পবিপ্রবির বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার ও পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক পদে নতুন নিয়োগের আদেশ জারি করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) রাতে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এসএম হেমায়েত জাহানকে প্রো-ভাইস চ্যান্সেলর এবং জিনতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর মো. আব্দুল লতিফকে ট্রেজারার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। উভয় নিয়োগের মেয়াদ হবে চার বছর, যা তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এ বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তার পরিবর্তে প্রফেসর ড. মো. মামুন অর রশিদ, বেসিক সায়েন্স বিভাগকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয় এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনকে পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়েছে। এই নিয়োগসমূহ জনস্বার্থে জারি করা হয়েছে এবং প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক যে কোনো সময় বাতিল করা যেতে পারে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, জুলাই বিপ্লবের মধ্যদিয়ে দেশ আবার নব উদ্দীপনায় উজ্জীবিত হয়েছে, যার ধারাবাহিকতায় আজকের এই পরিবর্তন। আমি চেষ্টা করব বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অংশ হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল ন্যায্য দাবি সুনিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের প্রশাসনিক কাজ বিশেষ করে রেজিস্ট্রার ভবনের কাজ দুর্ভোগ ছাড়া সম্পন্ন করতে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতা প্রয়োজন, যেন সকলে মিলে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে গড়তে পারি।
নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ বলেন, জুলাই বিপ্লবের শহীদরা যে আত্মত্যাগ করেছে, তাদের সে ত্যাগকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেন আমি পবিপ্রবির জন্য কাজ করতে পারি। এতে সকলের সহযোতিতা কামনা করছি। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।
নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর ড. এসএম হেমায়েত জাহান বলেন, সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে সততা ও স্বচ্ছতার সাথে সামনে আরো এগিয়ে নিতে চাই। এখানে কোনো পক্ষ থাকবে না, বিশ্ববিদ্যালয় হবে আমাদের সকলের। হাতে হাত রেখেই আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাব।
T.A.S / জামান
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল