ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বাকেরগঞ্জ পৌরসভা ১ম শ্রেণীর হলেও শহরজুড়ে ময়লা-আবর্জনার ছড়াছড়ি


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৯-১১-২০২৪ দুপুর ১২:৪

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাকেরগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণির আওতাধীন। এ পৌরসভার নেই কোনো নিজস্ব ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান। পৌরসভার জন্মলগ্ন থেকে সরকারি রাস্তার পাশে পরিত্যক্ত জমিতে ফেলা হচ্ছে শহরের সব ময়লা-আবর্জনা। ময়লা-আবর্জনা বাকেরগঞ্জ পৌরসভাজুড়ে ছড়িয়ে পড়েছে। জমে থাকা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়িয়ে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে।

পৌর কর্তৃপক্ষ বলছে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধানে চেষ্টা করা হচ্ছে। সরকারি খাস জমি পাওয়ামাত্র ময়লা-আবর্জনা অপসারণ করা হবে।

শুক্রবার (৮ ই নভেম্বর) পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বড়-ছোট বাজারসহ বাকেরগঞ্জ পৌরসভা ১নং ওয়ার্ডের বাকেরগঞ্জ টু বরগুনা সড়কের পাশে রয়েছে জাহানারা ক্লিনিক, ডিজিটাল ক্লিনিক,ও গ্রীনলাইফ ক্লিনিক এ ক্লিনিকের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে বাকেরগঞ্জ -বরগুনা  মহাসড়কের রাস্তার পাশে  বাসা বাড়ির ও সরকারি পানি উন্নয়ন বোর্ড ভিআইপি কলোনির ভিতরে ,রাস্তা দিয়ে হাঁটাচলা করা সাধারণ জনগণ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে ১ নং ওয়ার্ডের বাসিন্দা রাসেল বলেন ক্লিনিক গুলোর ময়লা আবর্জনা আমাদের বাসার পাশে খালি জায়গায় ফেলা হয় এতে করে পরিবেশ দূষণ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি রাস্তা থেকে হাঁটাচলা মানুষ ও স্কুল কলেজে শিক্ষার্থীরা সব সময় নাকে রুমাল দিয়ে হাঁটতে হয়, এছাড়াও একই চিত্র দেখা গেছে বাকেরগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসা বাড়ির আশেপাশে বাকেরগঞ্জ সরকারি পানি উন্নয়ন বোর্ড ভিআইপি কলোনির ভিতরে ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ও বাজারে আশেপাশে এলাকার ময়লা-আবর্জনা যত্রতত্র ছড়িছে ছিটিয়ে রয়েছে। দুর্গন্ধের কারণে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। 

বাকেরগঞ্জ কাঁচা বাজারের দোকানিরা বলেন, বাকেরগঞ্জ কাঁচা বাজারের দোকানিরা প্রতিদিন তাদের দোকানঘর পরিষ্কার করে বাজারের পাশে ভিআইপি কলোনির ভিতরে ময়লা আবর্জনা রেখে দেয়। এবং বাজারের সামনে যে ময়লা হয় সেগুলো ভোর বেলা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা সেই আবর্জনা গাড়িতে করে নিয়ে যায়। বাজারের পাশে পরিত্যক্ত পানি উন্নয়ন বোর্ড থাকায় কলোনি ভিতরে  জমে থাকা ময়লা-আবর্জনার কারণে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান জরুরী হয়ে পড়েছে।

এ বিষয়ে বাকেরগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো:জাকির হোসেন মীর বহর বলেন, নিজস্ব জমি না থাকায় ময়লা-আবর্জনা ফেলা নিয়ে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে। পৌরসভার ভিতর যে সকল  ক্লিনিক গুলো রয়েছে   ক্লিনিক গুলো যারা পরিচালনা করে তাদের সবার সাথে আমাদের কথা হয়েছে আমাদের পৌরসভা থেকে পরিচ্ছন্ন কর্মীরা এসে ময়লা নিয়ে যাবে তারপর নির্দিষ্ট স্থানে ফেলা হবে। জাকির হোসেন মীর বহর, আরো বলেন আমাদের খাস জমি না থাকার কারণে আমরা এখন পর্যন্ত একটি পরিত্যক্ত স্থানে ময়লা ফালানোর সিদ্ধান্ত নিয়েছি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন তাদের সাথে খাস জমির বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা যত তাড়াতাড়ি পারি পরিত্যক্ত খাস জমি স্থান ব্যবস্থা করে সেখানে পৌরসভার ময়লা আবর্জনা ফালাবো।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান  বলেন,ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ও  পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জনদুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

T.A.S / T.A.S

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ