ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরে ৬ মাসে ৫১৪ জন নারী নির্যাতনের শিকার


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৮-১১-২০২৪ দুপুর ৪:৩৫

গাজীপুরের পাঁচটি উপজেলায় গত ৬ মাসে ৫১৪ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন ২১৩ জন, যৌতুকের জন্য নির্যাতনের শিকার ২০ জন, ফেসবুকে হয়রানির শিকার ১২ জন নারী। এর মধ্যে শিশুসহ স্কুলশিক্ষার্থী ১৫ জন। চলতি বছরের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত আইন ও সালিশের অগ্নি প্রকল্পের সিএসও সদস্যদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের পরিসংখ্যান এটি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় গাজীপুরে আইন ও সালিশ কেন্দ্রের মিলনায়তনে অগ্নি প্রকল্প নারীর প্রতি সহিংসতা অর্ধবার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরা হয়।

পরিসংখ্যান অনুযায়ী আইনি সেবা প্রয়োজন ছিল ১৪৫ জন নারীর। চিকিৎসাসেবা প্রয়োজন ছিল ২৯ জনের, মনস্তাত্ত্বিক পরামর্শ সেবা প্রয়োজন ছিল ১৬১ জনের, আশ্রয় সেবা প্রয়োজন ছিল ৯ জনের।

অগ্নি প্রকল্পের আওতায় প্রাথমিক কাউন্সিলিং সেবা প্রদান করা হয় ১৫৭ জন নারীকে, আইনি সহায়তার জন্য পরামর্শ দেওয়া হয় ৫১ জনকে, সিএসওয়ের উদ্যোগে স্থানীয়পর্যায়ে সালিশের ব্যবস্থা করা হয় ১৬ জনের, চিকিৎসার জন্য প্রেরণ করা হয় ৫ জনকে, পরামর্শের ভিত্তিতে আদালতে মামলা করেন ১৬ জন।

এ সময় তারা গত ৬ মাসের গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে সংগৃহীত পরিসংখ্যান তুলে ধরেন। সেখানে মোট ৬৯ জন নারী নির্যাতনের শিকারের তথ্য উঠে আসে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ১৬ জন, বিভিন্ন ভাবে হত্যার শিকার ১৭ জন, ধর্ষণ পরবর্তী হত্যার শিকার ৪, লাশ উদ্ধার হয়েছে ১২ জনের, ধর্ষণের কারণে আত্মহত্যার চেষ্টা করেছেন ৫ জন। এছাড়া শারীরিক নির্যাতনের শিকার ১২ জন এবং শারীরিক নির্যাতনের পর আত্মহত্যা করেছে ৩ জন।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল ও গাজীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ। পরিচয়পর্বের চিত্র তুলে ধরেন মনিটরিং অফিসার জান্নাতুল আনজুম অর্পি।

চ্যালেঞ্জ মোকাবিলা ও প্রকল্পের লক্ষ্য অর্জনে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন আইন ও সালিশ কেন্দ্রের সমন্বয়কারী আসমা খানব রুবা। অগ্নি প্রকল্পের অর্জন, চ্যালেঞ্জ ও সার্বিক বিষয়ে আলোচনা করেন জেলা ব্যবস্থাপক আসাদুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন একাউন্টস্ এন্ড এডমিন অফিসার পেমেলিয়া সাহা ও ডাটা কনসালটেন্ট মহসীন আলী।

T.A.S / T.A.S

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন

বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা

মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ

রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন

তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি

জয়পুরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হলেন আনোয়ারুল হক আনু