ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

মেট্রোরেলের দুর্নীতি শেষ কোথায়


 জাহাঙ্গীর আলম  photo জাহাঙ্গীর আলম
প্রকাশিত: ১১-১-২০২৫ রাত ১১:১৮

অতিরিক্ত প্রকল্প পরিচালক আরিফ রহমানসহ মেট্রো রেলের দায়িত্বে থাকা কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ মেট্রো রেলের অতিরিক্ত দায়িত্বে থাকা  ইএন্ডএম সিস্টেম এবং রোলিংস্টক এমআরটি লাইন -৬ এর  প্রকল্প পরিচালক এবি এন আরিফ রহমান নার্সারি ও পরিবহন পুলের দায়িত্বে থেকে বিপুল পরিমাণে অবৈধ  টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।

আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতিপ্রাপ্ত এবং মেট্রোরেল প্রকল্পের শুরু থেকে (২০১৪-২০২৪) একই দায়িত্বে আছেন।প্রকল্পের অতিরিক্ত পরিচালক এবিএন আরিফ রহমান নামে বেনামে মেট্রোরেলের জমি ব্যবহার করে চলেছেন এবং নার্সারি ও পরিবহন পুলের গাড়ির দায়িত্বে থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন।

সকর ট্রেন ও তার যন্ত্রাংশ আরিফ রহমান নিজ দায়িত্বে থেকেই কিনেছেন। সে সাবেক এমডি এম এন সিদ্দিকের অন্যতম সহযোগী ও আওয়ামী লীগের দালাল। মুহাম্মদ সাইদুর রহমান (অধ্যক্ষ ট্রেনিং সেন্টার) -সে রেল মন্ত্রণালয়ের ডেমো ট্রেনের মাস্টারমাইন্ড যা থেকে সরকারের প্রায় ২ হাজার কোটি টাকা অপচয় করেছেন। তিনি মেট্রোরেলের শুরু থেকে আজ পর্যন্ত কর্মরত আছেন। তার অবসরে যাওয়ার সময় হলে  সাবেক এমডি মেট্রোতে ট্রেনিংয়ে নিয়োগ দেন। মোঃ নাজমুল ইসলাম ভূঁইয়া (ডিজিএম এডমিন অতিরিক্ত দায়িত্ব) লাইন -১ ( পিআর)। তিনি সাবেক এমডির এলাকার লোক। আউটসোর্সিংয়ে জনবল সরবরাহ ও নিয়োগ সবই তার মাধ্যমে হয় এবং আউটসোর্সিং নিয়োগে মোটা অংকের টাকা লেনদেন করেন। একে ট্রেডিংস ও বৈশাখী সিকিউরিটিস লিমিটেড এ দুটি কোম্পানি থেকে কমিশন বাণিজ্য করেন  এবং তিনি ডিএমটিসিএল এর একজন আতঙ্কিত ব্যক্তি ২০১৮ ও ২৪ এর জাতীয় নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে সরাসরি মত দিয়েছেন প্রিজাইভিং অফিসার হিসেবে এমনকি তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাই না। মোঃ শাহজাহান অতিরিক্ত প্রকল্প পরিচালক লাইন -৬, ( সিভিল) তিনি মেট্রোর শুরু থেকে আছেন। তার অধীনে ( cp-1)-(cp-2) ডিপো উন্নয়ন ও ডিপোর সঙ্গে ভবন নির্মাণ কাজ হয়েছে।সমস্ত ডিপো তার আত্মীয়-স্বজনদের মাধ্যমে নিয়ন্ত্রণ করে শত কোটি টাকা আত্মসাৎ করেছেন। তিনি সাবেক এমডি ও পিডির আস্থাভাজন ছিলেন। এমনকি নারায়ণগঞ্জ সহজ প্রকল্পের দায়িত্বে থাকাবস্থায় দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন। মোঃ এম এ মামুন এএম (এসডিপি) তিনি ডিপোর সকল আসবাবপত্র কেনা থেকে শুরু করে আউটসোর্সিং দুইটি কোম্পানি একে ট্রেডার্স ( যা ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ লোকের দ্বারা পরিচালিত) এবং বৈশাখী সিকিউরিটিজ লিমিটেডের মাধ্যমে জনবল নিয়োগ করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন । 

ডাইরেক্টর অপারেশন (ওটিএম) নাসির উদ্দিন তিনি সাবেক এমডি ও পিডির ঘনিষ্ঠ লোক। তার দ্বারা ডিএমটিসিএল এর হাজার কোটি টাকা অপচয় হয়েছে এমনকি নিয়োগে ও ঘুষ বাণিজ্য করেছেন। খন্দকার এহতেশাম কবির যুগ্ম সচিব (অতিরিক্ত প্রকল্প পরিচালক প্রশাসন ও অর্থ লাইন -৬) আওয়ামী লীগ শাসনামলে দেশ-বিদেশের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে মেট্রোরেল লাইন-৬ এর অতিরিক্ত  প্রকল্প পরিচালক হিসেবে  আছেন।তিনি সাবেক এমডি এ এম এন সিদ্দিকের সহযোগী। মোঃ জাহিদুল ইসলাম উপসচিব ব্যবস্থাপনা পরিচালকের একান্ত সহযোগি (অতিরিক্ত দায়িত্ব) সে সাবেক এমডি এএমএন সিদ্দিকের সহযোগী। এ বিষয়ে মন্তব্য জানতে মেট্রোরেলের অতিরিক্ত পরিচালক এ বি এন আরিফের সাথে যোগাযোগ করলে তিনি 'দৈনিক  সকালের সময়'কে বলেন, নার্সারি আমার শখ, আমি নিজস্ব অর্থায়নে এগুলো করেছি।

এমএসএম / এমএসএম

গণপূর্তের ইএম কারখানা বিভাগে নির্বাহী প্রকৌশলী মো: ইউসুফের দুর্নীতির রাজত্ব

দুর্নীতিতে পিছিয়ে নেই এলজিইডির উপজেলা প্রকৌশলীগন

‘এনবিআর’এ স্বৈরাচার সরকারের পালিয়ে থাকা চক্রের চক্রান্ত

প্রাণ ধ্বংসকারী কোম্পানি প্রাণ

বিসিএসআইআরের ৬ কোটি টাকার যন্ত্রপাতি কেনায় ভাগ বাটোয়ারা

কোতোয়ালীতে অপহৃত ব্যবসায়ীর লাশ উদ্ধার

রেজিস্ট্রি অফিসের প্রভাবশালী নকলনবিশের কাণ্ডঃ মন্ত্রীদের প্রভাবে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ

বিসিক এর নীরিক্ষা কর্মকর্তা সাবধান আলী হতে সাবধান!

কেরানীগঞ্জ উপজেলার রাজাবাড়ী রোডে অবৈধ এলপিজি বটলিং প্লান্ট এর সন্ধান

গডফাদার মুরাদ জং-এর বোন পরিচয়ে দলিল দাতা-গ্রহীতাদের জিম্মি করার অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে সরকারি খাস জমি ভূমিদস্যুদের দখলে

বগুড়ায় সাবেক অফিস সহকারীর বিরুদ্ধে 'ফ্যাসিস্ট সিন্ডিকেটের' মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইন যেন শুধু খাতা কলমে