নতুন র্যানসমওয়্যার শনাক্ত করেছে ক্যাসপারস্কি

‘ইয়ামির’ নামের একটি নতুন র্যানসমওয়্যার শনাক্ত করেছে ক্যাসপারস্কি’র গ্লোবাল ইমারজেন্সি রেসপন্স টিম। হামলাকারীরা কর্মীদের তথ্য চুরি করে এই র্যানসমওয়্যারটি ব্যবহার করছে। ইয়ামির’তে ফাইল লুকানোর জন্য উন্নত কৌশল ও শক্তিশালী এনক্রিপশন ব্যবহার করা হয়েছে যাতে এটি শনাক্ত করা কঠিন হয় এবং একইসাথে হামলাকারীরা নির্দিষ্ট ফাইলগুলো টার্গেট করতে পারে।
নতুন এই র্যানসমওয়্যারটি হামলাকারীদের গোপনীয়তা ও নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়াতে ডিজাইন করা হয়েছে। এই র্যানসমওয়্যার মেমোরিকে ম্যানিপুলেট করতে ম্যালোক, মেমমুভ এবং মেমকএমপির মতো ফাংশন ব্যবহার করে কম্পিউটারের মেমোরিতে সরাসরি কোড চালায়। ইয়ামির অন্যান্য র্যানসমওয়ার থেকে ভিন্ন এবং শনাক্ত করা বেশ কঠিন। এছাড়া, হামলাকারীরা ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে হোয়াইটলিস্টে থাকা নির্দিষ্ট ফাইলগুলি বাদ দিয়ে এনক্রিপ্ট করার জন্য অন্য ফাইলগুলো ব্যবহার করতে পারে।
ক্যাসপারস্কি গ্লোবাল ইমার্জেন্সি রেসপন্স টিম-এর ইনসিডেন্ট রেসপন্স স্পেশালিস্ট ক্রিস্টিয়ান সুজা বলেন, “কলম্বিয়ার একটি প্রতিষ্ঠানে সাইবার হামলার একটি ঘটনা পর্যবেক্ষণ করে ক্যাসপারস্কির বিশেষজ্ঞরা দেখেছেন, হামলাকারীরা প্রথমে রাস্টিস্টিলার ম্যালওয়্যার ব্যবহার করে ঐ প্রতিষ্ঠানের তথ্য চুরি করেছে এবং পরে তাদের ডিভাইসে নিয়ন্ত্রণ নিতে র্যানসমওয়্যার ইনস্টল করে দিয়েছে। তথ্য চুরি ও র্যানসমওয়্যারের পেছনে যদি একই হামলাকারীরা থাকে, তাহলে এটি সাধারণ র্যানসমওয়্যার-এস-এ-সার্ভিস (আরএএএস) গ্রুপের কাজ না। এটি হামলাকারীদের ভিন্ন পদ্ধতি ব্যবহারের নতুন সংকেত হতে পারে।”
ক্রিস্টিয়ান সুজা আরও বলেন, “ইয়ামির র্যানসমওয়্যার হামলার কাজ দ্রুত ও নিরাপদ করতে অত্যাধুনিক এনক্রিপশন অ্যালগারিদম ‘চাচা২০’ ব্যবহার করেছে। তবে হামলাকারীরা কোনও চুরি করা ডাটা ফাঁস করেনি বা অর্থ দাবি করেনি এবং কোনও পরিচিত গ্রুপের সাথে তাদের সংযোগ নেই। তবে আমরা এখনও আন্ডারগ্রাউন্ড মার্কেটে নতুন কোনও র্যানসমওয়্যার গ্রুপের উত্থান লক্ষ্য করিনি। সাধারণত, হামলাকারীরা মুক্তিপণ আদায়ের জন্য ক্ষতিগ্রস্থদের চাপ দিতে গোপন ফোরাম বা পোর্টাল ব্যবহার করে, যা ইয়ামির’এর ক্ষেত্রে হয় নি। এই পরিপ্রেক্ষিতে, এর পিছনে অন্য কোন গ্রুপ রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে এবং আমরা ধারণা করছি এটি একটি নতুন প্রচারণা হতে পারে।”
এমএসএম / এমএসএম

সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশন (সিটিএসডি), গুলশান হাব, ঢাকা” নতুন ঠিকানায় স্থানান্তরিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 'বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫'

এআই-ভিত্তিক ও আরও উন্নত শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক উন্মোচন করলো হুয়াওয়ে

এআই সুবিধাসহ এক্স৭ডি স্মার্টফোন নিয়ে আসছে অনার, অগ্রিম বুকিং শুরু ৪ অক্টোবর থেকে

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড

এভারকেয়ার হসপিটালে বিশ্ব হার্ট ডে উদযাপন

বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্রেডিট গ্যারান্টি স্কিম (FICGS)’ এ অংশ নিল কমিউনিটি ব্যাংক

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮৯তম সভা অনুষ্ঠিত

এউইবিতে ইউজিসির তিন সদস্যের পরিদর্শন দল

বাংলাদেশে কার্ড ছাড়াই ইএমআই সুবিধা নিয়ে এলো টপপে

ওয়ালটন কম্পিউটার ডাবল ধামাকা অফার, নিশ্চিত উপহার ও ডিসকাউন্টসহ ই-বাইক পাওয়ার সুযোগ
