ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নতুন র‍্যানসমওয়্যার শনাক্ত করেছে ক্যাসপারস্কি


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৪-১১-২০২৪ দুপুর ৩:৪৪

‘ইয়ামির’ নামের একটি নতুন র‍্যানসমওয়্যার শনাক্ত করেছে ক্যাসপারস্কি’র গ্লোবাল ইমারজেন্সি রেসপন্স টিম। হামলাকারীরা কর্মীদের তথ্য চুরি করে এই র‍্যানসমওয়্যারটি ব্যবহার করছে। ইয়ামির’তে ফাইল লুকানোর জন্য উন্নত কৌশল ও শক্তিশালী এনক্রিপশন ব্যবহার করা হয়েছে যাতে এটি শনাক্ত করা কঠিন হয় এবং একইসাথে হামলাকারীরা নির্দিষ্ট ফাইলগুলো টার্গেট করতে পারে।
 
নতুন এই র‍্যানসমওয়্যারটি হামলাকারীদের গোপনীয়তা ও নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়াতে ডিজাইন করা হয়েছে। এই র‍্যানসমওয়্যার মেমোরিকে ম্যানিপুলেট করতে ম্যালোক, মেমমুভ এবং মেমকএমপির মতো ফাংশন ব্যবহার করে কম্পিউটারের মেমোরিতে সরাসরি কোড চালায়। ইয়ামির অন্যান্য র‍্যানসমওয়ার থেকে ভিন্ন এবং শনাক্ত করা বেশ কঠিন। এছাড়া, হামলাকারীরা ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে হোয়াইটলিস্টে থাকা নির্দিষ্ট ফাইলগুলি বাদ দিয়ে এনক্রিপ্ট করার জন্য অন্য ফাইলগুলো ব্যবহার করতে পারে।
 
ক্যাসপারস্কি গ্লোবাল ইমার্জেন্সি রেসপন্স টিম-এর ইনসিডেন্ট রেসপন্স স্পেশালিস্ট ক্রিস্টিয়ান সুজা বলেন, “কলম্বিয়ার একটি প্রতিষ্ঠানে সাইবার হামলার একটি ঘটনা পর্যবেক্ষণ করে ক্যাসপারস্কির বিশেষজ্ঞরা দেখেছেন, হামলাকারীরা প্রথমে রাস্টিস্টিলার ম্যালওয়্যার ব্যবহার করে ঐ প্রতিষ্ঠানের তথ্য চুরি করেছে এবং পরে তাদের ডিভাইসে নিয়ন্ত্রণ নিতে র‍্যানসমওয়্যার ইনস্টল করে দিয়েছে। তথ্য চুরি ও র‍্যানসমওয়্যারের পেছনে যদি একই হামলাকারীরা থাকে, তাহলে এটি সাধারণ র‍্যানসমওয়্যার-এস-এ-সার্ভিস (আরএএএস) গ্রুপের কাজ না। এটি হামলাকারীদের ভিন্ন পদ্ধতি ব্যবহারের নতুন সংকেত হতে পারে।”
 
ক্রিস্টিয়ান সুজা আরও বলেন, “ইয়ামির র‍্যানসমওয়্যার হামলার কাজ দ্রুত ও নিরাপদ করতে অত্যাধুনিক এনক্রিপশন অ্যালগারিদম ‘চাচা২০’ ব্যবহার করেছে। তবে হামলাকারীরা কোনও চুরি করা ডাটা ফাঁস করেনি বা অর্থ দাবি করেনি এবং কোনও পরিচিত গ্রুপের সাথে তাদের সংযোগ নেই। তবে আমরা এখনও আন্ডারগ্রাউন্ড মার্কেটে নতুন কোনও র‍্যানসমওয়্যার গ্রুপের উত্থান লক্ষ্য করিনি। সাধারণত, হামলাকারীরা মুক্তিপণ আদায়ের জন্য ক্ষতিগ্রস্থদের চাপ দিতে গোপন ফোরাম বা পোর্টাল ব্যবহার করে, যা ইয়ামির’এর ক্ষেত্রে হয় নি। এই পরিপ্রেক্ষিতে, এর পিছনে অন্য কোন গ্রুপ রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে এবং আমরা ধারণা করছি এটি একটি নতুন প্রচারণা হতে পারে।”

এমএসএম / এমএসএম

‘‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়’’

ন্যাশনাল ব্যাংকের "কার্ড বিজনেস সম্মেলন" অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৮তম সভা অনুষ্ঠিত

ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে এগিয়ে এলো ‘স্বপ্ন’

অবকাঠামো নির্মাণে ৯৫ ভাগ ক্ষেত্রে বায়ুদূষণ বিধিমালা পালন করা হচ্ছে না, প্রকল্পকে জরিমানা জরুরি

মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের ধানমন্ডি এক্সটেনশন শাখা

কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় পরপর তৃতীয় বার যমুনা ব্যাংক

কমিউনিটি ব্যাংক’র এর সঙ্গে প্রিয়শপ ও ইনসাইটস জিনি’র চুক্তি

সৈয়দপুর বিমানবন্দরে এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৫ অনুষ্ঠিত

রূপায়ণ সিটি ও বার্জার পেইন্টসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

লিড প্লাটিনাম সনদ পেল ওয়ালটনের পরিবেশবান্ধব মোল্ড অ্যান্ড ডাই ফ্যাক্টরি

পঞ্চমবারের মতো গার্টনারের স্বীকৃতি পেলো হুয়াওয়ের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সল্যুশন