ঢাকা বৃহষ্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

পাহাড়ে শান্তি ফেরাতে হলে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ২-১২-২০২৪ দুপুর ৩:৪৬

পাহাড়ে শান্তি ফেরাতে হলে অবশ্যই পার্বত্য শান্তিচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া বিকল্প কোনো পথ নেই। পার্বত্য শান্তি চুক্তি জেএসএস’র সাথে কোনো রাজনৈতিক দলের চুক্তি হয়নি। চুক্তি হয়েছে সরকারের সাথে। তাই যেই সরকারই ক্ষমতায় আসুক সেই সরকারকে এই শান্তিচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।
সোমবার (২ ডিসেম্বর) পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি ও জেএসএস’র শীর্ষ নেতা উষাতন তালুকদার এমন মন্তব্য করেছেন। 
তিনি বলেন, ১৯৯৭ই এই দিনে পাহাড়ের অশান্ত পরিস্থিতি দূর করতেই শান্তিচুক্তি হয়েছিল। কিন্তু চুক্তির দীর্ঘ ২৭ বছর পার হয়ে গেলেও এখনো চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। এতে করে এখানকার জনগোষ্ঠীর মধ্যে প্রতিনিয়ত ভাতৃঘাতিক সংঘাত সৃষ্টি হচ্ছে। অশান্তি অভয়ারন্তে পরিণত হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। 
তিনি ইউপিডিএফকে উদ্দেশ্য করে বলেন, চুক্তি বিরোধী একটি পক্ষ আমাদের জুম্ম জনগণকে বিভ্রান্তির মধ্যে রাখতে চাইছে। আমাদের কর্মীদেরকে আজকের সমাবেশে না আসার জন্য বিভিন্ন জায়গায় হুমকি-ধামকি দিয়েছে। বাঘাইছড়ি ও নানিয়ারচর থেকে অনেক কর্মী সমাবেশে যোগ দিতে পারেনি। এটি খুবই দুঃখজনক। 
জেলা পরিষদ পুর্ণগঠন নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। 
তিনি বলেন, বর্তমান অন্তবর্তী সরকার পার্বত্য চুক্তির তোয়াক্কা না করে জেলা পরিষদ গঠন করেছে। পার্বত্য চুক্তি হচ্ছে আমাদের অধিকার। আমাদের এখানকার জনগণ নির্ধারণ করবে জেলা পরিষদের কারা প্রতিনিধি হবে না হবে। কিন্তু ওনারাই যদি প্রতিনিধি নির্ধারণ করে তা দূর্ভাগ্যজনক। 
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে ভুমি সমস্যা বেড়েই চলেছে। চুক্তি মোতাবেক গঠিত প্রতিষ্ঠানগুলো কার্যকর না হওয়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। তাই দ্রুত শান্তিচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে অন্তবর্তী সরকারের কাছে আহ্বান জানান জেএসএস’র শীর্ষ এই নেতা।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সহ-সাধারণ সম্পাদক উ উইন মং জলির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ শিশির চাকমা, জনসংহতি সমিতির বিষয়ক সম্পাদক মহা ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা, মহিলা সমিতির নেত্রী আশিকা চাকমা, জনসংহতি সমিতির নেতা অরূণ ত্রিপুরাসহ অন্যান্য নেতারা। 

এমএসএম / এমএসএম

পি.এন.কম্পোজিট লিঃ কারখানায় ১৩৯ জন শ্রমিক সাময়িক বরখাস্ত

নেত্রকোণায় কবি এনামূল হক পলাশের-জনগণের ঐক্য ও সাংস্কৃতিক বিপ্লবের আকাঙ্ক্ষা’র গ্রন্থালোচনা

মাদক এবং জুয়ায় ডুবে যাচ্ছে মনপুরা নিস্তব্ধ প্রশাসন, অন্ধকারে জনজীবন

বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণে রেফারেল ফ্রেমওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -ডিসি”

শিশু সাজিদকে উদ্ধারে চলছে শ্বাসরুদ্ধকর অভিযান

মোহনগঞ্জে মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী

বাঁশখালীতে কৃষি জমি ধ্বংস করছে মাটি খেকো সিন্ডিকেট, নির্ঘুমে প্রশাসনের অভিযান

সাভারে দৃপ্ত শপথে মানবাধিকার দিবস: অবিচার বিরোধী কণ্ঠস্বর আরও শক্তিশালী

তানোরে ৩০ ফুট গভীর নলকূপে ২ বছরের শিশু, জীবিত উদ্ধারের চেষ্টা

খালিয়াজুরীতে ইঞ্জিনের সাথে পরিহিত লুঙ্গি প্যাঁচে এক শ্রমিকের মৃত্যু

তাড়াশে আদালতের রায় অমান্য করে জমি দখলের চেষ্টা

দেশ ও জাতীর উন্নয়নে তারেক জিয়ার কর্মপরিকল্পনা প্রত্যেক ঘরে ঘরে পৌছাতে হবে : অনিন্দ্য ইসলাম অমিত

বাগেরহাটে আন্তজার্তিক দুর্নীতি প্রতিরোধ দিবসে অগ্রনী ব্যাংক পিএলসি র‌্যালী