ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

পবিপ্রবিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান কর্ণার’ এর উদ্বোধন


সফিকুল ইসলাম, পবিপ্রবি photo সফিকুল ইসলাম, পবিপ্রবি
প্রকাশিত: ১৮-১২-২০২৪ দুপুর ২:৩৭

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘জুলাই গণ-অভ্যুত্থান কর্ণার’ এর উদ্বোধন করা হয়েছে। মহান বিজয় দিবস আয়োজনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এ কর্ণারের উদ্বোধন করেন।

১৬ ডিসেম্বর (সোমবার) বিকাল ৩.৩০ মিনিটে উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম ফিতা কেটে টিএসসিতে ছাত্র উপদেষ্টা কার্যালয়ের সামনে এ কর্ণারের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা কার্যালয়ের বাস্তবায়নে এ কর্ণারে জুলাইয়ের গণবিপ্লবকে ফুটিয়ে তোলা হয়। এসময় উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: মামুন অর রশিদ, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো: জামাল হোসেন, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. জিল্লুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান জানান, “পরিবর্তিত নতুন বাংলাদেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে মহান বিজয় দিবসের বিভিন্ন  কর্মসূচী পালনের অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থান'২০২৪ স্মরনে জুলাই কর্ণার উদ্বোধন নতুন মাত্রা যোগ করবে বলে আমি মনে করি। এর মাধ্যমে  একাত্তরের প্রেরণাকে ধারন করে আমরা ভবিষ্যতে যে কোন ধরনের ফ্যাসিবাদ মোকাবিলায় নিয়ামক শক্তি হিসেবে ভূমিকা রাখবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। একাত্তরে আমরা আমাদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি, আর চব্বিশের ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে ঐক্য প্রতিষ্ঠা করেছি”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানকে ফ্রেমবন্দি করে সবার মাঝে স্মৃতি হিসেবে তুলে ধরার এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। একাত্তরের মুক্তিকামী জনতার প্রতিবাদী মনোভাবের ধারাবাহিকতায়ই আমদের জুলাই বিপ্লবের প্রতিফলন। জুলাই বিপ্লবের এই কর্ণারটি আমাদের ছাত্রদের মাঝে অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠার এক অনুপ্রেরণা যোগাবে বলে আমি আশা করি”

T.A.S / T.A.S

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা