ঢাকা মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

ঘোড়াশালে ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৯-১১-২০২৪ দুপুর ১২:১৭

শীত বাড়ার সঙ্গে সঙ্গে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের ঐতিহ্যবাহী সাপ্তাহিক বাজার সরগরম হয়ে উঠেছে। এখানকার ফুটপাতে এখন শীতবস্ত্র বেচা-কেনায় ব্যস্ত সময় পার করছে ক্রেতা-বিক্রেতারা।

প্রতি সপ্তাহের শুক্রবার ও সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত বসে এই বাজারটি। এ সময় ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় জমজমাট হয়ে উঠে বাজার এলাকাটি। পাশের আলোকসজ্জিত বড় বড় মার্কেটের দোকানগুলোতে বেচা-কেনা কম থাকলেও ফুটপাতের বাজারে গরম কাপড়ের বিক্রি বেড়েছে আগের চেয়েও বেশি।

কম দামে কাপড় কিনতে ক্রেতারা ফুটপাতের দোকানে ভিড় করছেন। শীতের আগমনকে ঘিরে মৌসুমী হকারদের সংখ্যাও দেখা গেছে বেশি। তবে এখানে পুরুষ ক্রেতার চেয়ে মহিলা ক্রেতাই বেশি দেখা গেছে। এই ফুটপাতে শীতের চাদর, জ্যাকেট, সোয়েটার, কম্বল, মোটা কাপড়ের গেঞ্জি, হুডি, মাফলার, কমফোর্টার, হাতমোজা, কানটুপিসহ সব ধরনের শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

ফুটপাতের দোকানদার শফিকুল ইসলাম বলেন, এই বাজারে ক্রেতারা কাপড় কেনার চেয়ে নাড়াচাড়া করেন বেশি। এমনিতেই ভেতরের দোকানগুলো থেকে কম দামে কাপড় বিক্রি করি। তারপরও ক্রেতারা যে দাম বলে, আমাদের কিনা দামের চেয়ে কম। কিছু বলার থাকে না তখন। কারণ ১০ জন দেখবে একজন কিনবে।

কিশোরগঞ্জ থেকে আসা উমা বণিক নামে এক ক্রেতা বলেন, এই ফুটপাতের বাজার খুবই ভাল। বাজারের অধিকাংশ দোকানেই নরসিংদীর বাবুরহাটের কাপড় বিক্রি হচ্ছে। তাই কম দামে নিত্যনতুন জামাকাপড় পাওয়া যায় এই বাজারে। কালিহাতি থেকে বেড়াতে আসা তিথি ও পায়েল নামের দুই বোন বলেন, বড় বড় মার্কেটে কাপড়ের দাম অনেক বেশি। তার বিপরীতে এসব দোকানে নতুন কাপড়ের দাম তুলনামূলক কম, কাপড়ের মানও ভাল। তাই বেড়াতে এসেও এখানকার দোকানে এসেছি কাপড় কিনতে। কয়েকটি দোকান ঘুরে আমাদের প্রিয় মানুষের জন্য কাপড় কিনলাম।

অনন্ত নামে আরেক ক্রেতা বলেন, যে চাদর ও সোয়েটার আমি এখান থেকে সাড়ে চারশ টাকা দিয়ে কিনেছি, সেটা মার্কেটের দোকানে গেলে এগারশ থেকে বারশো টাকা লাগতো।

দোকানের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন ধরনের শাল ও চাদরের দাম পরে ৩০০ টাকা থেকে ৫০০ টাকা, সোয়েটার ২৫০ টাকা থেকে ৫৫০ টাকা, কাপড়ের জুতা ১৫০ টাকা থেকে ২৫০ টাকা, জ্যাকেট ৫০০ থেকে ৮৫০ টাকা, গরম কাপড়ের তৈরি প্যান্ট ২০০ টাকা থেকে ৩৮০ টাকা, পায়জামা ১২০ টাকা থেকে ৩৫০ টাকা, টুপিওয়ালা গেঞ্জি ১৩০ টাকা থেকে ২২০ টাকা, টুপি ১০০ টাকা থেকে ২২০ টাকা, মাফলার পাওয়া যায় ১০০ টাকা থেকে ২২০ টাকার মধ্যে, কম্বল ২৫০ টাকা থেকে ৩৫০ টাকা, বিদেশী কম্বল ২০০০ টাকা থেকে ৩৫০০ টাকা।

T.A.S / T.A.S

মেডিক্যাল চান্স পাওয়া পাবনার শিক্ষার্থী মেঘলার সব দায়িত্ব নিলেন পাবনার জেলা প্রশাসক

উলিপুরে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

গলাচিপায় নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মান্দায় ভারতীয় জাল রুপিসহ আ.লীগ নেতা আটক

সিলেটে ২ দিনে ১ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ

চন্দনাইশে আটককৃত পাহাড়ি সন্ত্রাসীদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে দ্রুত পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণ ও চিকিৎসায় ভোগান্তি বন্ধে মানব বন্ধন

আপনারা নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে, যারা পারবে তাদের পথ সুগম করেন: দুদু

খানসামায় নদীর বালু হরিলুট করছে ইউপি সদস্য

এম এ আজিজ স্টেডিয়ামের চুক্তি বাতিল না করলে বৃহত্তর আন্দোলন: বক্কর

নেত্রকোনার সীমান্তে ৩১ বিজিবির অভিযানঃ ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ

কমলগঞ্জে পূর্ব বিরোধের জের ১ জনকে কুপিয়ে হত্যা