ঢাকা সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

শিবচরের গন সমাবেশে বলেন আমরা পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চাই: ফয়জুল করীম


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৭-১১-২০২৪ দুপুর ১১:৪৫

বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার না করলে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলন শুরু করা হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। 

প্রধান উপদেষ্টার দৃষ্টিআকর্ষণ করে তিনি বলেন,'যাদেরকে আপনি বর্তমান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন, তারা মাটি ও মানুষের চিন্তা লালন করেন না। তারা ভিনদেশীদের চিন্তা লালন করেন! বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহার করা না হলে আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করবো। তবে আমরা এটা করতে চাই না!'

গতকাল শনিবার(১৬ নভেম্বর) বিকেলে মাদারীপুর জেলার শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এসময় তিনি আরও বলেন,'আমরা চাই সংস্কারের সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন। যেখানে ব্যক্তি নয়, মার্কাকে ভোট দেবেন। এতে করে নমিনেশন বাণিজ্য থাকবে না, কেউ পেশী শক্তি ব্যবহার করতে পারবে না। কারো মধ্যে কাঁদা ছুড়াছুড়ি থাকবে না।'

তিনি বলেন,'ভারতের রাজ্য সিকিম এক সময় স্বাধীণ রাষ্ট্র ছিল। তবে বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত থাকতে পারে, দারিদ্র থাকতে পারে কিন্তু কারো গোলামি করতে পারে না। বাংলাদেশের মানুষ কোন দিন গোলামি করবে না!'

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই আরও বলেন,'বার বার দেশের পরিবর্তন দেখেছি, দলের পরিবর্তন দেখেছি, নেতার পরিবর্তন দেখেছি। কিন্তু নীতির পরিবর্তন দেখিনি। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই।'

আওয়ামীলীগের সমালোচনা করে তিনি বলেন,'দেশের মাত্র ৪ পরিবার ২ হাজার কোটি টাকা পাচার করেছে। একেক পরিবার ৫০ হাজার কোটি করে পেয়েছে। ফরিদপুরের এক ছাত্রলীগ নেতা ২ হাজার কোটি টাকা পাচার করেছে। শেখ হাসিনার পিয়ন ৪ শত কোটি টাকার মালিক!'

তিনি বলেন,'আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই। ৯৩ ভাগ মুসলমানের দেশে ইসলামী হুকমত চাই।'

ইসলামি আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন হযরত মাওঃ আকরাম হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ'র মাদারীপুর জেলা শাখা সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব আজিজুল হক মল্লিক, সেক্রেটারী অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম,  মাওলানা আব্দুস সালাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার সভাপতি মোঃ কাজী ইসমামসহ অন্যরা।

T.A.S / T.A.S

মৃত্যুর এক বছর পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

রোহিঙ্গা নারী ও মেয়েদের সুরক্ষার ঝুঁকি ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার ওপর একশনএইড এর গবেষণা

রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

চৌগাছায় কৃষকদের মাঝে মাষকলাই বীজ ও রাসয়নিক সার বিতরন

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস

বারহাট্টার বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান খান রেজভীর চেহলাম অনুষ্ঠিত

খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা, প্রেমঘটিত কারণে হতাশা

বরগুনার পাথরঘাটা বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর

অভিভাবকসুলভ প্রধান শিক্ষক মোছা’র বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন

বাঘায় ৪৫ বছরে সাড়ে ৩'শ অধিক কবর খুঁড়েছেন দুলাল ও রতন