ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

সাভারে ভুয়া সেনাবাহিনীর অফিসার পরিচয়ে প্রতারকসহ আটক ২


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১৬-১১-২০২৪ বিকাল ৬:২৭

সাভারে এসে রাজধানীর সেন্ট থমাস ক্যাথিড্রালের মডারেটর রাইট রেভা: বিশপ সুনীল মানখিল ও সিডর সম্পাদক রেভা: প্রভুদান হীরার পক্ষে প্রক্সি দিতে দলবল নিয়ে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে সাধারণ খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে চার্জ অফ বাংলাদেশ সাভার শাখায় পৌর এলাকার আনন্দপুর ধ্যান ও সম্মেলন কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর অফিসার পরিচয় দেওয়া প্রতারকসহ ২ জনকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। ঘটনাস্থলে প্রতারকের কাছ থেকে প্রতারণা কাজে ব্যবহৃত সেনাবাহিনীর একটি পোশাক জব্দ করা হয়।

আটকৃতরা হলেন, নোয়াখালী জেলার হাতিয়া থানার জগদীশ রায়ের ছেলে রিপন রায় (৩০) ও রাজধানীর শেরেবাংলা নগর থানার জামান গলি এলাকার কর্নে নিয়াসের ছেলে শুভজিৎ মন্ডল (৩১)। এদের মধ্যে প্রতারক রিপন রায় সনাতন ধর্মাবলম্বী। সে রাজধানীর মিরপুর-১০ এর ৭ নং রোডের ৩৭ নং বাসায় ভাড়া থেকে বিভিন্ন পরিচয়ে প্রতারণা করেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাভার পৌরসভার আনন্দপুর এলাকার বাসিন্দা মাইকেল হালদারের ছেলে জর্জ মানস হালদার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে ঘটনাস্থল থেকে আটক দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী। আটক দুই ব্যক্তিকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে একজন সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে প্রতারণার আশ্রয় নেয়। তারা দুইজনেই রাজধানীর বাসিন্দা।

মামলার বাদী জর্জ মানস হালদার জানান, রাজধানীর সেন্ট থমাস ক্যাথিড্রালের মডারেটর রাইট রেভা: বিশপ সুনীল মানখিল ও সিডর সম্পাদক রেভা: প্রভুদান হীরার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। শুক্রবার সকালে চার্জ অফ বাংলাদেশ সাভার শাখায় আনন্দপুর ধ্যান ও সম্মেলন কেন্দ্রে পূর্ব নির্ধারিত একটি আলোচনা সভার আয়োজন ছিল। এতে অভিযুক্ত দুইজনের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তারা না এসে সনাতন ধর্মাবলম্বী রিপন রায় ও খ্রিস্ট ধর্মের শুভজিৎ মন্ডলের নেতৃত্বে ২০/২৫ জন এসে রাইট রেভা: বিশপ সুনীল মানখিল ও সিডর সম্পাদক রেভা: প্রভুদান হীরার পক্ষ নিয়ে সাধারণ খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। এতে শান্তিপূর্ণ আলোচনা সভা পন্ড হয়ে যায়। রিপন রায় নিজেকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিলে তার কথায় সন্দেহ হয়, সাথে সাথেই আমরা তাকে চ্যালেঞ্জ করে বসি। পরে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে তারা তাদের দুজনকে আটক করে। পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা বাকিরা মোটর সাইকেলে করে পালিয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে রাজধানীর সেন্ট থমাস ক্যাথিড্রালের মডারেটর রাইট রেভা: বিশপ সুনীল মানখিল ও সিডর সম্পাদক রেভা: প্রভুদান হীরার সাথে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা জানান, জর্জ মানস হালদারের দায়ের করা মামলায় প্রতারক রিপন রায় ও তার সহযোগী শুভজিৎ মন্ডলকে আসামি করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয়। অভিযুক্তদের ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।

T.A.S / T.A.S

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা আটক ১

নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন

শ্রীনগরে বসতবাড়িতে হামলা, আহত ৩

মোহনগঞ্জে লোকাল ট্রেনের চলাচল বন্ধ, যাত্রীরা দুর্ভোগে

গোবিপ্রবি প্রশাসনের উদ্যোগে সপ্তাহজুড়ে নানা কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রম

সর্বস্ব হারিয়ে স্ট্রোকে আক্রান্ত ইউনুসের যাত্রী ছাউনিতে মানবেতর জীবনযাপন

আদমদীঘিতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে লুম উপ-প্রকল্পের প্রকল্প পরিচিতি কর্মশালা

জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক কে সংবর্ধনা প্রদান

শ্রীপুরে অনুমোদনহীন পশুখাদ্য উৎপাদন: গ্রেজ এগ্রো লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা

ইন্দুরকানী ইউসিসিএ নির্বাচনে ফায়জুল কবির তালুকদার সভাপতি নির্বাচিত

নোয়াখালীতে সাবেক সেনা কর্মকর্তা জায়গা দখল ও হত্যা চেষ্টার অভিযোগ

ঈশ্বরদীতে নেসকো ঈশ্বরদী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদসভা ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত