মুন্সীগঞ্জে অপ্রাতিষ্ঠানিক যুব ঋণ বিতরন করলেন জেলা প্রশাসক
মঙ্গলবার দুপুর ১ টার সময় মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়নের কতৃক প্রশিক্ষিত যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে অপ্রাতিষ্ঠানিক যুব ঋণ বিতরন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋণ বিতরন করেন জেলা প্রশাসক ফাতেমা-তুল জান্নাত। এ সময় আরো উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা সমাজসেবা অফিসার মিহির কুমার পাইক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান,উপজেলা সমবায় অফিসার রেজাউল বারী,সমাজসেবা অফিসার মিহির কুমার পাইক,উপজেলা প্রকৌশলী শফিকুল আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা জোসনা আক্তারসহ সদর উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ।উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক ফাতেমা-তুল জান্নাত বলেন, ছাত্র ছাত্রীদের মহান এই আন্দোলনের লক্ষ্য বাস্তবায়ন করতে হলে সবাইকে যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে,আর তাঁদের সহায়তা প্রদানের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
এমএসএম / এমএসএম