যমুনায় জেগেছে অসংখ্য ডুবোচর
বাঘাবাড়ি নৌবন্দরগামী কার্গো-জাহাজ চলাচল ব্যাহত
অসময়ে পদ্মা-যমুনার বিভিন্ন স্থানে অসংখ্য ডুবোচর জেগে ওঠায় শাহজাদপুরের বাঘাবাড়ি নৌবন্দরগামী বন্দরে রাসায়নিক সার, জ্বালানী তেল ও পণ্যবাহী কার্গো-জাহাজ চলাচল ব্যহত হচ্ছে। ফলে সঠিক সময়ের মধ্যে উত্তরাঞ্জলের ১৬ জেলার ১৪টি বাফার গুদামে আপদকালীন রাসায়নিক সার মজুদ ও জ্বালানী তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টির আশংকা দেখা দিয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, যমুনা নদীর পাবনার বেড়া উপজেলার নাকালিয়া থেকে কৈটোলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে জেগে উঠেছে বিশাল বালুর চর। এছাড়াও কৈটোলা এলাকায় প্রায় ৫০০ মিটার এলাকা জুড়ে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। ফলে চট্টোগ্রাম থেকে ছেড়ে আসা ওটিসি-পাওয়ার-জিরো নামের একটি কার্গো জাহাজ সাড়ে ৮ লাখ লিটার ডিজেল তেল নিয়ে ওই স্থানে গত ৪দিন ধরে আটকা পড়ে আছে। এ জাহাজটি আটকা পড়ার খবরে আরও ৬/৭টি জ্বালানী তেলবাহী জাহাজ নঙ্গর করে রাখা হয়েছে নগরবাড়ি এলাকায়। কৈটোলা এলাকার ওই স্থানে ড্রেজিং সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের আটকা পড়ে থাকতে হবে। কবে নাগাদ ওখানে ড্রেজিং শেষ হবে তা সঠিক ভাবে জানাতে পারেনি ড্রেজিং কতৃপক্ষ।
আটকা পড়া ওটিসি-পাওয়ার-জিরো কার্গো জাহাজের মাস্টার মো. মীর হোসেন বলেন- গত ৪দিন ধরে কৈটোলা এলাকায় সাড়ে ৮ লাখ লিটার ডিজেল তেল নিয়ে আটকা পড়ে আছি। আমাদের জাহাজ উদ্ধারে গত ৩ দিন ধরে ড্রেজার এসেছে। কিন্তু এখনও তারা সেটিং কাজ শেষ করতে পারেনি। প্রথম দিন সামান্য অংশ ড্রেজিংয়ের পর শুধু পোটপাট করে যাচ্ছে ড্রেজিংয়ের কোনো খবর নেই। ফলে নির্জন এই স্থানে জীবনের ঝুঁকি নিয়ে ডাকাত বা দূর্বৃত্তের হামলার আশংকায় আতংকের মধ্যে রয়েছি। দ্রুত সময়ের মধ্যে আমাদের উদ্ধার করা না হলে যেকোনো বড় ধরণের দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে এখানে। ফলে অন্য জাহাজগুলি এখানে না এসে তারা নগরবাড়ি এলাকায় নঙ্গর করে রয়েছে। তিনি দ্রুত সময়ের মধ্যে কৈটোলা এলাকার ডুবোচর অপসারণে ড্রেজিং কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
বাংলাদেশ নৌযান ফেডারেশন বাঘাবাড়ি নৌবন্দর শাখার সহ-সভাপতি আব্দুল ওয়াহাব মিয়া বলেন- নিয়ম অনুযায়ী যেখানে পানি কম ও ডুবো চর রয়েছে সেখানে বিআইডব্লিউটিএ এর পাইলটরা বয়া ও মার্কা স্থাপন করে জাহাজ চলাচল নির্বিঘ্ন করবেন। কিন্তু পাইলটদের অবহেলার কারণে এই নৌরুটের ওই সব স্থানের কোথাও বয়া ও মার্কা দেওয়া নেই। ফলে জাহাজ চলাচলকালে ডুবোচরে আটকা পড়ছে। বর্তমানে নগরবাড়িতে ৭টি ও কৈটোলায় একটি জাহাজ আটকা পড়ে আছে। তিনি দ্রুত সময়ের মধ্যে কৈটোলা এলাকায় ড্রেজিং সম্পন্ন করে এ জাহাজগুলো বাঘাবাড়ি নৌবন্দরে পৌছানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
বাঘাবাড়ি নৌবন্দর লেবার এজেন্ট আবুল হোসেন বলেন- এ নৌরুট দ্রুত সচল করা না হলে আসন্ন রবি ও ইরি-বোরো মৌসুমে উত্তরাঞ্চলের ১৬ জেলার ১৪টি বাফার গুদামে আপদকালীন সার মজুদ ও জ্বালানী তেল সরবরাহ বিঘ্ন সৃষ্টি হতে পারে। সেই সাথে বাঘাবাড়ি নৌবন্দরে জাহাজ না এলে প্রায় ২ হাজার শ্রমিক বেকার হয়ে যাবে। আমরাও আর্থিক ভাবে চরম লোকশানে পড়ে যাবো।
বিপিসির বাঘাবাড়ি ওয়েল ডিপোর ইনচার্জ ও যমুনা ওয়েল কোং এর ব্যবস্থাপক আবুল ফজল মো. সাদেকিন বলেন- বিষয়টি আমার জানা নেই। আমি খোজ খবর নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেবো। তিনি আরও বলেন, বাঘাবাড়িতে ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। ফলে এ ঘটনায় এই মূহুর্তে ডিজেলের উপরে তেমন কোনো প্রভাব পড়বে না।
বাঘাবাড়ি নৌবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক আসাদুজ্জামান জানান- বাঘাবাড়ী বন্দরটি দ্বিতীয় শ্রেনীর নৌ বন্দর। এখানে ৭ ফুট গভীরতার জাহাজ অনায়াসে চলাচল চলাচল করছে। বর্তমানে এই চ্যানেলে ৯ ফুট গভীরতা আছে। কোন ব্যবসায়ী যদি বেশি মুনাফার আসায় প্রথম শ্রেনীর জাহাজ এই দ্বিতীয় শ্রেনীর চ্যানেলে প্রবেশ করে তাহলে তো আটকে যেতেই পারে। ফলে এই দায়ভার নৌ বন্দর কর্তৃপক্ষের নয়।
T.A.S / T.A.S
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ
গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান
আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক
সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা
আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা
আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত
রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট
দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা
তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ