ঢাকা সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

শিবচরে মা ইলিশ রক্ষা অভিযানে হামলার শিকার প্রশাসন


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২-১১-২০২৪ দুপুর ২:৩৯

মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মানদীতে অভিযানে গিয়ে তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে উপজেলা মৎস্য অফিসের টিম। শুক্রবার(১ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে পদ্মানদীর চরজানাজাত এলাকার হীরাখার বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। জেলে ও স্থানীয়রা আক্রমন করার জন্য উদ্যত হলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মৎস্য অফিসের টিম।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম এ তথ্য জানিয়েছেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকেলে পদ্মানদীর চরজানাজাত এলাকায় অভিযানে নামে উপজেলা মৎস্য অফিস। এসময় অভিযানে মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ
সহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মৎস্য অফিসের টিম নদীর হীরাখাঁর বাজার এলাকায় নদীর পাড়ে এলে জেলেসহ স্থানীয়রা আক্রমন করতে এগিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে দ্রুত নদীর মধ্যে গিয়ে অবস্থান নেন মৎস্য কর্মকর্তাসহ টিমের সদস্যরা। দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ায় কেউ আহত হয়নি।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন,'আমরা নিয়মিত পদ্মায় অভিযান চালাচ্ছি। বিপুল পরিমান জাল জব্দসহ জেলেদেরও আটক করা হচ্ছে। শুক্রবার বিকেলে অভিযানে গেলে হীরাখাঁর বাজার এলাকায় হামলা চালায় জেলেসহ স্থানীয়রা। এসময় আমরা দ্রুত নিরাপদ স্থানে চলে। নদীর পাড়ের ওই বাজারে ইলিশ বিক্রি হয়।'

তিনি আরও বলেন,'নদীতে অভিযানের পাশাপাশি নদীর পাড়ের অস্থায়ী বাজারেও আমরা অভিযান করেছি। শুক্রবার অভিযানে ওই বাজারে নামতে গেলেই স্থানীয়রা হামলা চালায়। আমরা দ্রুত নদীর মাঝে অবস্থান নিয়ে হামলা থেকে রক্ষা পাই। বর্তমানে নদীতে কোষ্ট গার্ড ও নৌপুলিশের দুটি টিম রয়েছে।'

T.A.S / T.A.S

মৃত্যুর এক বছর পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

রোহিঙ্গা নারী ও মেয়েদের সুরক্ষার ঝুঁকি ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার ওপর একশনএইড এর গবেষণা

রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

চৌগাছায় কৃষকদের মাঝে মাষকলাই বীজ ও রাসয়নিক সার বিতরন

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস

বারহাট্টার বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান খান রেজভীর চেহলাম অনুষ্ঠিত

খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা, প্রেমঘটিত কারণে হতাশা

বরগুনার পাথরঘাটা বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর

অভিভাবকসুলভ প্রধান শিক্ষক মোছা’র বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন

বাঘায় ৪৫ বছরে সাড়ে ৩'শ অধিক কবর খুঁড়েছেন দুলাল ও রতন