্টোক করে মারা গেছে। আমি এতিম। এতিমকে কেউ ভালোবাসে না। এমন ইমোশনাল ব্লাকমেইল করে মেয়েদেকে তার দিকে আকৃষ্ট করত।
এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার আরিফ বলেন, আমরা ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগপত্র পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তার মোবাইলে ভুক্তভোগীসহ প্রায় দুই ডজনের উপরে মেয়ের সাথে প্রতারণার প্রমাণ পাওয়া গেছে। অভিযোগপত্র ছাত্র উপদেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে যাবে। তারপর বাকিটা আমরা আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেব। অভিযুক্তকে আপাতত মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
T.A.S / জামান
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল