বশেমুরবিপ্রবি পেল নতুন ভিসি, প্রো-ভিসি

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) যোগদানের তারিখ হতে ৪ (চার) বছরের জন্য ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এছাড়া প্রো-ভিসি হিসাবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. সোহেল হাসান। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১–এর ১০ (১) ধারা অনুসারে ঢাকাবিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. হোসেইন উদ্দিনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। উপ-উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও একই তথ্য জানানো হয়।
নতুন ভিসি, প্রো-ভিসির নিয়োগের বিষয় জানতে পেরে খুশি ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা। কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী দূর্জয় শুভ জানান অভিভাবক শূন্য ক্যাম্পাসে বহু প্রতাশ্যার পরে আমরা অভিভাবক পেয়ে অনেক খুশি। সকল অনিয়ম,দূর্নীতি, সিন্ডিকেট ভেঙে দিয়ে অভিভাবক ভিসি প্রো- ভিসির হাত ধরে সুন্দরভাবে ক্যাম্পাস পরিচালনা হবে এমন আশাবাদ ব্যাক্ত করেন। সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের আরও একজন শিক্ষার্থী শাহরিয়ার গালিব বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে সুষ্ঠ ও সুন্দরভাবে ক্যাম্পাস পরিচালনায় নতুন ভিসি প্রো-ভিসি স্যার বিগত সময়ের চেয়ে অগ্রনী ভূমিকা পালন করবে এবং বিশ্ববিদ্যালয়ের সেশনজট সহ সার্বিক ঘাটতি পূরণ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কল্যানে কাজ করবেন প্রত্যাশা করি।
উল্লেখ্য,গত ৫ আগষ্ট সরকার পতনের পর থেকে সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ শুরু হয়। এসময় শিক্ষার্থীদের দাবির মুখে গত ২০ আগস্ট পদত্যাগ করেন উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ.এম. মাহবুব এবং উপ-উপাচার্য অধ্যাপক ড.সৈয়দ শামসুল আলম।
T.A.S / জামান

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’
