ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

শাহজাদপুরে প্রবাস ফেরত ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৮-১-২০২৫ দুপুর ৪:৯

মাদক সেবন ও জুয়া খেলায় বাঁধা দেওয়ার জেরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পুঁঠিয়া গ্রামে মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে প্রবাস ফেরত আজিম উদ্দিন সরকার (৫৫) নামের এক ব্যক্তিকে দূর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে। নিহত আজিম উদ্দিন ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিন সরকারের ছেলে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বুধবার (৮ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 
নিহতের ছোট ভাইয়ের স্ত্রী মোছাঃ নাজমা খাতুন জানান- আশপাশ এলাকার কিছু বখাটে যুবক বেশ কিছুদিন ধরে তাদের বাড়ির সামনের একটি পরিত্যক্ত ভাঙ্গা ঘর ও পাশের জমিতে বসে মাদক সেবন ও জুয়া খেলে আসছিল। এখানে বসে তাদের এ কাজ করতে একাধিকবার নিষেধ করা হয়। এ নিষেধ উপেক্ষা করে তারা আবারও মঙ্গলবার সন্ধ্যায় ওখানে বসে মাদক সেবন ও জুয়া খেলতে থাকে। এরপর ওই দিন রাতে এশার নামাজ শেষে আজিম উদ্দিন ও আমার স্বামী মেজবাহ সরকার মসজিদ থেকে বাড়ি ফেরার সময় কয়েকজনকে ওই স্থানে বসে আবারও মাদক সেবন করতে দেখে। এ সময় তিনি চোর চোর বলে তাদের ধাওয়া দিলে তারা সংঘবদ্ধ হয়ে আমার ভাসুর স্বামীকে মারপিট করে। এক পর্যায়ে মাদক সেবিরা আমার ভাসুর আজিম উদ্দিনের অন্ডকোষে লাথি, কান, মাথা ও ঘাড়ে আঘাত করে একটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ঘটনাস্থলের মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে মাথায় পানি ঢালা হয়। এরপর স্থানীয় ও মা ক্লিনিকের চিকিৎসক দিয়ে দেখানো হয়। চিকিৎসকরা দেখে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শি আব্দুল্লাহ, পারভেজ ও হায়দার আলী জানান- এ ঘটনার পর তারা ঘাতকদের দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন। তারা আরও বলেন, ঘাতকরা প্রায়ই ওই পরিত্যাক্ত ঘরে বসে মাদক সেবন করে ও জুয়া খেলে। এতে এলাকাবাসি নিরাপত্তা ঝুঁকিতে পড়েন। ফলে মাদকসেবি ও জুয়ারিদের এখানে এ কাজ করতে নিষেধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা আজিম উদ্দিনকে পিটিয়ে হত্যা করে একটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে গেছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন- খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার এখনও কোনো অভিযোগ দেয়নি। দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুঠিয়া ব্রিজের উপর থেকে যুবকদের ফেলে রাখা একটি মোটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। 
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যেও সৃষ্টি হয়েছে।

এমএসএম / এমএসএম

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও