ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

১০বছর ধরে শতাধিক পাখিকে খাবার খাওয়ান বাকেরগঞ্জের বিপুল দাস


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১১-১-২০২৫ দুপুর ১:৪৮

বরিশালের বাকেরগঞ্জে প্রায় ১০ বছর ধরে নিয়মিত পাখিদের খাবার খাওয়ান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাপ্পি মিষ্টান্ন ভান্ডার এর  এক হোটেল কর্মচারী বিপুল দাস  (৪৫)।মাত্র ১০ মিনিটের জন্য তার দোকানের সামনে  বসে পাখির মেলা। প্রতিদিন সকালে দোকানের থেকে বেঁচে যাওয়া খাবার পুরি সিংগারা পাওয়া রুটি,  মিশ্রিত খাবার দিতে হয় পাখিদের।নানান জাত ও বর্ণের পাখির ক্ষুধা মেটাতে প্রস্তুত থাকেন। বিপুল দাস পাখির খাবার খাওয়ানোর এমন দৃশ্য দেখতে লোকজনও ছুটে আসে।পাখিদের প্রতি এমন ভালোবাসায় বাকিটা জীবন যেন পাখিদের সেবা করতে পারেন এই প্রত্যাশা বিপুল দাসের।
বিপুল দাস বাকেরগঞ্জ  পৌর শহরের ২ নং ওয়ার্ডে তার বসবাস
সরেজমিনে দেখা গেছে, তখন সকাল ৬. ৩০ মিনিট বাপ্পি মিষ্টান্ন ভান্ডারের দোকানের সামনে কোন পাখির দেখা নাই।ঠিক দোকান খুলতেই ৫ মিনিটের মধ্যে কোথা হতে যেন হঠাৎ ঝাঁকে ঝাঁকে পাখিরা উড়ে এসে অবস্থান নেয় দোকানের সামনে রাস্তার উপরে। কিচিরমিচির শব্দে,তিনি নিজেই বুঝতে পারেন সময় হয়েছে পাখিদের খাওয়ানো। দোকানে রাখা পুরি সিঙ্গারা পাউরুটি মিশ্রিত হাতে নিয়ে বের হয়ে আসেন দোকানের সামনে।হাতের পাশে রাখা খাবার পরিমান মত খাবার ছিটিয়ে দেন রাস্তার উপরে। ১০মিনিটের মধ্যে খাবার খেয়ে পাখিরা আবার উড়ে যায় অজানা গন্তব্যে।এভাবে নিয়ম করে প্রতিদিন শত শত পাখিদের খাবার খাওয়াচ্ছেন বিপুল দাস। বিপুল দাস জানান, ১৫ বছর ধরে আমি বাকেরগঞ্জ পৌর বাজারে বাপ্পি মিষ্টান্ন ভান্ডারে কাজ করে আসছি  বছর দশেক আগে দোকানে বসে হাতে বানানো রুটি খাচ্ছিলাম।হঠাৎ দুটি কাক চলে আসে। রাস্তায় রুটির একটি অংশ ছুড়ে ফেলেন মাটিতে।নির্বিঘ্নে কাক দুটো খাবার খেয়ে চলে যায়। পরের দিন আমি আমার মত করে দোকান খুলতেই। ঝাকে ঝাকে পাখিগুলো চলে আসে পরে দোকান থেকে বের হয়ে পাখিগুলোকে খাবার দেই সেই থেকেই আজ পর্যন্ত খাবার খাইয়ে আসছি  প্রতিদিন গাছের ডালে বসে কা -কা ডাক শুরু করে দেয়। বুঝতে পারি ওদের খাবার দিতে হবে। দোকানে থাকা থেকে যাওয়া খাবার ছিটিয়ে দিলে ওরা গাছ থেকে নেমে এসে খাবার খেতে শুরু করে দোয়েল কাঠ ঠোঁকড়া, কয়েক জাতের সারস, বুলবুলিসহ অনান্য পাখিরা দলবদ্ধ হয়ে এসে খাবার খেয়ে যায়। এখন রোজ শতাধিক পাখিদের খাবার দিতে হচ্ছে তার। বাকিটা জীবন যেন এই ভাবে পাখিদের খাওয়াতে পারি এমন প্রত্যাশা বিপুল দাসের বিপুল দাস আরো জানান।
খাবার দিতে একটু দেরি হলে পাখিদের শোরগোল আরো বেড়ে যায়। দ্রুত খাবার দিলে খাওয়া শেষ মাত্র পাখিগুলো কোথায় যে চলে যায় জানা নেই।

এমএসএম / এমএসএম

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়নে চমক

রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

মাগুরায় কৃতি সন্তানদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে বিএনপি নেতার কবর জিয়ারতে দুই এমপি প্রার্থী

স্ত্রীর কাছে ‘চিরকুট’ লিখে স্বামীর আত্মহত্যা

বাঁশখালীতে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল

ঝিনাইগাতীতে গারো পাহাড়ে বন্যহাতির আক্রমণসহ নানা সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম ১৩ আসনে মনোনয়ন ঘোষণা'র পর কোণঠাসা বিএনপির তৃণমূল

জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

আত্রাইয়ে বান্দাইখাড়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশী ব্যবস্থাপনা প্রয়োজন : এম সাখাওয়াত হোসেন

আদিবাসীদের ঐতিহ্যবাহী ওয়ানগালা ও লবান উৎসব উদযাপন