যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসের প্রধান ফটকের নাম ফলক উদ্বোধন
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসের প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের নামফলক উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে নামফলকের শুভ উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
শনিবার (০৯ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ ঝিনাইদহ ক্যাম্পাসের ছাত্র ও ছাত্রী হল দুটি পরিদর্শন করেন। হল পরিদর্শন শেষে গাছ রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ঘোষণা করেন। এরপর কেন্দ্রীয় অডিটোরিয়ামে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করেন উপাচার্য ড. মোঃ আব্দুল মজিদ।
সন্ধ্যা সাড়ে ছয়টায় যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এসময় বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন উপাচার্য।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ জিয়াউল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডীনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. শিরীন নিগার, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ জাফিরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডীন ড. মোঃ কোরবান আলী সহ ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের সকল সমস্যা সমাধান করে একটি আধুনিক ক্যাম্পাস গড়ার আশ্বাস দেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসের মূল ফটকে বিশ্ববিদ্যালয়ের বাংলা ও ইংরেজি নাম সম্বলিত নামফলক লাল ফিতা কেটে উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড মোঃ আব্দুল মজিদ।
এমএসএম / এমএসএম