ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

প্রবীণ সাংবাদিকদের অনুদান ও সন্তানদের শিক্ষা বৃত্তি দেওয়া হবে : এম আবদুল্লাহ


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ৬-১১-২০২৪ দুপুর ১২:৪৮

বর্তমান সরকার সাংবাদিকদের কল্যানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘ মেয়াদে সাংবাদিকদের কল্যানে কাজ করবে সাংবাদিক কল্যান ট্রাস্ট। দেশব্যাপী সাংবাদিকদের ডাটাবেইজের ভান্ডার তৈরী করা হবে যাতে প্রকৃত সাংবাদিকরা উপকৃত হয় এবং অপ-সাংবাদিকতা বিলুপ্ত হয়।

এ ছাড়া তথ্য উপদেষ্টা মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় কল্যান ট্রাস্ট থেকে সাংবাদিকদের সন্তানদের কল্যানে শিক্ষাবৃত্তি ও প্রবীণ সাংবাদিকদের অনুদানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম, আবদুল্লাহ। তিনি ৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে ফেনীর একটি রেস্টুরেন্টে সাংবাদিক কল্যান ট্রাস্টের উদ্যোগে ফেনী, লক্ষীপুর,চাঁদপুর ও কুমিল্লার ৩২ জন সাংবাদিকদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

এসময় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হওয়ায় এম আবদুল্লাহকে সংবর্ধনা দিয়েছেন ফেনীতে কর্মরত সাংবাদিকরা। ফেনী জেলা তথ্য অফিসার আল আমিনের সভাপতিত্বে ও যমুনা টিভির জেলা প্রতিনিধি আরিফুর রহমানের সঞ্চালনায় এতে  বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, আবু তাহের,ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী জেলা জামায়াত ইসলামির প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম,ফেনী জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবদুল আল মামুন, ডিবিসি ও অবজারভার প্রতিনিধি আবু তাহের ভূঞা, আরটিভি ও যায়যায়দিন প্রতিনিধি আজাদ মালদার, বাাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারন সম্পাদক জসিম মাহমুদ, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, সময় টেলিভিশনের সহযোগি সিনিয়র রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ জাফর, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহআলম শফি, ইয়ুথ জার্নালিস্ট ফোরামের ফেনী জেলা সভাপতি শাহজালাল ভূঞা, ফেনী জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম. এমরান পাটোয়ারি, সোনাগাজী প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রথম আলো প্রতিনিধি আমজাদ হোসেন, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান, ফুলগাজী প্রেস ক্লাবের সভাপতি কবির আহমদ নাছির, ছাগলনাইয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে জাহাঙ্গীর কবির লিটন, দাগনভূঞা প্রেস ক্লাব সভাপতি সৈয়দ ইয়াছিন সুমন।

অনুষ্ঠানে এম. আবদুল্লাহকে দৈনিক ফেনীর সময় পরিবারের পক্ষ থেকে ক্রেষ্ট ছাড়াও ফেনীতে কর্মরত সাংবাদিক, সাংবাদিক ইউনিয়ন ফেনী,ফেনী রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), দৈনিক স্টার লাইন পত্রিকা সহ জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

T.A.S / T.A.S

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

নেত্রকোনার মদনে দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় তিন সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার