বাকেরগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন
বরিশালের বাকেরগঞ্জে স্বামীর হাতে সাবিন বেগম (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত সাবিনা বেগম উপজেলার কলসকাঠী ইউনিয়নের কোচনগর গ্রামের সৌয়দ বাছেদের স্ত্রী।
১০ নভেম্বর( রবিবার) রাত ৯ টায় পারিবারিক কলহের জের ধরে বাছেদ তার স্ত্রী সাবিনাকে মারধর করে। স্বামীর মার ধরে স্ত্রী সাবিনার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন নিহতের পিতা জামাল হাওলাদার। স্থানীয় লোকজন সাবিনার মৃত্যুর সংবাদ বাকেরগঞ্জ থানা পুলিশকে জানালে রাত ৩ টায় সাবিনাকে তার স্বামীর ঘরের মধ্যে থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত সাবিনার মা সকালের সময়কে জানান, গত রাত ৯ টায় আমার মেয়ে সাবিনার সাথে আমার শেষ কথা হয়। তখন মোবাইল ফোনে আমার মেয়ে কান্না জড়িত কন্ঠে কথা বলে তার কথা গুলো তখন ঠিক বোঝা যায়নি। তবে ঘরের মধ্যে চিল্লাচিল্লির অনেক কথা শুনা যায়। এরপর সকাল বেলা থানা থেকে ফোন আসে। থানায় এসে দেখি আমার মেয়ের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার এসআই সবিতা জানান, স্থানীয় লোকজন খবর দিলে রাত্র ৩ টায় আমরা সাবিনার স্বামীর ঘর থেকে মরদেহ উদ্ধার করি। এ সময় বাড়ির লোকজন বলে ঘরের খুটির সাথে শিকলে গলা ফাঁস দিয়ে দিয়ে সাবিনা আত্মহত্যা করছে। তবে মরদেহ শিকলের সাথে ঝুলন্ত পাওয়া যায়নি। তবে নিহত সাবিনার গলায় আঘাতের দাগ রয়েছে।
নিহত সাবিনা বেগম ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের জামাল হাওলাদারের মেয়ে। গত পাঁচ বছর আগে পারিবারিকভাবে কলসকাঠি ইউনিয়নের সৈয়দ বাসেদের সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকেই বাসেদ শ্বশুরবাড়ি থেকে নগর দেড় লক্ষ টাকা সহ একটি অটোরিকশা যৌতুক হিসেবে গ্রহণ করেন। বিভিন্ন সময় যৌতুকের দাবিতে স্ত্রীর সাবিনার উপর নির্যাতন করে আসছিলেন বাসেদ।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম বলেন, নিহত সাবিনার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তবে এখন পর্যন্ত নিশ্চিত বলা যায় না সাবিনা খুন হয়েছেন না আত্মহত্যা করেছেন। সাবিনার পরিবার মামলা দায়ের করলে আমরা মামলা গ্রহণ করবো।
এমএসএম / এমএসএম
নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা
মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম
নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা
শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক
আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি
সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা
শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ভোটার সচেতনতা বাড়াতে দিনব্যাপী গণপ্রচারনা
Link Copied