প্লাস্টিক দূষণ রোধ ও সচেতনতা তৈরিতে খুবি শিক্ষার্থীদের প্রদর্শনী
প্লাস্টিক দূষণ বর্তমানে পৃথিবীতে অন্যতম পরিবেশগত সংকট। এর কারণে জলবায়ু পরিবর্তন ও প্রাণিজগতের বিপন্নতাসহ মানুষের উপরও নেতিবাচক প্রভাব পড়ছে। খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এর শিক্ষার্থীদের আয়োজনে প্লাস্টিক দূষণ প্রতিরোধ ও সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষায় ভূমিকা নিশ্চিত করা এ প্রদর্শণীর উদ্দেশ্য।
বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের শিক্ষার্থীদের উদ্যোগে কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনের নিচতলায় প্রদর্শণীটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, প্রদর্শণীতে সেশনাল কোর্সের অধীনে ১ম বর্ষের সকল শিক্ষার্থীদের তৈরিকৃত একক পোস্টার উপস্থাপন করা হয়।
মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের শিক্ষক মো: মেহেদি হাসান জানান, শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা থেকে পরিবেশগত সচেতনতার জন্য কিছু করতে হবে।সেজন্য আমরা বেচে নিয়েছিলাম প্লাস্টিক দুষণ। এ কারণে ১ম বর্সে ৩৮ জন শিক্ষার্থী একক ভাবে এই বিষয়ের উপর পোস্টার তৈরি করেছে।আমাদের উদ্দেশ্য ছিলো কিভাবে প্লাস্টিক দূষণ কমানো যায়। শিক্ষার্থীদের থেকেই সচেতনতা সৃষ্টির যায়গা থেকে এই আয়েজন।
তিনি আরো জানান, তারা সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে আর বাজারে পলিথিন ব্যবহার করবে না। শিক্ষার্থীদের মাধ্যমে তাদের পরিবারসহ আশেপোশের মানুষদের সচেতন করা। ক্যাম্পাসের মধ্যে যেসকল মানুষের চলাচল রয়েছে এখানে থেকেই মানুষের সচেতন করা এবং তাদের মাধ্যমে ধীরেধীরে এটি বাহিরের মানুষকে সচেতন করাই শিক্ষার্থীদের মূল উদ্দেশ্য ছিলো।
মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের ১ম বর্ষের শিক্ষার্থীরা জানান, ‘আমরা সকলেই জানি প্লাস্টিক পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর। বিভিন্নভাবে প্লাস্টিক নিষিদ্ধ হলেও পুরোপুরিভাবে প্লাস্টিকের ব্যবহার নিরসন সম্ভব হয়নি । বর্তমানের তরুণ প্রজন্ম তাদের একাগ্রতার মাধ্যমেই পারে পুরো দেশ এবং পৃথিবী বদলাতে।"
T.A.S / T.A.S