শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিতে বললেন-বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

বিএনপির কেন্দ্রিয় নেতা,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার বলেছেন,ইসলাম রাজনীতি বিবর্জিত নয়,হজরত মোহাম্মদ (সা:) আমাদের চার্টার অব মদিনা নামে একটি সনদ দিয়েছিলেন। সেই চার্টার অব মদিনায় মুসলমানরা কিভাবে চলাচল করবেন তার স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া ছিল।
তিনি বলেছিলেন মদিনা ও মদিনা বাসীরা বহি:শত্রু দ্বারা আক্রান্ত হলে প্রতিটা মদিনা বাসীর কর্ততব্য মদিনাকে রক্ষা করা। সেখানে হিন্দ মুসলিম,বৌদ্ধ,খ্রীষ্টান ,বাঙালী-অবাঙালী,বার্মা,চাকমা,সাদা,কালোর কোন ভেদাভেদ ছিলনা। তারও রাজনীতি ছিল বলে জিহাদ হয়েছে। ইসলামের বিশেষ প্রয়োজনে কিছু বিষয় শয্য করা যায়না। শয্য করলে কাফের হয়ে যেতে হবে। সেই সময় ইসলাম লড়াই করেছে,জিহাদ ঘোষনা করেছে। আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি। গত বুধবার রাতে ইপিজেড গেটে স্থানীয় ব্যবসায়ী সমিতি আয়োজিত তাফসীরুল কোর আন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন,১৫-১৬ বছর স্বাধীনভাবে ইসলামের কথা বলতে পারিনি। তাদের পছন্দমত একটা গ্রামের গন্ড মূর্খ ব্যক্তিও একজন ওলামা ইকরামের মুখ থেকে মাইক কেড়ে নিত। মহান আল্লাহ্ তাআলা আমাদের মুক্ত করেছেন। আমদের ওলামারা এখন স্বাধীনভাবে ইসলামের কথা বলতে পারে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে এবং সেই সুযোগটা মহান আল্লাহ্ তাআলা আমাদের করে দিয়েছেন। বিনিময়ে দুই হাজারের অধিক যুবকের রক্ত রাজ পথে ঢেলে দিয়ে এবং ত্রিশ হাজারের অধিক বিপ্লবী ছাত্র জনতা আহত হয়েছেন এই অধিকার রক্ষা করতে গিয়ে। নীরব ভ’মিকা পালন করা যাবেন এই শিক্ষা আমাদের দিয়েছে।
ইপিজেড বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপি নেতা ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে তাফসীরুল কোর আন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, ইসলামের প্রতম খলিফা আবু বক্কর (রা:) এর বংশধর ও ফুরফুরা দরবার শরীফের গদ্দিনশীন পীর আল্লামা শাইখ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী। দ্বিতীয় বক্তা হিসেবে পাবনা পদ্মা কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মুহা: আব্দুল গাফ্ফার খান,বিশেষ বক্তা হিসেবে আল বারাকা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আহমাদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আহসান আলী খান আরজু,ইপিজেড বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন,একটা ফ্যাসিবাদের পরিবর্তে আর একটা ফ্যাসিবাদ এখানে এসে আমাদের উপর চেপে বসবে সেটা শয্য করা যাবেনা। অন্যায়কে কখনও শয্য করবেননা,অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াবেন। শহীদের রক্ত অপেক্ষা কলমের কালি উত্তম। শহীদের জন্য প্রস্তুতি নিবেন যাতে মহান আল্লাহ্ তাআলার নৈকট্য লাভ করা সহজ হয়।
T.A.S / T.A.S

শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা

লাকসাম প্রেসক্লাবের নতুন সদস্যদের বরণ

বালাগঞ্জ থানার ২০০ মিটারের মধ্যে বিএনপির মঞ্চ, আগুন দিল কে

পাঁচবিবিতে শহীদ বিশালের বর্ষপূতিতে কবরে পুষ্পস্তবক অর্পণ

নাঙ্গলকোটের বক্সগঞ্জ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নেত্রকোণায় শহীদ রমজানের কবরে শ্রদ্ধা নিবেদন ও বিজয় মিছিল অনুষ্ঠিত

সিলেটবাসীর সহযোগিতায় কারাগারের উন্নয়ন হয়েছে: ডিআইজি প্রিজন্স ছগির মিয়া

নেত্রকোণায় হাওরে নৌকাডুবিতে দুই শ্রমিক নিখোঁজ

মেহেরপুরে " জুলাই গণঅভ্যুত্থান দিবস " উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি

বারহাট্টা প্রেসক্লাবের ৩৯ বছর

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড

৫ আগস্ট উপলক্ষে কোনাবাড়ী থানা বিএনপির বিজয় র্যালী অনুষ্ঠিত
