ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

খাবার সংকট ও পানিবন্দি ২০ হাজার পরিবার

যমুনায় বিপদসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৪-৯-২০২১ দুপুর ৪:৬

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারি বর্ষণে গত কয়েক সপ্তাহ ধরে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে পানিবন্দি পরিবারগুলোর ভোগান্তি বেড়েছে। বন্যার পানি নিম্নাঞ্চলে প্রবেশ করায় তলিয়ে গেছে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট, সদ্য লাগানো ধানের চারা ও বীজতলা। এছাড়া বন্যার পানিতে টিউওয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানি ও শুকনা খাবারের সংকট  দেখা দিয়েছে। পানিবন্দি পরিবারগুলোর অভিযোগ, বেশ কিছুদিন ধরে পানিবন্দি হলেও এখন পর্যন্ত কোনো ত্রাণ সহায়তা পায়নি তারা।

গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও শনিবার (৪ সেপ্টেম্বর) পানি স্থিতিশীল রয়েছে। এছাড়া ধলেশ্বরী, ঝিনাই নদীসহ জেলার বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। 

এদিকে, যমুনা নদীর পানি উপজেলার গোবিন্দাসী বাজারে প্রবেশ করায় বাজারের একাংশের রাস্তা তলিয়ে গেছে। এতে ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বন্যায় বাজারসহ আশপাশের গ্রামে পানি উঠে তলিয়ে যায়। যমুনা নদীতে বাঁধ নির্মাণ করা হলে এ অঞ্চলের মানুষকে পানিতে ভাসতে হতো না। এছাড়া অকাল বন্যা ঠেকাতে যমুনা নদীর পাড় বস্তা ফেলে উ‍ঁচু করা হলে পানিবন্দি হতো তারা।

গোবিন্দাসী বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, দেশখ্যাত গোবিন্দাসী হাট বাজারের পাশ দিয়েই বিশাল খাল রয়েছে। কিন্তু খালটি দখল আর ময়লা-আবর্জনা ফেলে ভরাট করা হয়েছে। এছাড়া খাল দিয়ে বন্যার পানি এলেই খাল ভরে পানি বাজারে প্রবেশ করেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৬০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়েছে। এর বিপরীতে ত্রাণ সহায়তা পাওয়া গেছে ৫ টন চাল। ১০ কেজি করে চাল ৫০০ পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে।

পানিবন্দি এসব পরিবারের বাসিন্দার অভিযোগ, অনেক দিন ধরে তারা পানিবন্দি। শুধু বাড়ি-ঘরে নয়, আশপাশের রাস্তাগুলোও পানিতে তলিয়ে রয়েছে। এতে যোগাযোগ মাধ্যমে নৌকা। পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করলেও জনপ্রতিনিধিসহ কেউ এখন পর্যন্ত কোনো খোঁজ নেয়নি।

গোবিন্দাসী ইউনিয়নের শামছুল মণ্ডল জানান, বন্যার পানির তীব্র স্রোতে রাস্তা ভেঙে গেছে। ঘর-বাড়িতেও পানি উঠেছে। এতে চরম কষ্টে পানিতে বসবাস করতে হচ্ছে। এছাড়া টিউবওয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট ও পানিবাহিত রোগ দেখা দিয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান সাংবাদিকদের জানান, এ উপজেলায় ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। প্রথম পর্যায়ে ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

এমএসএম / জামান

মনোহরগঞ্জে পর্যাপ্ত খেজুর গাছ না থাকায় গাছিরা পরিবর্তন করছে পেশা

শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

কোচিং থেকে প্রেম, এরপর বিয়ে-ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিলল ইভার লাশ

বাকেরগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান