মাঠ রক্ষায় রাঙামাটি পৌরবাসীর প্রতিবাদ
তিন পার্বত্য জেলায় বর্তমানে জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করছে রাঙামাটির কৃতি সন্তান নিতুল মারমা। তার বেড়ে উঠা রাঙামাটির বিলাইছড়ি থেকে। গ্রামের মাঠে খেলাধুলা করে তার বেড়ে উঠা। এখন বর্তমানে জাতীয় দলের গোল কিপার। এর আগে জাতীয় দলের ফুটবলার ছিলেন, অরুন-বরুণ।
পার্বত্য রাঙামাটি জেলার থেকে জাতীয় ক্রিয়াঙ্গণে ফুটবল ক্রিকেট ও এ্যাটলেটে উল্লেখযোগ্য সংখ্যক ক্রিয়াবিদ অবদান রাখতে সক্ষম হয়েছে। রাঙামাটি থেকে পর্যাপ্ত সংখ্যক ফুটবলার সৃষ্টি হয়ে জাতীয় পর্যায়ে অবদান রাখতে সক্ষম হলেও এ জেলায় পর্যাপ্ত খেলার মাঠ নেই। যে কয়টি খোলার মাঠ ছিল সেগুলো প্রায়ই অট্টালিকা হয়ে গেছে। রাঙামাটি পৌরসভার প্রাঙ্গণই ছিল শিশু-কিশোরদের জন্য অন্যতম খেলার মাঠ। খেলার বাইরেও এখানে নানান সময় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। এছাড়াও আর্ন্তজাতিক আদিবাসী দিবস, সনাতনীদের রথযাত্রা, বৃক্ষমেলা থেকে শুরু বিভিন্ন সভা-সমাবেশ হতো এই মাঠে। সাম্প্রতিক সময়ে রাঙামাটির গুরুত্বপূর্ণ পৌরসভার এই প্রাঙ্গণে ফুলের বাগানের জন্য জায়গা নির্ধারণ করে পৌর কর্তৃপক্ষ। এর ফলে শিশুদের খেলা-ধুলার মাঠটি আর থাকলো না। এতে করে ক্ষুদ্ধ হয়েছে পৌরএলাকার অভিভাবকরা।
এই মাঠটি বাঁচাতে মঙ্গলবার সকালে “পৌরমাঠে ফুলের বাগানের নামে জনদুর্ভোগ সৃষ্টির” ব্যনারে প্রতিবাদ জানিয়ে পৌরসভার সামনে মানববন্ধন করেছে রাঙামাটির পৌরবাসী।
সরকারের বিরুদ্ধে জনগনকে ক্ষেপিয়ে তোলার ষড়যন্ত্র বলে দাবি করেছে এ সময় উপস্থিত বক্তারা। বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিল, জেলা দূর্ণীতি দমন কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক, জাসস সভাপতি মোঃ কামাল উদ্দিন , সচেতন নাগরিক কমিটির সদস্য মোঃ কামাল হোসেন।
তারা বলেন, এটি আমাদের প্রাণের মাঠ। পৌর এলাকার ৭নং ওর্য়াডে কোন মাঠ নেই। তাই এই পৌর মাঠে এলাকার ছোট ছেলে-মেয়েরা খেলাধুলা করে থাকে। ফুলের বাগান করার নামে এই মাঠ দখলে ষড়যন্ত্র করা হচ্ছে। যদি এক সপ্তাহের মধ্যে কাজ বন্ধ করা না হয় তা হলে বিক্ষোভ মিছিলসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
T.A.S / T.A.S
নাচোলে নিজ অর্থায়নে ৭ কিলোমিটার রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন সমাজসেবক আমিন কর্মকার
বড়াইগ্রামে আমন ধানের রোগবালাই দমন কার্যক্রমে বিপিএইচ স্কোয়াডের মাঠ অভিযান।
দুমকিতে জুলাই শহীদের মেয়েকে ধর্ষণ মামলায় ৩ আসামীর কারাদণ্ড
রেলের যন্ত্রাংশ ক্রয়ে স্বচ্ছতা
কুমিল্লায় অবৈধ ইটভাটার পুরোদমে প্রস্তুতি : পরিবেশ বিধ্বংসে প্রশাসনের নীরব ভূমিকা
মান্দায় কালিপূজার মন্দির থেকে মটরসাইকেল চুরি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজের সভাপতি শেখ আবু মাসুমের দায়িত্ব গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
মৃত শাবকের পাশে সারারাত পাহাড়ায় ছিল মা হাতি
জয়পুরহাটে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
গলাচিপায় ফেরি ও খেয়াঘাট সংস্কারে ছয় দফা দাবিতে মানববন্ধন
ক্ষুধার্ত জেলেদের বিজিএফ চাল গেল কারপেটে ?
আরেক ঘুষের হাট সরকারি আবাসন পরিদপ্তর