ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ফেনীতে নির্মাণের দুই যুগ পরও চালু হয়নি সুইমিংপুল


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ৯-১২-২০২৪ দুপুর ২:১৪

প্রায় দুই যুগ আগে সাড়ে ৩ কোটি  টাকা ব্যয়ে ফেনী শহরের দাউদপুর এলাকায় জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে নির্মাণ করা হয় ফেনী জেলা সুইমিংপুল। জেলা ক্রিড়া সংস্থার তত্বাবধানে ৩ একর জায়গাজুড়ে নির্মিত সুইমিংপুলটি ১৪ বছর পর নামকরণ করা হয় মরহুম মাহবুবুল হক পেয়ারা সুইমিংপুল। কিন্ত নির্মানের ২৪ বছর পার হলেও ফেনীর মরহুম মাহবুবুল হক পেয়ারা সুইমিংপুলটি চালু হয়নি। 
নির্মাণ ক্রুটির অজুহাতে চালু না করায় অযত্ন আর অবহেলায় নষ্ট হয়ে হচ্ছে মোটর ও যন্ত্রপাতি। দেয়ালে ধরেছে ফাটল, খসে পড়ছে পলেস্তারা। জনমানবশূন্য তিন একরের এ জায়গায় এখন মাদকের আখড়া। পরিণত হয়েছে বখাটেদের অভয়ারণ্যে। 

জেলা পর্যায়ে সাতার শেখানো, বিভিন্ন সাতার প্রতিযোগিতার আয়োজন এবং স্থানীয় ও আশপাশের জনসাধারণের জন্য সুইমিংয়ের ব্যবস্থা করতেই সুইমিংপুলটি নির্মাণ করা হয়।
আধুনিক সুযোগ সুবিধায় নির্মিত সুইমিংপুলটি সাতার প্রতিযোগিতার জন্য জাতীয় একটি গুরুত্বপূর্ণ ভেন্যু হওয়ার কথা থাকলেও  ক্রীড়া সংস্থার উদাসীনতায় এটি চালু করা হয়নি।বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে সাঁতার শেখার লক্ষ্যে সুইমিংপুল নির্মিত হয়।  কথা ছিল দেশের সাঁতারুরা এখান থেকে শিখে শুধুমাত্র দেশে নয় এসএ গেমস,এশিয়ান গেমস, এমনকি অলিম্পিক গেমসেও অংশ নিয়ে দেশের মুখ উজ্জ্বল করবে।

বর্তমানে সুইমিংপুলের মূল ভবনের সামনে বড় আকারের মাঠে ক্রিকেট অনুশীলনের জন্য একটি মাঠ রয়েছে। এখানে একজন দারোয়ান নিয়োজিত থাকলেও দীর্ঘদিন তাকে দেখা যায়না। সুইমিংপুলটি এখন ধুমপান ও বখাটেদের আড্ডার নিরাপদ স্থান। দীর্ঘদিন পরিষ্কার না করায় পূর্ব ও পশ্চিম দিক আগাছায় ভরে ওঠেছে। মূল ভবনের ভেতরে  থাকায় সুইমিংয়ের গ্রাউন্ডের টাইলস উঠে যাচ্ছে। দেওয়ালের পলেস্তারা খসে পড়ছে। দেওয়ালে দেখা দিয়েছে ফাটল। অযত্ন-অবহেলায় যন্ত্রপাতিগুলো মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে।  

এসব বিষয়ে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, ফেনীর সুইমিংপুলটি শুরুর পর থেকে চালু করা হয়নি এটা দুর্ভাগ্যের বিষয়।  অতি শীঘ্রই সুইমিংপুলটি পরিদর্শনে যাওয়ার কথা জানান। তিনি আরো জানান, সংশ্লিষ্ট সবার সাথে কথা বলে এটি চালু করার প্রয়োজনীয়তা মনে করলে বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। এটি চালু হলে স্থানীয়রা সাঁতার শিখতে পারবে এবং ফেনীতে সাতাঁর প্রতিযোগী সৃষ্টি হবে।

এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত