ঢাকা বৃহষ্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

চবিতে এক যুগ পর প্রকাশ্যে শিবিরের নবীনবরণ


আশিক মিয়া, চবি photo আশিক মিয়া, চবি
প্রকাশিত: ১৬-১১-২০২৪ দুপুর ১২:৮

২০১২ সালের পর থেকে প্রকাশ্যে নবীনবরণের আয়োজন করতে পারেনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। তবে এবার প্রায় একযুগ পর নবীন শিক্ষার্থীদের নিয়ে ফ্রেশার্স রিসিপশন এন্ড ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি। আর এতে প্রায় দেড় হাজার নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। 

শুক্রবার (১৫ নভেম্বর) নবীনবরণে শিক্ষার্থীদের এই অভূতপূর্ব সাড়া পাওয়ার বিষয়টি জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের চবি শাখার সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম। 

এর আগে গত ৪ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অনলাইনে ছাত্রশিবিরের এই নবীনবরণে রেজিষ্ট্রেশন করেন বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রায় দেড় হাজার শিক্ষার্থী। শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট সংলগ্ন এজে কনভেনশন হলে প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, গবেষকসহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইসলামী ছাত্রশিবির চবি শাখার সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম বলেন, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে নবীনবরণ, ক্যারিয়ার সংশ্লিষ্ট প্রোগ্রামসহ শিক্ষা সহায়ক কার্যক্রমসমূহ আমাদের নিয়মিত কর্মসূচীর অংশ। ফ্যাসিবাদের রোষানলে দীর্ঘদিন আমাদের এ আয়োজনের পরিসর কিছুটা ছোট ছিল। তবে এখন মানুষ তার স্বাধীনতা ফিরে পেয়েছে। তাই এ বছরের আয়োজনে আমরা শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমাদের বিশ্বাস ইসলামী ছাত্রশিবিরের শৃঙ্খলা এবং কার্যক্রমের সৌন্দর্য দেখলে শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় হবে ইনশাআল্লাহ।

T.A.S / T.A.S

২০২৫ সালে মাধ্যমিক স্কুলে ছুটি থাকবে ৭৬ দিন

জবি ভর্তি পরীক্ষার তারিখ এখনও চূড়ান্ত হয়নি

ক্যাম্পাসে মাদক সেবনরত অবস্থায় নারীসহ ৪ জন বহিরাগত আটক

জবিতে এককভাবে ভর্তি পরীক্ষায় থাকছে লিখিত ও বহুনির্বাচনি

যবিপ্রবিতে ‘ইন্ডাস্ট্রিয়াল ফায়ার অ্যান্ড সেফটি’ শীর্ষক ওয়ার্কশপ

শিক্ষার্থীদের ১১ দফা: জাবি ক্যাম্পাসে মোটরচালিত যানবাহন বন্ধ

শিক্ষকের বিরুদ্ধে মামলা: শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে কোর্স সমাপনী সাংস্কৃতিক উপস্থাপনা অনুষ্ঠিত

প্রক্টর নিয়োগকে কেন্দ্র করে দফায় দফায় দ্বিমুখী সংঘর্ষ

জাককানইবির বঙ্গমাতা হলে নতুন হাউজ টিউটর নিয়োগ

৮ দাবিতে জাবিতে ব্লকেড কর্মসূচি

বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে তিতুমীরের ১৪ শিক্ষার্থী

বাকৃবিতে গ্রন্থাগারের উন্নয়নে উপাচার্যের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়