তৃতীয়বারের মত সাফা গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন

সেরা আর্থিক প্রতিবেদন ২০২৩ প্রকাশের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর কাছ থেকে গোল্ড অ্যাওয়ার্ড পেল গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এই নিয়ে তৃতীয়বারের মত সাফা’র গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
গত ১১ নভেম্বর, ২০২৪ তারিখ শ্রীলঙ্কার কলম্বোতে হোটেল সিনামন লেকসাইড এ জাঁকজমকপূর্ণভাবে ‘সাফা বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড’, ‘ইন্টিগ্রেটেড রিপোটিং অ্যাওয়ার্ড’ এবং ‘সার্ক এনিভার্সারি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সাফার সভাপতি হেসানা কুরুপ্পু’র কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ) এবং ডেপুটি কোম্পানি সেক্রেটারি মো. এনামুল হক, এফসিএস।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. পি. নন্দলাল বীরাসিংহ, সাফা’র স্থায়ী সচিব ড. জয়কুমার বাত্রা, ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়ালটন হাই-টেকের এএমডি এবং সিএফও মো. জিয়াউল আলম বলেন, “যেকোনো পুরস্কারপ্রাপ্তি উক্ত প্রতিষ্ঠানের জন্য অবশ্যই গৌরবের। ওয়ালটন আন্তর্জাতিক হিসাবরক্ষণ নীতি এবং দেশীয় সকল আইন মেনে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে, তারই স্বীকৃতি হিসেবে সাফা’র গোল্ড অ্যাওয়ার্ড অর্জন। সাফা কর্তৃপক্ষকে ওয়ালটন পরিবারের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এটা শুধু ওয়ালটন পরিবারের অর্জন নয়; এই অর্জন সমগ্র বাংলাদেশের। এ ধরনের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নিকট থেকে পুরস্কারপ্রাপ্তি ওয়ালটনের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে।”
সাফা হচ্ছে সার্কভুক্ত দেশগুলোর অ্যাকাউন্টিং পেশার মান উন্নয়নের লক্ষ্যে ক্রমাগতভাবে কাজ করে যাওয়া একটি প্রতিষ্ঠান, যা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। সাফা’র অন্যতম প্রধান প্রতিপাদ্য বিষয় হচ্ছে- আন্তর্জাতিক হিসাবরক্ষণ নীতি অনুযায়ী যেসব প্রতিষ্ঠান আর্থিক প্রতিবেদন প্রেজেন্টশন এবং ডিসক্লোজারে সর্বোচ্চ গুণগতমান রক্ষা করে তাদেরকে পুরস্কৃত করা। এরই ধারাবাহিকতায় ওয়ালটন পূর্ববর্তী বছরের মত এবারও গোল্ড অ্যাওয়ার্ডে ভূষিত হলো। এবার ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে ওয়ালটন গোল্ড পেয়েছে যৌথভাবে।
T.A.S / T.A.S

সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশন (সিটিএসডি), গুলশান হাব, ঢাকা” নতুন ঠিকানায় স্থানান্তরিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 'বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫'

এআই-ভিত্তিক ও আরও উন্নত শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক উন্মোচন করলো হুয়াওয়ে

এআই সুবিধাসহ এক্স৭ডি স্মার্টফোন নিয়ে আসছে অনার, অগ্রিম বুকিং শুরু ৪ অক্টোবর থেকে

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড

এভারকেয়ার হসপিটালে বিশ্ব হার্ট ডে উদযাপন

বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্রেডিট গ্যারান্টি স্কিম (FICGS)’ এ অংশ নিল কমিউনিটি ব্যাংক

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮৯তম সভা অনুষ্ঠিত

এউইবিতে ইউজিসির তিন সদস্যের পরিদর্শন দল

বাংলাদেশে কার্ড ছাড়াই ইএমআই সুবিধা নিয়ে এলো টপপে

ওয়ালটন কম্পিউটার ডাবল ধামাকা অফার, নিশ্চিত উপহার ও ডিসকাউন্টসহ ই-বাইক পাওয়ার সুযোগ
