ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে শ্রীমঙ্গল


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি photo কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১২-২০২৪ বিকাল ৫:১৪

চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় ৬ দশমিক ০ ও সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে। এর আগে গতকাল সোমবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিস আহমেদ। তিনি বলেন, আজ শ্রীমঙ্গলে সকাল ৯টায় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিন তাপমাত্রা নিচের দিকেই থাকতে পারে। এখানে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা কম থাকলেও মৌলভীবাজারের সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদ উষ্ণতা ছড়িয়েছে।

মৌলভীবাজার জেলা শহর ও শহরের বাইরের এলাকাগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, ‘সন্ধ্যার পর শহরে তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রাম ও চা বাগানে বেশ ঠান্ডা অনুভূত হয়। ঠান্ডার সঙ্গে হিমেল বাতাসের কারণে বিপাকে পড়েন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষেরা। বিশেষ করে চা বাগানগুলোয় শীত উপেক্ষা করে সকালবেলা কাজে বের হতে দেখা গেছে চা শ্রমিকদের।’

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান এসব তথ্য জানিয়ে বলেন, শ্রীমঙ্গলে তাপমাত্রার পারদ আরো নামবে। বাড়বে শীত।

এদিকে শীত বাড়ার সাথে সাথে বিচিত্র হতে শুরু করেছে এখানকার প্রকৃতির রুপ। চা-বাগানের সারি সারি ছায়াগাছগুলো সকাল-সন্ধ্যা ঢাকা পড়ছে ধুসর কুয়াশার চাদরে। শ্রীমঙ্গলের প্রসিদ্ধ পাখির অভয়ারন্য বাইক্কা বিলসহ হাওর, জলাশয় আর চা-বাগান লেকগুলো অতিথি পাখির কল-কাকলীতে মুখর হয়ে ওঠেছে।

প্রকৃতির এই রুপের সুধা পান করতে পর্যটকদের ভিড়ও বেড়েছে সবুজ ঘন চা বাগান, হাওর, বিল, জলাশয় আর চা-বাগান লেকসহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জের নজরকাঁড়া নান্দনিক সৌন্দর্যময় পর্যটন স্পটগুলোতে। শীতে ভ্রমনের মজাই আলাদা। তাই শীতে ভ্রমনপিপাসুরা শ্রীমঙ্গলে এসে খোলা গাড়িতে হই-হুল্লোরে মেতে উঠেছেন। চলছে সেলফি তোলার ধুম। শ্রীমঙ্গল ও কমলগঞ্জে রিসোর্ট, কটেজ, বাংলো, আবাসিক হোটেলগুলো পর্যটকদের ভিড় লেগেই রয়েছে।

পর্যটন সংশ্লিষ্ট একটি সুত্র জানায়, ডিসেম্বর মাসে স্কুলগুলোতে পরিক্ষা শেষে ছুটি থাকায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জে পর্যটকের ভিড় বেড়েছে। তবে ট্রেনের টিকেট সংকট প্রকট আকার ধারন করেছে। নিয়মিত যাত্রি ছাড়াও পর্যটক বেড়ে যাওয়ায় শ্রীমঙ্গলে প্রচুর টিকেট সংকট দেখা দিয়েছে। চাহিদামতো টিকেট না পাওয়ায় অনেকেই পড়েছেন বিড়ম্বনায়। অনেককেই আসন না পেয়ে আসনবিহীন স্ট্যাণ্ডিং টিকেট নিয়ে ভ্রমন করতে দেখা গেছে। ট্রেনগুলোতেও ভিড় লেগে রয়েছে।

এমএসএম / এমএসএম

মুন্সীগঞ্জে অপ্রাতিষ্ঠানিক যুব ঋণ বিতরন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় আওয়ামী সন্ত্রাসীদের ধারালো দায়ের কোপে বিএনপির চারকর্মী জখম

নবীনগরে হাজ্বী ফুল মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

গোবিন্দগঞ্জে জোর পূর্বক জমিদখলের চেষ্টায় কু*পিয়ে তিন নারী সহ ৭জন আহত

ঝিনাইদহের মহেশপুর প্রকল্প এর উপকারভোগীদের প্রশিক্ষন ও উপকরন বিতরন

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে শ্রীমঙ্গল

শিবচরে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে বসুন্ধরা গ্রুপ

গোপালগঞ্জে শব্দদুষন সচেতনতা ও নিরাপদ সড়ক প্রশিক্ষন

খাগড়াছড়তিে ১৫ অবধৈ ইটভাটা বন্ধ ও সাড়ে ৮ লাখ টাকা জরমিানা

দূর্গম পাহাড়ের মানুষের চিকিৎসা সেবার নিশ্চিতে প্রতিশ্রুতি

উন্নত দেশগুলোতে কর্মসংস্থানের সুযোগ ও প্রক্রিয়া নিয়ে আলোচনা সভা

ঝিনাইদহে দুস্থ ও শীতার্ত আসনার-ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

"খুনি-সাদিয়ানী" ওয়াসিফ গংদের ফাঁসির দাবিতে সিংগাইরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ