বেনাপোলে ২টি সুউচ্চ টাওয়ার লাইট স্থাপন

বেনাপোল পৌরসভার উদ্যোগে ‘আলোকিত বেনাপোল গড়তে’ যশোর বেনাপোল মহাসড়কের দুটি স্থানে সুউচ্চ টাওয়ার লাইটের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ই ডিসেম্বর) বছরের শেষ দিনে অথাৎ নতুন বছরের আলোকিত বেনাপোল গড়তে বাহাদুরপুর রাস্তার মোড়ে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন প্রধান অতিথি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক বেনাপোল পৌরসভা ডাঃ কাজী নাজিব হাসান। বেনাপোল পৌর এলাকায় প্রথম ধাপে দুটি টাওয়ার লাইট স্থাপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শার্শা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনাপোল পৌরসভা নুসরাত ইয়াসমিন,বেনাপোল পোর্টথানার ওসি রাসেল মিয়া সহ বেনাপোল পৌর ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বেনাপোল পৌর-প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বাবু, সাধারণ সম্পাদক সুমন হোসাইন, সুজনের শার্শা উপজেলা কমিটির উপদেষ্টা মাস্টার আঃ মান্নান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সহ অন্যান্যরা। উন্নয়নের প্রতীক হিসেবে বেনাপোল শহরকে আরও এক ধাপ এগিয়ে নিলেন বেনাপোল পৌর প্রশাসক। বেনাপোল বাসীকে উপহার দিলেন টাওয়ার লাইট। বেনাপোল শহরের প্রাণকেন্দ্র পৌরসড়কের সামনে ও চেকপোষ্ট ইমিগ্রেশন সাদিপুর রোডের সামনে টাওয়ার লাইট দুটি বসানো হয়েছে। পর্যায়ক্রমে কাগজপুকুর, ছোটআঁচড়া মোড়, আমড়াখালী পৌরগেটসহ গুরুত্বপূর্ণ স্থানে এ লাইট বসানোর পরিকল্পনা রয়েছে পৌর প্রশাসনের। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে এক অন্যরকম আলোর জগতে প্রবেশ করলো বেনাপোলবাসী।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিশ্বাস জানান, আনুমানিক ১৬ লাখ টাকা ব্যয়ে বাহাদুরপুর রাস্তার মোড়ে সোনালী ব্যাংকের সামনে এবং চেকপোষ্ট ইমিগ্রেশন সাদিপুর রোডের সামনে টাওয়ার লাইট দুটি স্থাপন করা হয়েছে। পৌরসড়াকের সামনে অবস্থিত টাওয়ার লাইটটির উচ্চতা ৫০ ফুট। এতে ৩০০ ওয়ার্ডের পাঁচটি এলইডি সার্চলাইট বসানো হয়েছে। চেকপোষ্টে অবস্থিত টাওয়ার লাইটটির উচ্চতা ৬০ ফুট এতে ৩০০ ওয়ার্টের ছয়টি লাইট বসানো হয়েছে।
এ বিষয়ে বেনাপোল পৌরসভার প্রশাসক ডাঃ কাজী নাজিব হাসান বলেন, আমরা প্রাথমিকভাবে বেনাপোল পৌরএলাকায় দুটি সুউচ্চ লাইট দিয়ে শুরু করেছি। আগামিতে আরও লাইট বসানো হবে। তিনি আরও বলেন, বেনাপোল পৌর এলাকাকে আলোকিত শহরে পরিণত করতে কাজ শুরু করেছি। ইতিমধ্যে বেনাপোল বলফিল্ডে লাইট স্থাপন করেছি এবং প্রতিটি ওয়ার্ডে নতুন করে লাইট লাগানো হচ্ছে। দ্রুতই অন্ধকারাচ্ছন্ন শহর থেকে বেনাপোল আলোর শহরে পরিণত করা হবে।
এমএসএম / এমএসএম

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন
