ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

বেনাপোলে ২টি সুউচ্চ টাওয়ার লাইট স্থাপন


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১-১-২০২৫ দুপুর ৪:২৮

বেনাপোল পৌরসভার উদ্যোগে ‘আলোকিত বেনাপোল গড়তে’ যশোর বেনাপোল মহাসড়কের দুটি স্থানে সুউচ্চ টাওয়ার লাইটের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ই ডিসেম্বর) বছরের শেষ দিনে অথাৎ নতুন বছরের আলোকিত বেনাপোল গড়তে বাহাদুরপুর রাস্তার মোড়ে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন প্রধান অতিথি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক বেনাপোল পৌরসভা ডাঃ কাজী নাজিব হাসান। বেনাপোল পৌর এলাকায় প্রথম ধাপে দুটি টাওয়ার লাইট স্থাপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শার্শা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনাপোল পৌরসভা নুসরাত ইয়াসমিন,বেনাপোল পোর্টথানার ওসি রাসেল মিয়া সহ বেনাপোল পৌর ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন  পর্যায়ের কর্মকর্তা ও বেনাপোল পৌর-প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বাবু, সাধারণ সম্পাদক সুমন হোসাইন, সুজনের শার্শা উপজেলা কমিটির উপদেষ্টা মাস্টার আঃ মান্নান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সহ অন্যান্যরা। উন্নয়নের প্রতীক হিসেবে বেনাপোল শহরকে আরও এক ধাপ এগিয়ে নিলেন বেনাপোল পৌর প্রশাসক। বেনাপোল বাসীকে উপহার দিলেন টাওয়ার লাইট। বেনাপোল শহরের প্রাণকেন্দ্র পৌরসড়কের সামনে ও চেকপোষ্ট ইমিগ্রেশন সাদিপুর রোডের সামনে টাওয়ার লাইট দুটি বসানো হয়েছে। পর্যায়ক্রমে কাগজপুকুর, ছোটআঁচড়া মোড়, আমড়াখালী পৌরগেটসহ গুরুত্বপূর্ণ স্থানে এ লাইট বসানোর পরিকল্পনা রয়েছে পৌর প্রশাসনের। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে এক অন্যরকম আলোর জগতে প্রবেশ করলো বেনাপোলবাসী। 
পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিশ্বাস জানান, আনুমানিক ১৬ লাখ টাকা ব্যয়ে বাহাদুরপুর রাস্তার মোড়ে সোনালী ব্যাংকের সামনে এবং চেকপোষ্ট ইমিগ্রেশন সাদিপুর রোডের সামনে টাওয়ার লাইট দুটি স্থাপন করা হয়েছে। পৌরসড়াকের সামনে অবস্থিত টাওয়ার লাইটটির উচ্চতা ৫০ ফুট। এতে ৩০০ ওয়ার্ডের পাঁচটি এলইডি সার্চলাইট বসানো হয়েছে। চেকপোষ্টে অবস্থিত টাওয়ার লাইটটির উচ্চতা ৬০ ফুট এতে ৩০০ ওয়ার্টের ছয়টি লাইট বসানো হয়েছে। 
এ বিষয়ে বেনাপোল পৌরসভার প্রশাসক ডাঃ কাজী নাজিব হাসান বলেন, আমরা প্রাথমিকভাবে বেনাপোল পৌরএলাকায় দুটি সুউচ্চ  লাইট দিয়ে শুরু করেছি। আগামিতে আরও লাইট বসানো হবে। তিনি আরও বলেন, বেনাপোল পৌর এলাকাকে আলোকিত শহরে পরিণত করতে কাজ শুরু করেছি। ইতিমধ্যে বেনাপোল বলফিল্ডে লাইট স্থাপন করেছি এবং প্রতিটি ওয়ার্ডে নতুন করে লাইট লাগানো হচ্ছে। দ্রুতই অন্ধকারাচ্ছন্ন শহর থেকে বেনাপোল আলোর শহরে পরিণত করা হবে।

 

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে

বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক

শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ

বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর

মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার

প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ

রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান

ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল

চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ

কল্যাণ বোর্ডকে আয়বর্ধক হিসেবে গড়ে তুলতে হবে': মহাপরিচালক তাসলিমা কানিজ নাহিদা