শিবচরে হত্যা মামলার প্রধান আসামি শাহাদাত গ্রেফতার

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আর্য্য দত্তপাড়া গ্রামে গত ১১ নভেম্বর এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় হত্যা মামলার প্রধান আসামী ড.শাহাদাত হোসেনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল।
গতকাল বুধবার সন্ধ্যার পরে র্যাব- ০১ এর একটি দল ঢাকার খিলখেত এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেফতার করে তাদের কর্যালয়ে নিয়ে যান। পরে শিবচর থানায় আসামীকে গ্রেফতারের ঘটনাটি অবগত করা হলে থানা থেকে ওই মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এসআই ইমরান হোসেন গিয়ে রাত ১০ টার দিকে আসামীকে গ্রহণ করে রাতেই শিবচর থানায় নিয়ে আসেন।
উল্লেখ্য , এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১০ নভেম্বর রাতে ড. শাহাদাত বাহিনী ও মালেক মোল্লা বাহিনীর মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এতে ৬ জন আহত হয়। পরদিন ১১ নভেম্বর দুপুরে কাজের সার্থে হিরু মাদবর (৩৫) নামক এক রাজমিস্ত্রীকে শাহাত বাহিনীর গ্রামের সামনে একা পয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পাশের একটি পুকুরে ফেলে দেয়। মৃত্যু হিরু ওই এলাকার গরীব কৃষক সেকান মাদবরের ছেলে। পরে খবর পেয়ে শিবচর থানার পুলিশ এলাবাসীর সহোযোগিতায় মৃত হিরুকে ওই পুকুর থেকে তুলে দত্তপাড়া ফাঁড়িতে নিয়ে যান। পরে প্রয়োজনীয় কাজ শেষ করে মৃত হিরু মাদবরের লাশ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠিয়ে দেন। পরদিন লাশ এলাকায় আসার পরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।পরে ধর্মীয় রিতি অনুযায়ী তাঁর লাশ দাফন করা হয়।
নিহতের বাবা সেকান মাদবর বাদি হয়ে গত ১২ নভেম্বর ওই ঘটনায় ৬৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা শিবচর থানায় রজু করা হয়। প্রধান আসামী হিসেবে ড. শাহাদাত এর নাম উল্লেখ রয়েছে। এর পর থেকে আসামীরা পালাতক অবস্থায় রয়েছে। ওই ঘটনায় এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজমান রয়েছে। আহতরা চিকিৎসা শেষে যার যার বাড়ি চলে গিয়েছে বলে জানা যায়।
ভুক্তভোগীদের দাবি অতিদ্রুত যেন বাকি আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন এর নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দত্তপাড়া এলাকায় সংঘটিত ঘটনায় হত্যা মামলার প্রধান আসামী শাহাদাত হোসেনকে গতকাল সন্ধ্যার পরে র্যাব - ০১ এর একটি টিম ঢাকার খিলখেত এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে আসামীকে আমাদের নিকট হস্তান্তর করলে দায়িত্বরত অফিসার ওই রাতেই তাকে শিবচর থানায় নিয়ে আসেন। আজ সকালে আসামীকে যথাযথ নিরাপত্তার মাধ্যমে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদেরকেও গ্রেফতারের বিষয়ে অভিযান চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম

মৃত্যুর এক বছর পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

রোহিঙ্গা নারী ও মেয়েদের সুরক্ষার ঝুঁকি ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার ওপর একশনএইড এর গবেষণা

রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

চৌগাছায় কৃষকদের মাঝে মাষকলাই বীজ ও রাসয়নিক সার বিতরন

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস

বারহাট্টার বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান খান রেজভীর চেহলাম অনুষ্ঠিত

খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা, প্রেমঘটিত কারণে হতাশা

বরগুনার পাথরঘাটা বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর

অভিভাবকসুলভ প্রধান শিক্ষক মোছা’র বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন
