২৩ তম ফেব্রিক শো ১৫ জানুয়ারি

২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো শীতকালীন সংস্করণ শুরু আগামী ১৫ জানুয়ারি। প্রদর্শন শেষ হবে আগামী ১৮ জানুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
সোমবার (৬ জানুয়ারি) রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম এসব কথা জানান।
এসময় সিসিপিআইটি টেক্সের ডেপুটি সেক্রেটারি জেনারেল ও ডিরেক্টর চেন বো, চীনের বেইজিং থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে যোগ দেন। সম্মেলনে উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের সিইও এস এস সারওয়ার ও সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম।
সিংহভাগ আয় দেশের গার্মেন্টস খাত থেকে আসছে জানিয়ে মেহেরুন এন ইসলাম বলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। নানা চ্যালেন্স মোকাবিলা করে এই খাত সম্মানের সঙ্গে এগিয়ে যাচ্ছে। বেশকিছু পলিসি ও রাজনৈতিক কারণে আমাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। এসব সমাধায় সংশ্লিষ্ট সবার সহায়তা জরুরি। এগুলো সমাধা হলে গার্মেন্টস খাতে আরও অনেক দূর যাবে। সঙ্গে দেশের আয় বাড়বে।
প্রদর্শনটির আয়োজন করেন আইসিসিবিতে সেমস-গ্লোবাল ইউএসএ ও সিসিপিআইটি টেক্স চায়না। প্রদর্শনী সংশ্লিষ্ট দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বিস্তারিত জানতে ভিজিট করুন : www.winter.bd.cems-yarnandfabric.com এবং www.cems-denimshow.com ওয়েবসাইটে।
এদিক, বাংলাদেশের পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সুতা, ফ্যাব্রিক, ট্রিমস এবং আনুষাঙ্গিক সরঞ্জামকেন্দ্রিক অন্যতম সুপ্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রদর্শনী ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৫–উইনটার এডিশন। একইসঙ্গে বিশ্বব্যাপী ডেনিম, জিন্স এবং আনুষাঙ্গিক নির্মাতাদের অংশগ্রহণে বাংলাদেশের সামগ্রিক ডেনিম ও পোশাক শিল্পের ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠিত হবে সপ্তম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৫। প্রদর্শনীগুলো সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত বিশ্বব্যাপী বহুল প্রশংসিত ও তিনটি মহাদেশ জুড়ে বিস্তৃত টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনের একটি অংশ। যা প্রতি বছর বাংলাদেশ, ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত
এমএসএম / এমএসএম

জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে চাঁদপুরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড

সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশন (সিটিএসডি), গুলশান হাব, ঢাকা” নতুন ঠিকানায় স্থানান্তরিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 'বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫'

এআই-ভিত্তিক ও আরও উন্নত শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক উন্মোচন করলো হুয়াওয়ে

এআই সুবিধাসহ এক্স৭ডি স্মার্টফোন নিয়ে আসছে অনার, অগ্রিম বুকিং শুরু ৪ অক্টোবর থেকে

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড

এভারকেয়ার হসপিটালে বিশ্ব হার্ট ডে উদযাপন

বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্রেডিট গ্যারান্টি স্কিম (FICGS)’ এ অংশ নিল কমিউনিটি ব্যাংক

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮৯তম সভা অনুষ্ঠিত

এউইবিতে ইউজিসির তিন সদস্যের পরিদর্শন দল

বাংলাদেশে কার্ড ছাড়াই ইএমআই সুবিধা নিয়ে এলো টপপে
