সাঁথিয়া উপজেলা বিএনপির কমিটি গঠন
অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে ঝাড়ু মিছিল

পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে ব্যাপক অনিয়ম-দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে পকেট কমিটি আখ্যা দিয়ে ঝাড়ু মিছিল করা হয়েছে। এসময় জেলার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব এ্যাডভোকেট মাসুদ খন্দকারের কুশপুত্তলিকা দাহ করা হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৫ টার দিকে বেড়ার সিএন্ডবি মোড় থেকে একটি ঝাড়ু মিছিল বের করে বাজারের সড়কসমূহে পদক্ষিণ করে। পরে সিএন্ডবি মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় হাবিবের দুইগালে জুতা মারো তালে তালে, মাসুদের দুই গালে জুতা মারো তালে তালে, অবিলম্বে পকেট কমিটি বাতিল করো করতে হবে ইত্যাদি শ্লোগান দিতে দেখা যায়।
প্রতিবাদ সমাবেশে অভিযোগ করে বক্তারা বলেন,‘গতকাল একটি প্যাডের মাধ্যমে হঠাৎ করে কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে অনৈতিক সুবিধা নেয়া হয়েছে, ঘুষ বাণিজ্য করা হয়েছে। বিপুল পরিমাণ টাকার বিনিময়ে কমিটি অনুমোদন দেয়া হয়েছে। দীর্ঘদিনের মাঠের রাজনীতির সঙ্গে জড়িত মোঃ শামসুর রহমান ওরফে ভিপি শামসুর রহমানের প্রতি রাজনৈতিক অবিচার করা হয়েছে।’ যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়।
আহ্বায়ক কমিটিতে যাদেরকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে তারা কেউই দলের অসময়ে সাঁথিয়ায় রাজনীতির মাঠে ছিলেন না। তার মাঝে আহ্বায়ক রুখায়রুন নাহার খানম মীরু তিনি অন্য উপজেলার বাসিন্দা। আর সদস্য সচিব তিনি দীর্ঘদিন একজন বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন যারা হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসার ন্যায়। এই পকেট কমিটি সাঁথিয়াবাসী প্রত্যাখান করেছে। তাই দ্রুত এই কমিটি বাতিল করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে সাঁথিয়াকে অচল করে দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীন মল্লিক, সাবেক বেড়া ডিগ্রী কলেজের প্রো-ভিপি নাসিমুজ্জামান সোহেল, বেড়া কলেজের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সরকার কবীর উদ্দিন, করমজা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন মানিকসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ বিষয়ে, করমজা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মজনু বলেন, আমরা ভিপি শামসুর রহমানের কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। তখন শামসুর রহমান ছাড়া কোন নেতাকেই আমরা কাছে পাইনি। আজকে তাকে মূল্যায়ন করা হচ্ছেনা এটা হতে পারে না। বিএনপিতে ঘুষখোর ও দূর্নীতিবাজদের স্থান নেই। আমরা চাই দ্রুত এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে ত্যাগীদের মূল্যায়ন করা হোক।
নব গঠিত সাঁথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিষয়ে সাঁথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিখন মোল্লা গণমাধ্যমকে বলেন, আন্দোলন সংগ্রামে এবং কর্মীদের দূর্দিনে আমরা ভিপি শামসুর রহমানকেই কাছে পেয়েছি। এমন একজন ত্যাগী নেতাকে অবমূল্যায়ন করা হবে তা কল্পনা করা যায়না। আমি মনে করি শামসুর রহমানের প্রতি অবিচার করা হয়েছে।
পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, নিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠন করা হয়েছে। আর্থিক লেনদেনের প্রশ্নই আসে না। যারা আজকে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার( ১৪ নভেম্বর) বিকেলে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকার সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে খাইরুন নাহার খানম মীরুকে আহবায়ক ও ভিপি শামসুর রহমানকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ২৩ সদস্য বিশিষ্ট সাঁথিয়া উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়। কমিটির গঠনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।
T.A.S / T.A.S

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
