ঘোড়াশালে ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা
শীত বাড়ার সঙ্গে সঙ্গে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের ঐতিহ্যবাহী সাপ্তাহিক বাজার সরগরম হয়ে উঠেছে। এখানকার ফুটপাতে এখন শীতবস্ত্র বেচা-কেনায় ব্যস্ত সময় পার করছে ক্রেতা-বিক্রেতারা।
প্রতি সপ্তাহের শুক্রবার ও সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত বসে এই বাজারটি। এ সময় ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় জমজমাট হয়ে উঠে বাজার এলাকাটি। পাশের আলোকসজ্জিত বড় বড় মার্কেটের দোকানগুলোতে বেচা-কেনা কম থাকলেও ফুটপাতের বাজারে গরম কাপড়ের বিক্রি বেড়েছে আগের চেয়েও বেশি।
কম দামে কাপড় কিনতে ক্রেতারা ফুটপাতের দোকানে ভিড় করছেন। শীতের আগমনকে ঘিরে মৌসুমী হকারদের সংখ্যাও দেখা গেছে বেশি। তবে এখানে পুরুষ ক্রেতার চেয়ে মহিলা ক্রেতাই বেশি দেখা গেছে। এই ফুটপাতে শীতের চাদর, জ্যাকেট, সোয়েটার, কম্বল, মোটা কাপড়ের গেঞ্জি, হুডি, মাফলার, কমফোর্টার, হাতমোজা, কানটুপিসহ সব ধরনের শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।
ফুটপাতের দোকানদার শফিকুল ইসলাম বলেন, এই বাজারে ক্রেতারা কাপড় কেনার চেয়ে নাড়াচাড়া করেন বেশি। এমনিতেই ভেতরের দোকানগুলো থেকে কম দামে কাপড় বিক্রি করি। তারপরও ক্রেতারা যে দাম বলে, আমাদের কিনা দামের চেয়ে কম। কিছু বলার থাকে না তখন। কারণ ১০ জন দেখবে একজন কিনবে।
কিশোরগঞ্জ থেকে আসা উমা বণিক নামে এক ক্রেতা বলেন, এই ফুটপাতের বাজার খুবই ভাল। বাজারের অধিকাংশ দোকানেই নরসিংদীর বাবুরহাটের কাপড় বিক্রি হচ্ছে। তাই কম দামে নিত্যনতুন জামাকাপড় পাওয়া যায় এই বাজারে। কালিহাতি থেকে বেড়াতে আসা তিথি ও পায়েল নামের দুই বোন বলেন, বড় বড় মার্কেটে কাপড়ের দাম অনেক বেশি। তার বিপরীতে এসব দোকানে নতুন কাপড়ের দাম তুলনামূলক কম, কাপড়ের মানও ভাল। তাই বেড়াতে এসেও এখানকার দোকানে এসেছি কাপড় কিনতে। কয়েকটি দোকান ঘুরে আমাদের প্রিয় মানুষের জন্য কাপড় কিনলাম।
অনন্ত নামে আরেক ক্রেতা বলেন, যে চাদর ও সোয়েটার আমি এখান থেকে সাড়ে চারশ টাকা দিয়ে কিনেছি, সেটা মার্কেটের দোকানে গেলে এগারশ থেকে বারশো টাকা লাগতো।
দোকানের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন ধরনের শাল ও চাদরের দাম পরে ৩০০ টাকা থেকে ৫০০ টাকা, সোয়েটার ২৫০ টাকা থেকে ৫৫০ টাকা, কাপড়ের জুতা ১৫০ টাকা থেকে ২৫০ টাকা, জ্যাকেট ৫০০ থেকে ৮৫০ টাকা, গরম কাপড়ের তৈরি প্যান্ট ২০০ টাকা থেকে ৩৮০ টাকা, পায়জামা ১২০ টাকা থেকে ৩৫০ টাকা, টুপিওয়ালা গেঞ্জি ১৩০ টাকা থেকে ২২০ টাকা, টুপি ১০০ টাকা থেকে ২২০ টাকা, মাফলার পাওয়া যায় ১০০ টাকা থেকে ২২০ টাকার মধ্যে, কম্বল ২৫০ টাকা থেকে ৩৫০ টাকা, বিদেশী কম্বল ২০০০ টাকা থেকে ৩৫০০ টাকা।
T.A.S / T.A.S
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল