ঈশ্বরদীর তিন’শ স্পটে মাদকের রমরমা ব্যবসা,প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীদের

ঈশ্বরদীর মুলাডুলি, রেল স্টেশন, সিএসডি খাদ্যগুদাম এলাকাসহ বিভিন্ন স্থানে, পতিরাজপুর এলাকা, শহরের লোকোসেড, আওতাপাড়া - বাঁশেরবাদা এলাকাসহ সাত ইউনিয়নের অন্তত : তিন শতাধিক স্পটে গাজা, ইয়াবা, ফেন্সিডিলসহ নানা প্রকার মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে দেদারছে। দিনরাত চব্বিশ ঘন্টাব্যাপি এসব কারবার চালানো হচ্ছে।
বিশেস করে রাত হলেই পাকশী টোলপ্লাজা পার হয়ে রূপপুর হয়ে পাবনা রোডে এবং ঈশ্বরদী বাইপাস এলাকা হয়ে মাজগ্রাম, লোকোসেড বেনারসী পল্লী রোড হয়ে আরকান্দি দিয়ে মুলাডুলি ও দাশুড়িয়া-পাবনা,ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করা হচ্ছে টনকে টন গাজা,ইয়াবা,ফেন্সিডিলসহ বিভিন্ন নিষিদ্ধ ট্যাবলেট। মধ্যরাত হলেই এসব রোড দিয়ে দ্রুত গতির দামী ্হাইয়েস মাইক্রো ও প্রাইভেটকার যোগে এসব মাদকদ্রব্য পাচার করা হচ্ছে। এলাকার সচেতন ব্যক্তিত্ব,প্রত্যক্ষদর্শিসহ বিভিন্ন মহলের দেওয়া অভিযোগ সূত্রে এসবতথ্য জানাগেছে।
সুত্রমতে,দীর্ঘদিন থেকে পতিরাজপুরসর্দার পাড়ায় রাতের আঁধারে চলছে মাদক ব্যবসা, যা নিয়ে স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আড্ডা জমে এ এলাকায়। এতে করে এলাকার সাধারণ মানুষের বসবাসের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। বিশেষ করে উঠতি বয়সি যুবক ও কিশোরদের মধ্যে মাদকের প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, অসাধু ব্যক্তি ও মাদক ব্যবসায়ীরা ব্যক্তিস্বার্থে যুবসমাজকে বিপদগামী করছে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিকেও ধ্বংস করছে। স্থানীয় নানা প্রকার প্রশাসন সচেতন থাকলেও মাদকবিরোধী অভিযানে কারোই কোন প্রকার কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। আইন রক্ষাকারী কতিপয় ব্যক্তিদের সাথে ঐসব ব্যবসায়েিদর প্রকাশ্রে নানা প্রকার সম্পর্ক দেখেও এলাকাবাসীদের মধ্রে হত্যাশার সৃষ্টি হয়েছে।
যার ফলে পরিস্থিতি দিন দিন অস্বাভাবিক হারে অবনতির দিকে যাচ্ছে। মুলাডুলিতে সাবেক এক জনপ্রতিনিধির নেতৃত্বে ঐ এলাকায় মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। কোন কোন এলাকায় দু’একজন সুযোগ সন্ধানী পুলিশ সদস্যের গাফেলতির কারণেও এসব বিক্রি করা সহজ হচ্ছে বলে সুত্রের দাবি। ঈশ্বরদী এলাকাকে ধ্বংসের হাত থেকে রক্ষার্থে সকল প্রকার প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে এলাকার সচেতন মহল মনে করেন। ঐ মহলের দাবি সময়মতো সঠিক ব্যবস্থা না নিলে এলাকার ধ্বংসপ্রায় যুবসমাজের ভবিষ্যৎ আরও ধ্বংস হয়ে যাবে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান,ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে। নির্ভরযোগ্য তথ্যপেলে তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
T.A.S / T.A.S

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে উলিপুরে বিএনপির বিজয় র্যালী ও সমাবেশ

র্যাবের অভিযানে রায়পুরায় ২ হাজার ৯শত ৫০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে

জেলা বিএনপির নির্দেশে বিজয় মিছিলে, দ্বন্দ ভুলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুমিল্লায় ছাত্রশিবিরের বর্ণাঢ্য র্যালী

তাড়াশে বিএনপির উদ্যোগে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা

লাকসাম প্রেসক্লাবের নতুন সদস্যদের বরণ

বালাগঞ্জ থানার ২০০ মিটারের মধ্যে বিএনপির মঞ্চ, আগুন দিল কে

পাঁচবিবিতে শহীদ বিশালের বর্ষপূতিতে কবরে পুষ্পস্তবক অর্পণ

নাঙ্গলকোটের বক্সগঞ্জ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নেত্রকোণায় শহীদ রমজানের কবরে শ্রদ্ধা নিবেদন ও বিজয় মিছিল অনুষ্ঠিত
