ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

দীর্ঘ ১ যুগেও সংস্কার হয়নি বেনাপোল পৌরভবন সড়ক


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৭-১২-২০২৪ দুপুর ১:২৭

বন্দরনগরী বেনাপোলের অত্যন্ত গুরুত্ববহ পৌরভবনে যাতাযাতের সড়কটি দীর্ঘ ১ যুগেরও বেশী সময় ধরে সংস্কার বিমুখ হয়ে পড়ে থাকলেও দেখার কেউ নেই। এলাকাবাসীর শত অভিযোগের মুখেও রাস্তাটি এখনো মানসন্মত ভাবে সংস্কার করা হয়নী। বিগত সময়ে বেনাপোল পৌর কর্তৃপক্ষ সড়কটির সংস্কার কাজ শুরু করলেও অজানা কারনে তা বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ জানিয়েছে এলাকাবাসী। বর্তমানে সড়কটি খানাখন্দে পরিনত হয়ে পথচারীদের চলাচলের জন্য ঝুঁকিতে পরিনত হয়েছে। বেনাপোল পৌরসভা হতে রাস্তাটি মেরামতের জন্য রিকোয়ারমেন্ট পাঠানো হলেও তার অগ্রগতি সম্পর্কে ওকেবল নই পৌর কর্তৃপক্ষ। ২০০৬ সালে বেনাপোল পৌরসভা গঠিত হয়। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভা। ২০১১ সালের ২০ সেপ্টম্বর ‘ক’ শ্রেণীতে স্থান পায়। অথচ দীর্ঘ ১ যুগেরও বেশি সময় পার হলেও সংস্কার হয়নি বেনাপোল পৌরসভার যাতাযাতের প্রধান সড়কটি। সংস্কারের অভাবে পড়ে থাকা বেহাল এ সড়ক দীর্ঘ বছরধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে কিন্তু মেরামতের কোনো উদ্যোগই নিচ্ছে না পৌরকর্তৃপক্ষ। বেনাপোল বাহাদুরপুর রোডের মোড় হইতে বেনাপোল কলেজ পর্যন্ত চলাচলের অনুপযোগী সড়কটিতে যেন কারও চোঁখ পড়ছে না। এই সড়ক দিয়ে প্রতিদিন ৯টি ওয়ার্ড থেকে ২০ থেকে ৩০ হাজার মানুষ যাতায়াত করেন। অসহায়ের মত দীর্ঘ ১ যুগেরও বেশি সময়ধরে এই সড়কে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীর। অথচ এই পৌরভবন সড়কে রয়েছে গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারী স্থাপনা সড়কের শুরুতে রয়েছে ঐতিহ্যবাহী হরিদাস ঠাকুরের পাঠবাড়ী আশ্রম,বেনাপোল পৌরভবন,বেনাপোল মহিলা আলিম মাদ্রাসা,শিশু একাডেমি প্রি-ক্যাডেট স্কুল,বেনাপোল কলেজ, বেনাপোল পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কয়েকটি এনজিও অফিস। এছাড়াও এটি বেনাপোল বাহাদুপুর ইউনিয়নে প্রধান সড়ক। বেনাপোল পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দারা পৌরসড়কটি সংস্কারের জন্য বার বার পৌরসভায় ধর্ণা দিয়েও কোনো লাভ হচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
পৌরসভায় আগত বিভিন্ন ওয়ার্ডে বাসিন্দারা জানান, দীর্ঘ বছর ধরে অবহেলায় পড়ে আছে পৌরসভার সবথেকে গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের কোন নাম গন্ধ নেই। শুষ্ক মৌসুমে এ সড়কে ধুলাবালি, আর বর্ষা মৌসুমে কাঁদাপানিতে পথচারীসহ স্কুল,কলেজ ও মাদ্রাসাগামী ছাত্রছাত্রীরা    শিক্ষার্থীদের জামা-কাপড় নষ্ট হচ্ছে। খানাখন্দে পরিপূর্ণ এ সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই বিকল হয়ে পড়ছে ছোট ছোট গণপরিবহন। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
বেনাপোল শিশু একাডেমির প্রধান শিক্ষক হারুন অর রশিদ বলেন, ২০১১ সালের পর হতে এই সড়কটি আর সংস্কার করা হয়নী। এলাকাবাসীর জনদূর্ভোগের কথা জানিয়ে প্রাক্তন মেয়রদের কাছে বার বার তাগিদ দিলেও শুধু আশ্বাস দিয়েছে, রাস্তাটি সংস্কারকাজে উদ্যেগী হয়নী। গত কয়েক মাস আগে পৌরসভা হতে রাস্তাটি খুড়ে রুলার করে জনগনের চলাচলের উপযোগী বানালেও অজানা কারনে রাস্তাটি পিচ কার্পেটিং করে কাজ শেষ করেনী পৌরকর্তৃপক্ষ। এর ফলে বর্ষাকালে জনদূর্ভোগ চরমে পৌঁছায়। 
বেনাপোল কলেজ শিক্ষার্থী সজিব বলেন, আমাদের কলেজে যাতাযাতের একমাত্র এই সড়কটির বেহাল দশার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভাঙাচোরা আর গর্তে ভরা সড়কে চলাচল করতে খুবই সমস্যা হয়। গত কয়েকমাস পূর্বে বেনাপোল ইউনিয়ন পরিষদ থেকে বেনাপোল কলেজ পর্যন্ত ট্রাক্টর দিয়ে চষে সমান করা হয়। কিন্তু দীর্ঘ দিন অতিবাহিত হলেও আমাদের কলেজ যাবার একমাত্র পথটি এখনও সংস্কার করা হয়নি। অতি দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিচ্ছি। 
বেনাপোল মহিলা আলিম মাদ্রাসার ছাত্রী রোকেয়া জানান, অনেক সমস্যার মধ্যে মাদ্রাসায় যাতাযাত করি রাস্তা ভাংঙ্গা বলে ভ্যান ও ইজিবাইক এই রাস্তায় যেতে চাইনা। দীর্ঘ বছর রাস্তাটির কাজ বন্ধ রয়েছে। দ্রুত যাতে রাস্তাটি হয় তার দাবি জানাচ্ছি। 
বেনাপোল পাঠবাড়ী মন্দির কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক শ্রী উজ্জল বিশ্বাস বলেন, বেনাপোল পৌরভবন সড়কে ঐতিহ্যবাহী স্মৃতিবিজড়িত ৫শত বছরের হরিদাস ঠাকুরের পাঠবাড়ী আশ্রম রয়েছে যেখানে দেশ বিদেশ থেকে ভক্তরা আসেন। দীর্ঘ বছর ধরে সড়কটির বেহাল দশার কারণে ভক্ত-অনুরাগী সহ স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, এলাকাবাসী, রোগী, অফিসগামীদের যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। গুরুত্বপূর্ন এই সড়কটি অতিদ্রুত সংস্কারের দাবি জানান।
এ বিষয়ে বেনাপোল পৌরসভার সিও নুসরাত ইয়াসমিন মুঠোফোনে জানান,রাস্তাটি সংস্কারের উদ্যেগ নেওয়া হয়েছিলো। আমি বাহিরে আছি সার্বিক বিষয় খোঁজ নিয়ে আপনাকে পরে জানাবো। উল্লেখ্য,বেনাপোল পৌরভবন সড়কটি মূলত বেনাপোল-বাহাদুপুর সড়ক নামে বেশ পরিচিত ও এটি একটি জনবহুল সড়ক। বেনাপোলের পাশ্ববর্তী বাহাদুরপুর ও লক্ষনপুর ইউনিয়নের সংযোগ সড়ক হওয়ায় প্রতিদিন ছোট বড় মিলে গড়ে হাজার খানেক যানবাহন নিয়মিত যাতায়াত করে। 

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে

বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক

শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ

বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর

মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার

প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ

রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান

ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল

চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ

কল্যাণ বোর্ডকে আয়বর্ধক হিসেবে গড়ে তুলতে হবে': মহাপরিচালক তাসলিমা কানিজ নাহিদা