বেনাপোল ইমিগ্রেশানে আগত সেই পাসপোর্ট যাত্রীর মৃত্যু ঘটনায় গ্রেফতার-৩
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশান দিয়ে ভারতে চিকিৎসার উদ্দেশ্যে আসা নারয়নগঞ্জ জেলার কাঞ্চন গ্রামের মনোজকর (৭০)এর মৃত্যুর ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো যশোর জেলার পোর্টথানাধীন বড় আঁচড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে শোয়েব আক্তার (২৮),জাবের শেখের ছেলে শেখ রাহাদ আন্তর (২৫) ও ইউসুফ আলরি ছেলে আব্দুল কাদের। বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর২৪ ইং তারিখে ভারতে হৃদরোগের চিকিৎসার জন্য মনোজ কুমার কর তার মেয়ে অবন্তি করকে নিয়ে ভোর সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশানে আসলে আসামিরা ফুসলিয়ে তাদেরকে ইমিগ্রেশান সংলগ্ন ওয়ান ব্যাংকের পাশের গলিতে নিয়ে ব্ল্যাকমেলিং এর মাধ্যমে ১ লাখ টাকা চাঁদা দাবী করে। নিরুপায় হয়ে ভ’ক্তভোগীরা ৩৫ হাজার চাঁদা দিয়ে ভারতে চলে যান।
চাঁদাবাজির ঘটনায় চিন্তা ও হতাশায় বৃদ্ধ মনোজ কর আরো অসুস্থ হয়ে পড়লে তাকে ভারতের কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ডিসেম্বর মনোজকর মারা যান। গত ২৬ ডিসেম্বর মৃত বাবাকে নিয়ে দেশে ফিরে বাবার মৃত্যুর ঘটনা মেয়ে অবন্তি বেনাপোল পোর্টথানা পুলিশকে জানিয়ে থানায় এজাহার দায়ের করেন। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া মামলার সত্যতা নিশ্চিত করে জানান, এজাহারের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় ৩ আসামীকে ধরতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে ও বাকী আসামীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। শোকাহত অবন্তি কর বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশান এলাকার আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যম কর্মীদের জানান,স্বাধীন দেশের আন্তর্জাতিকমানের প্যাসেঞ্জার টার্মিনালে পাসপোর্টযাত্রীদের নিরাপত্তাহীনতা কখনো কাম্য নই। তার বাবার মৃত্যু ঘটনার পুনারবৃত্তি যেন না ঘটে সেজন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
বেনাপোল এলাকার গনমাধ্যমকর্মী মাসুদ বিশ্বাস জানান,বেনাপোলের চেকপোস্ট ইমিগ্রেশন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও দালাল চক্র-ছিনতাইকারী দমনে ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা অতীব জরুরী। উল্লেখ্য বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের কলকাতার দুরুত্ব ( ৮০ কিলো মিটার ) কম হওয়ায় চিকিৎসা ,ব্যবসা ও ভ্রমনের জন্য পাসপোর্টযাত্রীদের পছন্দের রুট বেনাপোল ইমিগ্রেশান। এ পথে দৈনিক ৫/৬ হাজার যাত্রী পারাপার করে থাকে। দেশের বিভিন জেলা শহর হতে রাত-বেরাত অসংখ্য পাসপোর্ট যাত্রী ইমিগ্রেশান এলাকায় এসে ভিড় জমায়। বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ রিতীমত প্যাসেঞ্জার টার্মিনাল চার্জ গ্রহণ করলেও যাত্রীদের বিশ্রামাগার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারেনী।
ওল্টো বাড়তি আয়ের আশায় স্টেশনটির নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার,পিমা সদস্য, পুলিশ,আর্মস ব্যাটালিয়ন বহিরাগতদের ইমিগ্রেশানের ভিতর প্রবেশের সুযোগ করে দিয়ে পাসপোর্টযাত্রীদের কাছ হতে কৌশলে বই প্রতি ১শ হতে ২ হাজার টাকা পর্যন্ত উত্তোলন করে থাকে। এ বিষয়ে দেশের সনামধন্য পত্র-পত্রিকা, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়াসহ টিভি চ্যানেলে খবর প্রকাশ হলেও দালাল,ছিনতাইকারী ও ঘুস বানিজ্য মুক্ত ইমিগ্রেশান ব্যবস্থাপনা চালু করতে পারেনী সংশ্লিষ্টরা। তাই আজো সরকারকে রিতীমত ভ্রমণ কর দিয়ে ভারতে চিকিৎসানীতে বেনাপোল ইমিগ্রেশানে এসে চাঁদাবাজদের কবলে পড়ে অকাল মৃত্যুর মুখে পড়তে হলো আবসর প্রাপ্ত স্কুল শিক্ষক মনোজ করকে।
T.A.S / T.A.S
লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে
বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক
শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ
বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার
ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর
মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার
প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ
রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান
ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল
চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ