এবার গুগল টিভি বাজারে আনলো স্মার্ট টেকনোলজি

বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে নিজেদের ব্র্যান্ডের গুগল টিভি উন্মোচন করেছে জাপানের সনি’র প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট। ২১ নভেম্বর, টেলিভিশন দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর শ্যামলীতে অবস্থিত সনি-স্মার্টের নিজস্ব বিক্রয় কেন্দ্রে স্যাফরন কেক কেটে নতুন এই গুগল টিভি উন্মোচন করে প্রতিষ্ঠানটি।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক মো. তানভীর হোসেন নতুন এই গুগল টিভি উন্মোচন করেন। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ওভারসিজ বিজনেস হেড মিস নুরুল আইন ওমর, সনি-স্মার্ট মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী এবং উপমহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান।
এসময় তানভীর হোসেন বলেন, আমাদের দৈনন্দিন বিনোদনের চাহিদা পূরণে একসময় টেলিভিশনের গুরুত্ব ছিলো ব্যাপক। কিন্তু প্রযুক্তির ছোঁয়া এবং স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়ায় এর জনপ্রিয়তা কমে গিয়েছিলো। তবে, সাম্প্রতিক সময়ে প্রযুক্তির সংমিশ্রণ টেলিভিশন তার হারানো জৌলুস ফিরে পেতে চলেছে। যার পেছনে অন্যতম কারিগর হিসেবে গুগলের প্রভাব অপরিসীমই বলা যায়। কারণ, গুগল অপারেটিং সিস্টেমই পুরোনো টেলিভিশনগুলোকে আধুনিকায়ণ করে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে নিচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে বাসায় একটা স্মার্ট টিভি নেই এমন পরিবারের সংখ্যা কিন্তু একদমই হাতে গোনা। আর সেই দৌড়ে পাল্লা দিচ্ছে- কার টিভি কত বড় আর কত স্মার্ট। সেই দৌড়ে অংশ নিতেই দেশীয় ব্র্যান্ড হিসেবে আমরাও গুগলের সঙ্গী হয়েছি। আজ থেকে সারাদেশের সনি-স্মার্টের শোরুমগুলোতে পাওয়া যাবে আমাদের স্মার্ট-গুগল টিভি। আপনারা জেনে খুশি হবেন, আমাদের ৭টি স্ক্রীন সাইজের টিভিই ফোরকে রেজ্যুলেশনের। যার মাধ্যমে উপভোগ করা যাবে আরো উজ্জ্বল ও ঝকঝকে ছবি।
অনুষ্ঠানে নতুন এই স্মার্ট-গুগল টিভি উন্মোচন উপলক্ষে উপহারের পাশাপাশি আকর্ষনীয় মূল্যসহ নতুন অফার ঘোষণা করে প্রতিষ্ঠানটি। এই বিষয়ে সনি-স্মার্টের মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী বলেন, আমাদের গ্রাহকরা নিশ্চিত উপহার হিসেবে প্রতিটি স্মার্ট-গুগল টিভির সাথে একটি স্মার্ট পাওয়ার ব্যাংক পাবেন। এছাড়াও প্রতিটি টিভিতে থাকছে লঞ্চিং স্পেশাল প্রাইজ এবং প্রতিটি স্মার্ট-গুগল টিভি ক্রেতারা বিনা সুদে ৬ মাসের ইএমআইতে ৪টি ভিন্ন কনফিগারেশনের ১৬ দশমিক ৬ ইঞ্চির স্মার্ট ফ্লেয়ারেজ ল্যাপটপ ক্রয়ে বিশেষ সুবিধা পাবেন। যেমন মাত্র ৭৫০০ টাকায় কোর আই থ্রি ল্যাপটপ নিয়ে যেতে পারবেন গ্রাহকরা।
তিনি আরও বলেন, নতুন অফারে গুগল-স্মার্ট টিভির ৫৬,৯০০ টাকা মূল্যের ৪৩ ইঞ্চির দাম ৩৯,৯০০ টাকা, ৬৮,৯০০ টাকা মূল্যের ৫০ ইঞ্চির দাম ৪৯,৯০০ টাকা, ৮১,৯০০ টাকা মূল্যের ৫৫ ইঞ্চির দাম ৫৯,৯০০ টাকা, ১০৬,৯০০ টাকা মূল্যের ৬৫ ইঞ্চির দাম ৭৯,৯০০ টাকা, ১৭৫,৯০০ টাকা মূল্যের ৭৫ ইঞ্চির দাম ১২৯,৯০০ টাকা, ২৫১,৯০০ টাকা মূল্যের ৮৫ ইঞ্চির দাম ১৫৯,৯০০ টাকা এবং ৬২৯,৯০০ টাকা মূল্যের ১০০ ইঞ্চির দাম ৪৪৯,৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই মূল্য শুধুমাত্র অফার চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য বলেও জানান তিনি।
নতুন এই স্মার্ট-গুগল টিভি উন্মোচন অনুষ্ঠানে সনি-স্মার্টের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে। বর্তমানে সারা দেশে ২৫টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট। দ্রুত সময়ের শোরুম সংখ্যা অর্ধশতকের মাইলফলক পেরুবে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম

সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশন (সিটিএসডি), গুলশান হাব, ঢাকা” নতুন ঠিকানায় স্থানান্তরিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 'বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫'

এআই-ভিত্তিক ও আরও উন্নত শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক উন্মোচন করলো হুয়াওয়ে

এআই সুবিধাসহ এক্স৭ডি স্মার্টফোন নিয়ে আসছে অনার, অগ্রিম বুকিং শুরু ৪ অক্টোবর থেকে

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড

এভারকেয়ার হসপিটালে বিশ্ব হার্ট ডে উদযাপন

বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্রেডিট গ্যারান্টি স্কিম (FICGS)’ এ অংশ নিল কমিউনিটি ব্যাংক

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮৯তম সভা অনুষ্ঠিত

এউইবিতে ইউজিসির তিন সদস্যের পরিদর্শন দল

বাংলাদেশে কার্ড ছাড়াই ইএমআই সুবিধা নিয়ে এলো টপপে

ওয়ালটন কম্পিউটার ডাবল ধামাকা অফার, নিশ্চিত উপহার ও ডিসকাউন্টসহ ই-বাইক পাওয়ার সুযোগ
