সোনাগাজীর মুহুরী প্রজেক্টে অবৈধ বালু উত্তোলন

সোনাগাজী উপজেলার ফেনী মুহুরী প্রজেক্ট রেগুলেটর ব্রীজ সংলগ্ন ও কলমির চর এলাকার বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন দিয়ে যুবদল নেতার অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর তীরঘেঁষা মানুষের বাড়িঘর,ফসলি জমি,মাছের ঘের ও হুমকির মুখে মুহুরী রেগুলেট। নিয়মনীতির তোয়াক্কা না করেই অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। যত্রতত্র বালু তোলায় নদী তীরবর্তী এলাকাগুলোতে তীব্র ভাঙন দেখা দিয়েছে।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়,মুহুরী প্রজেক্ট রেগুলেটর ব্রীজের পুর্ব পাশে নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে
জেলা যুবদলের সভাপতি জসিম উদ্দিনের ভাই সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব প্রবীর। স্থানীয় সুত্রে জানাযায়,গত কয়েকদিন আগে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সেনাবাহিনী অভিযান চালায়,এসময় বালু দস্যুরা পালিয়ে যায়,পরে বালুর পাইপ কেটে ফেললেও রয়ে গেছে ড্রেজার। এখন যুবদল নেতা প্রবীরের নেতৃত্বে আবারও ড্রেজার দিয়ে বালু তুলতে কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়াও কলমির চর এলাকার বিভিন্ন স্থানেও অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী আরেকটি চক্র।
এসব অভিযোগের ব্যাপারে যুবদল নেতা প্রবীরের কাছে জানতে চাইলে তিনি জানান,এর আগে আওয়ামীলীগ যেভাবে বালু উত্তোলন করছে, আমরাও সেভাবে করছি। তিনি আরো বলেন, আপনারা ও চলতে হবে,আমরাও চলতে হবে,আমাদের ক্ষতি করবেন না,আপনারা রিপোর্ট করে আমাদের পদ-পদবি থেকে বঞ্চিত না করার অনুরোধ করেন।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নদী থেকে বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। কেউ বালু উত্তোলন ও বিক্রির উদ্দেশ্যে বালু জমাট করতে হলেও প্রশাসনের অনুমতি লাগবে। এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে আমরা তৎপর রয়েছি। বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হচেছ। ভবিষ্যতেও কেউ যদি অন্যায়ভাবে বালু উত্তোলন করে এবং তা যদি প্রশাসন জানতে পারে তাদের জরিমানাসহ কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন, ড্রেজার বসিয়ে ইচ্ছেমতো নদী থেকে বালু উত্তোলন করাটা সম্পূর্ণ অনৈতিক। কারা এভাবে বালু তুলছে, আমাদের কাছে তালিকা দেন। বালুখেকোরা যত বড় প্রভাবশালী হোক না কেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী নদীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ শাহরিয়ার বলেন, ফেনী নদীর বিভিন্ন এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়টি পরিলক্ষিত হয়েছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হলে নদীর ক্ষতি হবে। এমনকি নদীর পাড় ভেঙে স্থানীয়রা দুর্ভোগে পড়বেন। সেক্ষেত্রে অবশ্যই অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ করা প্রয়োজন। অন্যথায় নদীর ব্যাপক ক্ষতি হয়ে যাবে। এ ব্যাপারে স্থানীয় জনগণকে সচেতন হওয়া প্রয়োজন। খবর পেলে জেলা প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত
Link Copied