ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নবীনগরে সরিষা চাষে বাম্পার ফলনের প্রত্যাশা


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি photo নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১-২০২৫ দুপুর ৩:২৮

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা ২১টি ইউনিয়নে সব জায়গায় এখন হলুদ সরিষার সমারোহ। স্বল্প সময়ে বাড়তি ফসল হিসেবে এই জনপদে প্রতিবছরই বাড়ছে সরিষা চাষ। এ বছর সরকারি প্রণোদনার আওতায় ২ হাজার ৪ শত কৃষকের মাঝে দেওয়া হয়েছে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার। ফলে গত বছরের চেয়ে এবছর সরিষা চাষে সাফল্যে আশানুরুপ উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। এ উপজেলায় কৃষকেরা রবি মৌসুমে সরিষা চাষ করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার প্রত্যাশা করছে। 

উপজেলার রছুুল্লাবাদ, বীরগাঁও, বড়াইল, সলিমগঞ্জ, কৃষ্ণনগর, বিটঘর, নাটঘর ইউনিয়নে সরিষার আবাদ বেশী হয়। এ বছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪১৫০ হেক্টর কিন্ত চাষ হয়েছে ৪০৫০ হেক্টর জমিতে। যা গতবছরের চেয়ে ১৫ হেক্টর বেশী।

তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, ফ্রীপ প্রকল্প, পার্টনার প্রকল্প এবং রাজস্ব অর্থায়নে বিভিন্ন পর্যায়ের প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ এবং বালাইনাশক প্রদান করা হয়। প্রতি বিঘা জমিতে প্রায় ৪-৫ মন সরিষা উৎপাদন হয়, প্রতি মন সরিষার বর্তমান বাজার মুল্য ২৮০০-৩৬০০ টাকা।

সরেজমিনে গিয়ে জানাযায়, বীরগাঁও ইউনিয়নের নজরদৌলত গ্রামের মো. জাকির হোসেন তার চাষকৃত ৫০ শতক ও মানিক মিয়া ৫০ শতক। কেদারখোলা গ্রামের আক্তার হোসেন ৫০ শতক। নাটঘর ইউনিয়নের কৃষক আমানউল্লাহ ৯ বিঘা জমিতে সরিষা আবাদ করেছেন। সরিষা চাষ করা কোন কোন জমিতে তাজা সরিষা ফুল/কোন জমিতে ফুল ঝড়তে শুরু হয়েছে। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার কর্তৃক নিয়মিত পরামর্শ পাচ্ছে কৃষকেরা, এবার সরিষা চাষে বাম্পার ফলনের আশা করছেন কৃষক। প্রতিটি জমিতেই তাজা সবুজ সরিষা গাছ গুলোতে হলুদ ফুলে ফুলে ভরে ওঠায় কৃষকের মুখে হাসি ফুটতে শুরু করেছে।

শ্যমগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ গ্রামের কৃষক রফিক জানান, এবার আবহাওয়া ভাল থাকায় জমিতে সরিষার ফলন ভাল হবে বলে আশা করছেন। সরিষার বাড়ন্ত ফুলে ভরা গাছগুলো দেখে তিনি আশান্বিত হয়েছেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে- চলতি মৌসুমে উপজেলার ২১টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের জমিতে সরিষার চাষাবাদ হয়েছে। ইব্রাহিমপুর ইউনিয়নের কৃষক কাউছার জানান- এ বছরই তিনি ৩ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। তার জমিতে সরিষার গাছ গুলো যেভাবে লকলকিয়ে উঠেছে এবং হলুদ ফুলে ছেয়ে গেছে তাতে তিনি এ বছর ভাল সরিষার ফলন পাবেন বলে আশাবাদি হয়েছেন।

উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম লিটন দৈনিক সকালের সময়কে বলেন, কৃষকদের ভালো বীজ সঠিক সময়ে এবছর সরবরাহ করা হয়েছে। সরিষার সার এবং বালাইনাশক ব্যবহার ঠিক করতে উপসহকারী কৃষি অফিসার কর্তৃক নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আশাকরি সরিষার বাম্পার ফলন হবে।

এমএসএম / এমএসএম

বালু খে‌কোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হ‌বে নাঃ ইউএনও ত‌রিকুল ইসলাম

‎বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

‎সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক